• শুনগো বড়াই মোর
    “শুনগো বড়াই মোর। আজু শুভদিন হইল আমার বঁধুয়া পাইনু কোড়।। যাহার লাগিয়া এত পরমাদ সে সব সফল মানি। মনের বাসনা পূরিল আমার বাটে পানু যদুমণি।। আয়ানে যাইয়া এই কহ গিয়া ‘রাধারে সুঁপিল শ্যামে। রাধা বটে রাধা তার রাঙ্গা পায়ে পশিল মনের সনে।। আর কিবা মোর এ ঘর-করণে ধরম সরম কাজ। কুলশীল মোর যে হকু সে […] keyboard_arrow_right
  • শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে
    শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে কহিয়ে চলিয়া যায়। সব গোপীগণ হাসিতে হাসিতে গমন করিছে তায়।। কোন সখি বলে নিকটে মথুরা নিকটে চাহিয়ে দেখ। মেঘের বরণ দেখিয়া সঘন ক্ষণেক এ পারে থাক।। বড় অদভুত দেখি যে বেকত মেঘ নামে আচম্বিতে । কি হেতু ইহার বুঝিতে না পারি ভাবনা হইল চিতে।। তাহাতে বড়াই কহিছে ওথায় ও নহে দেবের […] keyboard_arrow_right
  • শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে
    শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে কহিয়ে চলিয়া যায়। সব গোপীগণ হাসিতে হাসিতে গমন করিছে তায়।। কোন সখী বলে– “নিকটে মথুরা উপার চাহিয়া দেখ। মেঘের বরণ দেখিয়া সঘন ক্ষণেক এ পারে থাক।। বড় অদভুত দেখি যে বেকত মেঘ নামে আচম্বিতে । কি হেতু ইহার বুঝিতে না পারি ভাবনা হইল চিতে।।” তাহাতে বড়াই কহিছে –“ওথায় মেঘের বরণ কেহ […] keyboard_arrow_right
  • সহচরী বলে-ভালে শুন নবরামা
    সহচরী বলে-“ভালে শুন নবরামা। না দেখ মূরতি রতি বনচারী নামা।।” একথা শুনিয়া রাধা হাসিতে লাগল। “বনচারী দেবে কতি দেখিতে না পাল্য।।” চলিলা যমুনা স্নানে সহচরী সনে। স্নান করি রসবতী চলিলা ভবনে।। নিজ নিকেতনে গৌরী করিল পয়ান। ভাবিতে লাগিল সেই রূপের আখ্যান।। নাগর বটের মূলে আছয়ে বসিয়া। নবঘন পথ চাহি সুবল লাগিয়া।। হেনক সময়ে আসি সুবল […] keyboard_arrow_right
  • সুজন কুজন যে জন না জানে
    সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি। মনের বেদনা জানয়ে যে জনা তাহারে পরাণ দি।। সই কহিতে বাসি যে ডর। যাহার লাগিয়া সব তেয়াগিলুঁ সে কেন বাসয়ে পর।।ধ্রু।। কানুর পীরিতি ভাবিতে ভাবিতে পাঁজর ফাটিয়া উঠে। শঙ্খবণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে।। সোনার গাগরী যেন বিষ ভরি দুধে পূরি তার মুখ। বিচার করিয়া যে […] keyboard_arrow_right
  • সুজন কুজন যে জন না জানে
    সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি। অন্তর-বেদনা যে জন জানয়ে পরাণ কাটিয়া দি।। সই, কহিতে বাসি যে ডর। যাহার লাগিয়া সব তেয়াগিনু সে কেনে বাসয়ে পর।। কানুর পীরিতি বলিতে বলিতে পাঁজর ফাটিয়া উঠে। শঙ্খ-বণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে।। সোনার গাগরী যেন বিখ ভরি দুধেতে ভরিয়া মুখ। বিচার করিয়া যে জন না […] keyboard_arrow_right
  • সুজন কুজন যে জন না জানে
    সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি। অন্তর বেদনা যে জন জানয়ে পরাণ বাঁটিয়া দি।। সই কহিতে বাসিয়ে ডর। যাহার লাগিয়া সব তেয়াগিনু সে কেন বাসয়ে পর।। কানুর পিরীতি কহিতে শুনিতে পাঁজর ফুটিয়া উঠে। শঙ্খবণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে।। সোনার গাগরী দিল বিষ ভরি দুধেতে পূরিয়া মুখ। বিচার করিয়া যে জন না […] keyboard_arrow_right
  • 1
  • 8
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ