রমণী-মোহন বিলসিতে মন হইল মরমে পুনি। গিয়া বৃন্দাবনে বসিলা যতনে রমিতে বরজ-ধনী।। মধুর মুরলী পূরে বনমালী রাধা রাধা বলি গান। একাকী গভীর বনের ভিতর বাজায়ে কতেক তান।। অমিয়া-নিছন বাজিছে সঘন মধুর মুরলী-গীত। অবিচল কুল– রমণী সকল শুনিয়া হরল চিত।। শ্রবণে যাইয়া রহল পশিয়া বেকতে বাজিছে বাঁশী। ‘আইস, আইস’,বলি ডাকয়ে মুরলী যেন ভেল সুখরাশি।। আনন্দ-অবশ পুলক-মানস […]
keyboard_arrow_right