• রূপ কলা গুণ সুব সম্পূরণ
    রূপ কলা গুণ সুব সম্পূরণ ঐছন কানু বর নাহ। আছিল আমার চিতে তুয়া সঞে মিলাইতে ভালে ভেল বিহি নিরবাহ।। সখি হে কাহে তুহুঁ মানসি লাজে। বিহিপরসাদে সাধ সব পূরল বুঝল মো অপরূপ কাজে।। যাকর কাহিনি ছাড়ি তুহুঁ আন দিন আন না শূনসি কানে। বচন রচন করি সব উলটায়সি আজু দেখি আন সন্ধানে।। সব আন চীত […] keyboard_arrow_right
  • শচীর দুলাল মনোরঙ্গে
    শচীর দুলাল মনোরঙ্গে। খেলে সম বয় শিশু সঙ্গে।। মাঝে গোরা শিশু চারি পাশে। নাচে আর মৃদু মৃদু হাসে।। হাতে হাতে করে ধরাধরি। তালে তালে নাচে ঘুরি ঘুরি।। ক্ষণে ঘন দেয় করতালি। ক্ষণে কেহ কহে ভালি ভালি।। গোরা যবে বলে হরি হরি। শিশুগণ সঙ্গে বলে হরি।। ঘন ঘন হরিবোল শুনি। কাঁপে কলি পরমাদ গুণি।। মুরারি আনন্দে […] keyboard_arrow_right
  • শিশিরক শীত সমাপলি সুন্দরি
    শিশিরক শীত সমাপলি সুন্দরি শোহন সুরত-সন্দেশে। স্মর-শর-সম শর শশিকর-শীকর সহই সুতনু-তনু শেষে।। শুন শুন শ্যাম সকল গুণবন্ত। শুধই সম্বাদে কি সুমুখি সম্বোধব সুখময় সময় বসন্ত।। শীতল সুরভিত সরস সমীরণে সতত সন্তাপই গাতে। স্বপন-সমাগম সাধে সুধামুখি শূতই সরসিজ-পাতে।। সখিনি-সমাজে সাঁজ সঞে সো ধনি সগরিহুঁ শরবরি জাগে। সোঙরি সুনেহ সোহাগিনি সংশয় গোবিন্দদাস-দিঠি আগে।। keyboard_arrow_right
  • শুন গো মরম সখি কালিয়া কমল আঁখি
    শুন গো মরম সখি কালিয়া কমল আঁখি কিবা কৈল কিছুই না জানি। কেমন করয়ে মন সব লাগে উচাটন প্রেম করি খোয়ালুঁ পরাণি।। শুনিয়া দেখিলুঁ কালা দেখিয়া হইলুঁ ভোলা নিবাইতে নাহি পাই পানী। অগুরু চন্দন আনি দেহেতে লেপিনু ছানি না নিবায় হিয়ার আগুনি।। বসিয়া থাকিয়ে যবে আসিয়া উঠায় তবে লইয়া যায় যমুনার তীর। কি কহিতে কি […] keyboard_arrow_right
  • শুন গো সজনি সই কি বুদ্ধি করিব
    “শুন গো সজনি সই কি বুদ্ধি করিব। কালিয়া কানুর লাগি আনলে পশিব।। যাহার লাগিয়ে হল এত পরমাদ। সে জন করিল সুখ-সম্পদেতে বাদ।। সকল গোপিনী বলে “আর কিবা দেখ। সে শ্যাম নৈরাশ হল কি আর উপেখ।। যে জন করিত দয়া সে হল নিঠুর। তেজিয়া বিমুখ ভেল, কৈল অতিদূর।। যমুনাতে গিয়ে চল মরিব ডুবিয়া। এ ছার জীবন […] keyboard_arrow_right
  • শুন গো সজনি সই কি বুদ্ধি করিব
    শুন গো সজনি সই কি বুদ্ধি করিব। কালিয়া কানুর লাগি আনলে পশিব।। যাহার লাগিয়ে হল এত পরমাদ। সে জন করিল সুখ সম্পদেতে বাদ।। সকল গোপিনী বলে আর কিবা দেখ। সে শ্যাম নৈরাশ হল কি আর উপেখ।। যে জন করিত দয়া সে হল নিঠুর। তেজিয়াবিমুখ ভেল কৈল অতিদূর।। যমুনাতে গিয়ে চল মরিব ডুবিয়া। এ ছার জীবন […] keyboard_arrow_right
  • শুন শুন নাগর সব গুণ আগর
    শুন শুন নাগর সব গুণ আগর তুহুঁ বর চতুর সুজান। একলি সঙ্কেত- নিকেতনে সো ধনি নয়ানে না হেরই আন।। তোহারি গমন-পথ পুন পুন হেরত সো অবিচল কুলবালা। রতন প্রদীপ বাসাগৃহে সাজই তুয়া লাগি গাঁথই মালা।। এত কহি সহচরি তুরিতে গমন করি কুঞ্জে ভেল উপনীত। ভণ যদুনন্দন ও নন্দ-নন্দন গমনহি উনমত-চীত।। keyboard_arrow_right
  • শুন হে কমল-আঁখি
    শুন হে কমল-আঁখি। এ দেহ সেখানে পরাণ এখানে শুধু দেহ আছে সাখী।। সকল তেজিয়ে শরণ লয়েছি ও দুটি কমল পায়। ঠেলিয়া না ফেল ওহে বাঁশীধর যে তোর উচিত হয়।। তিলেক না দেখি ও মুখমণ্ডল মরমে না শুনে আন। দেখিলে জুড়ায় এ পাপ পরাণ ধড়ে আসি রহে প্রাণ।। যেমন ঘরের দীপ নিভাইলে অন্ধকার হেন বাসি। তেন […] keyboard_arrow_right
  • শুন হে কমলআঁখি
    “শুন হে কমলআঁখি। এ দেহ সেখানে পরাণ এখানে শুধু দেহ আছে সাখী।। সকল তেজিয়া শরণ লয়েছি ও দুটী কমল পায়। ঠেলিয়া না ফেল ওহে বাঁশীধর যে তোর উচিত হয় । তিলেক না দেখি ও মুখমণ্ডল মরমে না শুনে আন। দেখিলে জুড়ায় এ পাপ পরাণ ধড়ে আসি রহে প্রাণ।। যেমন ঘরের দীপ নিভাইলে অন্ধকার হেন বাসি।। […] keyboard_arrow_right
  • শুন হে নাগর রায়
    শুন হে নাগর রায়। তোমার উচিত এই নহে চিত এক কথা কহিব কায়।। তোমার কারণ সব তেয়াগিনু কুলেতে দিয়াছি ডোর। অবলা অখলে হেন করিবারে এ নহে উচিত তোর।। আমরা স্বপনে আন নাহি জানি কেবল দুখানি পায়। এতেক বেদন তোমার কারণ শুন হে নাগর রায়।। সকল তেজিনু তবু না পাইনু হৃদয় কঠিন বড়ি। হাসিয়া হাসিয়া বঙ্কিমে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ