“শুন গো সজনি সই কি বুদ্ধি করিব। কালিয়া কানুর লাগি আনলে পশিব।। যাহার লাগিয়ে হল এত পরমাদ। সে জন করিল সুখ-সম্পদেতে বাদ।। সকল গোপিনী বলে “আর কিবা দেখ। সে শ্যাম নৈরাশ হল কি আর উপেখ।। যে জন করিত দয়া সে হল নিঠুর। তেজিয়া বিমুখ ভেল, কৈল অতিদূর।। যমুনাতে গিয়ে চল মরিব ডুবিয়া। এ ছার জীবন […]
keyboard_arrow_right