• সই, হের আসি দেখ সিয়া
    সই, হের আসি দেখ’সিয়া। নবীন নাগরী নাগরের কোলে আছে আরোপিত হৈয়া।। লখিতে লখিতে আঁখির পুতলি সে অঙ্গে নাহিক থাকে। বড় অপরূপ কিবা রসকূপ অমিয়া বরিখে লাখে।। দেখ না চাহিয়া দুঁহু রূপখানি এমতি না দেখি কতি। বহু দিন থাকি গোকুল-নগরে না শুনি না দেখি রতি।। যেমন নাগর নাগরী তেমন দুঁহো শোভিয়াছে ভাল। নব বৃন্দাবন যত উপবন […] keyboard_arrow_right
  • সকল কলারস সায়র নায়র
    সকল কলারস সায়র নায়র নায়রীমুখশশী চাহ। কেলিবিলাস ছরম ঘরমায়িত কালিন্দী করু অবগাহ।। দেখ সখি এ পুন নহ জলকেলি। শীকর নিকরহিঁ ঘুমল মদন পর শর বরিখয়ে দুহুঁ মেলি।।ধ্রু।। নীল বসন তনু নীর নিষিঞ্চন বেকত হোয়ত প্রতি অঙ্গ। তোড়ি নলিনীদল ধনী কুচমণ্ডলে ধরু কিয়ে ঢাল অনঙ্গ।। সো অব নখর-শিখরে হরি ফারল মনসিজ ভেল উদাস। তহিঁ পুন ভুজযুগ […] keyboard_arrow_right
  • সখি গৌরাঙ্গ গড়িল কে
    সখি গৌরাঙ্গ গড়িল কে? সুরধুনীতীরে নদীয়া নগরে উয়ল রসের দে।। পিরীতি পরশ অঙ্গের ঠাম ললিত লাবণ্যকলা। নদীয়া নাগরী করিতে পাগলী না জানি কোথা না ছিলা।। সোনায় বাঁধল মণির পদক উর ঝলমল করে। ও চাঁদমুখের মাধুরী হেরিতে তরুণী হিয়া না ধরে।। যৌবনতরঙ্গে রূপের বাণ পড়িয়া অঙ্গ যে ভাসে। শেখরের পহুঁ বৈভব কো কহুঁ ভুবন ভরল যশে।। keyboard_arrow_right
  • সখি হে ঐ দেখ গোরা কলেবর
    সখি হে ঐ দেখ গোরা কলেবর। কত চাঁদ জিনি মুখ সুন্দর অধর।। করিবর কর জিনি বাহু সুবলনী। খঞ্জন জিনিয়া গোরার নয়ন চাহনি।। চন্দনতিলক শোভে সুচারু কপালে। আজানুলম্বিত চারু নব নব মালে।। কম্বুকণ্ঠ পীন পরিসর হিয়া মাঝে। চন্দনে শোভিত কত রত্নহার সাজে।। রামরম্ভা জিনি ঊরু অরুণ চরণ। নখমণি জিনি পূর্ণইন্দু দরপণ।। বাসু ঘোষ বোলে গোরা কোথা […] keyboard_arrow_right
  • সখি হে কাহে কহসি কটুভাষা
    সখি হে কাহে কহসি কটুভাষা। ঐছন বহুগুণ একদোষে নাশই এক গুণ বহুদোষনাশা।।ধ্রু।। কি করব জপতপ দান ব্রত নৈষ্ঠিক যদি করুণা নহি দীনে। সুন্দর কুল শিল ধন জন যৌবন কি করব লোচনহীনে।। গরল সহোদর গুরুপত্নীহর রাহুবমন তনু কারা। বিরহ হুতাশন বারিজনাশন একগুণ শশি উজিয়ারা।। পরসুতহীত যতন নাহি নিজসুতে কাকউচ্ছিষ্ট রসপানী। সো সব অবগুণ সগুণ এক পিক […] keyboard_arrow_right
  • সখিগণ সঙ্গে চললি নবরঙ্গিণি
    সখিগণ সঙ্গে চললি নবরঙ্গিণি শোভা বরণি না হোয়। কত শত চাঁদ চরণ-তলে নীছই লাখ মদন তহিঁ রোয়।। দেখ দেখ পহিল সমাগম-রঙ্গ। পদ দুই চারি চলত পুন ফীরই ভীতহিঁ কম্পিত অঙ্গ।। ঐছন ভাতি আওল যাহাঁ মাধব দ্বারহি রহ পুন থারি। অদভূত মনহি বিলাসন-উন্মুখ তবহিঁ নয়নে ঝরু বারি।। পুন পরবোধিয়া নিকটহিঁ আনিয়া কহে সখি সুমধুর বাণী। বুঝি […] keyboard_arrow_right
  • সখিগণ সঙ্গে যায় কত রঙ্গে
    সখিগণ সঙ্গে যায় কত রঙ্গে যমুনা-সিনান করি। অঙ্গের সৌরভে ভ্রমরা ধারয়ে ঝঙ্কার করয়ে ফিরি।। নানা আভরণ মণির কিরণ সহজে মলিন লাগে। নবীন কিশোরী বরণ বিজুরি সদাই মনেতে জাগে।। সই, সে নব রমণী কে। চকিতে হেরিয়া জ্বলত এ হিয়া ধরিতে নারি এ দে।। পুন না হেরিলে না রহে জীবন তোমারে কহিনু দড়। কহে চণ্ডীদাস পূরাহ লালস […] keyboard_arrow_right
  • সখীগণ সঙ্গে যায় কত রঙ্গে
    সখীগণ সঙ্গে যায় কত রঙ্গে যুমনা সিনান করি। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাবয়ে ঝঙ্কার করয়ে ফিরি।। নানা আভরণ মণির কিরণ সহজে মলিন লাগে। নবীন কিশোরী বরণ বিজুরি সদাই মনেতে জাগে।। সই সে নব রমণী কে। চকিতে হেরিয়া জ্বলত এ হিয়া ধরিতে নারি এ দে।। পুন না হেরিলে না রহে জীবন তোমারে কহিনু দড়। কহে চণ্ডীদাস পুরাহ […] keyboard_arrow_right
  • সঙ্কেত-কুঞ্জে আয়ব যব মোহন
    সঙ্কেত-কুঞ্জে আয়ব যব মোহন হসি হম যায়ব দূরে। বিদগধ নাহ বসনে ধরি আনব পিরীতি-বিনয়-বেবহারে।। সখি হে কথিত সময় উপনীত। কী বুঝি মাধব পথে চলি পায়ত অতএ সে হরখিত-চীত।।ধ্রু।। বাম বাহু মঝু ঘন-ঘন স্পন্দই যবধরি তলপ বিছাই। কর সঞে তাম্বুল গীরত পুন-পুন বেরি বেরি বদনে উঠাই।। বূঝলুঁ ব্রজ-পতি-নন্দন সঞে হম রজনি গোঙায়ব সূখে। চন্দ্রশেখর কহে শ্যাম-রতন-মণি- […] keyboard_arrow_right
  • সজনি কি হেরিনু যমুনার কূলে
    সজনি, কি হেরিনু যমুনার কূলে। ব্রজ-কুল-নন্দন হরিল আমার মন ত্রিভঙ্গ দাঁড়াঞা তরুমূলে।। গোকুল নগরমাঝে আর যত নারী আছে তাহে কোন না পড়িল বাধা। নিরমল কুলখানি যতনে রেখেছি আমি বাঁশী কেনে বলে রাধা রাধা।। মল্লিকা-চম্পক-দামে চূড়ার টালনী বামে তাহে শোভে ময়ূরের পাখে। আশেপাশে ধেয়ে ধেয়ে সুন্দর সৌরভ পেয়ে অলি উড়ি পড়ে লাখে লাখে।। সে শিরে চূড়ার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ