• কানু যাহাঁ কেলি কয়ল কত কৌতুক
    কানু যাহাঁ কেলি কয়ল কত কৌতুক সো পুন কুঞ্জ নেহারী। ভাবে ভরল মন নবমি-দশা পুন হোয়ল ও সুকুমারি।। সখি হে অনুভবি মরমক শেল। তৈছনে কান্দি সখীগণ ঘেরল কোই পুন হৃদিপর নেল।। তৈখনে কো সখী রুধ বচন হেরি নলিনিক শেজহি রাখি। যমুনা-তীর নীর-হরণে চলু তহিঁ দেখি একবর পাখী।। মাথুর-দূত করি প্রেমহিঁ মানল নিবেদই সব দুখ-ভাখি। অদভুত […] keyboard_arrow_right
  • কানুক শেষ দশা শুনি মুগধিনি
    কানুক শেষ দশা শুনি মুগধিনি কাতরে সখিমুখ চাই। ঐছন ইঙ্গিত বুঝইতে সহচরি যতনহিঁ বেশ বনাই।। দেখ দেখ পহিল সমাগম রীত। চলইতে কত কত সংশয় মন মাহা ঐছে কুঞ্জে উপনীত।। রাইক আগমন হেরি চতুরি দোতি তুরিতে সম্বাদল কান। শুনইতে চমকি উঠল বরনাগর চলল হোই আগুয়ান।। দূরে গেও বিরহ সকল দুখ মেটল কানুক হৃদয় উল্লাস। মুগধিনি রমণি […] keyboard_arrow_right
  • কালিয়ার রূপ মরমে লাগিয়া
    কালিয়ার রূপ মরমে লাগিয়া সোয়াস্থ্য না হয় মনে। বিরলে বসিয়া সখীরে কহই দেখাইলে রহে প্রাণে।। এ বোল শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলেবর দেখি। রাইয়ের গোচরে দেখাবার তরে পটের উপরে লেখি।। আনি চিত্রপট রাইয়ের নিকট সমুখে রাখিলা সখী। সে রূপ দেখিয়া মূরছিত হৈয়া পড়িলা কমলমুখী।। মন্দাকিনী পারা কত শত ধারা ও দুটি নয়ানে বহে। করহ চেতন […] keyboard_arrow_right
  • কি আর বিলম্বে কাজ
    কি আর বিলম্বে কাজ। তুরিত গমন করহ যতন ভেটহ নাগররাজ।। কিসের কারণে মানিনী হয়েছ শুনহ কিশোরী গোরি। সে শ্যাম নাগর তারে পরিহরি এ তোর মহিমা বড়ি।। দেখিল যেমন শুনহ কারণ নিদান দেখিল শ্যামে। তোমার বেণীর পদ্ম পড়েছিল তাহাই ধরিয়া বামে।। সেই পদ্ম ধরি নিজ করে করি তা হাতে লইয়া কাঁদে। এমনি দেখিল দেখাইব চল বড়ই […] keyboard_arrow_right
  • কি খেনে দেখিলুঁ গোরা নবীন কামের কোঁড়া
    কি খেনে দেখিলুঁ গোরা নবীন কামের কোঁড়া সেই হৈতে রৈতে নারি ঘরে। কত না করিব ছল কত না ভরিব জল কত যাব সুরধুনী-তীরে।। বিধি তো বিনু বলিতে কেহ নাই। যত গুরু-গরবিত গঞ্জন-বচন কত ফুকরি কাঁদিতে নাহি ঠাঁই।। অরুণ নয়ানের কোণে চাঞাছিল আমা পানে পরাণে বড়শি দিয়া টানে। কুলের ধরম মোর ছারে খারে যাউক গো না […] keyboard_arrow_right
  • কি ছার পিরীতি কৈলা জীয়ন্তে বধিয়া আইলা
    কি ছার পিরীতি কৈলা জীয়ন্তে বধিয়া আইলা বাঁচিতে সংশয় ভেল রাই। সফরী সলিল বিন গোঙাইব কত দিন শুন শুন নিঠুর মাধাই।। ঘৃত দিয়া এক রতি জ্বালি আইলা যুগ বাতি সে কেমনে রহে অ-যোগানে। তাহে সে পবনে পুন নিভাইল বাসোঁ হেন ঝাট আসি রাখহ পরাণে ।।ধ্রু।। বুঝিলাম উদ্দেশে সাক্ষাতে পিরীতি তোষে স্থান ছাড়া বন্ধু বৈরী হয়। […] keyboard_arrow_right
  • কি নাম তোমার বলহ বচন
    “কি নাম তোমার বলহ বচন সুনিয়ে শ্রবণ ভরি।” পুন সে সরল হইল গরল সো নব কিশোরি গোরি।। এই যে আছিল অঙ্গের পুলক শুনিঞা শ্যামের নাম। ক্ষেণেক ভৈগেল আর দশা ভেল কি রস ইহার নাম।। রসের আরতি কি জানি পিরিতি রসের উপরে রস। প্রধান বসতি আট রস তথি যাহাতে করিল বস।। তার তর তম ছাপ্পান্ন রসের […] keyboard_arrow_right
  • কুসুমিত কানন হেরি শচীনন্দন
    কুসুমিত কানন হেরি শচীনন্দন ডারত কহে ঘনশ্বাস। খেনে করতর অব লম্বই মুখশশী খেনে খেনে রহত উদাস।। দেখ নব ভাব তরঙ্গ।। যো অভিলাষহি প্রকট নবদ্বীপে তাকর নাহিক ভঙ্গ।। চঞ্চল-নয়নে চাহ চপলমতি জিত-গতি মত্ত গজরাজ। পুন পুন ঐছন হেরত ফুলবন কছু নাহি বুঝিয়ে কাজ।। ঐছন ভাতি করি তারল ত্রিভুবন ভাসায়ল প্রেমামৃত দানে। রাধামোহন বিন্দু না পাওল আপনাক […] keyboard_arrow_right
  • কেবা নিরমাল্য এহেন পীরিতি
    কেবা নিরমাল্য এহেন পীরিতি আখর গণিঞা তিন। প্রথম সময়ে মধুর বিষয়ে পরিণামে এই চিন।। জথা পাই লাগি উঠিছে জে আগি জা করি মনেতে আছে। ভাল মতে তার সাজাই করিব জাইঞা তাহার কাছে।। এ দেহ তাপিত ভাজিল দুগুণ দোষ গুণ নাহি জানি। কেনে হেন করে অবলার দেহ অখল কুলের ধনি।। পীরিতি গরল না হএ সরল কুটিল […] keyboard_arrow_right
  • কো কহু অপরূপ প্রেমসুধানিধি
    কো কহু অপরূপ প্রেমসুধানিধি কোই কহত রসমেহ। কোই কহত ইহ সোই কল্পতরু মঝু মনে হোত সন্দেহ।। পেখলুঁ গৌরচন্দ্র অনুপাম। যাচত যাক মূল নাহি ত্রিভুবনে ঐছে রতন হরিনাম।।ধ্রু।। যো এক সিন্ধু সো বিন্দু ন যাচই পরবশ জলদ সঞ্চার। মানস অবধি রহত কলপতরু কো অছু করুণ অপার।। যছু চরিতামৃত শ্রুতিপথে সঞ্চরু হৃদয় সরোবর পূর। উমড়ই নয়নে অধম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ