কুসুমিত কানন হেরি শচীনন্দন ডারত কহে ঘনশ্বাস। খেনে করতর অব লম্বই মুখশশী খেনে খেনে রহত উদাস।। দেখ নব ভাব তরঙ্গ।। যো অভিলাষহি প্রকট নবদ্বীপে তাকর নাহিক ভঙ্গ।। চঞ্চল-নয়নে চাহ চপলমতি জিত-গতি মত্ত গজরাজ। পুন পুন ঐছন হেরত ফুলবন কছু নাহি বুঝিয়ে কাজ।। ঐছন ভাতি করি তারল ত্রিভুবন ভাসায়ল প্রেমামৃত দানে। রাধামোহন বিন্দু না পাওল আপনাক […]
keyboard_arrow_right