• চলে বৃষভানুর নন্দিনী
    চলে বৃষভানুর নন্দিনী। আনন্দে পূরল চিত অঙ্গ ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে দানী।। সুবর্ণের ভাণ্ড প্রতি ঘৃত ঘোল ছেনা দধি পসরা সাজায়ে সারি সারি। তাহার উপরে ভালি বিচিত্র নেতের ফালি দাসী শিরে করে ঝলমলি।। রঙ্গিয়া বড়াই সঙ্গে যায় নানা রস রঙ্গে মত্ত গতি জিনিয়া করিণী। বায়ু বেগে চলি যায় বসন উড়য়ে গায় হংস গমন ধনী […] keyboard_arrow_right
  • জয় জয় নবদ্বীপ মাঝ
    জয় জয় নবদ্বীপ মাঝ। গৌরাঙ্গ আদেশ পাঞা ঠাকুর অদ্বৈত যাঞা করে খোল মঙ্গলের সাজ।।ধ্রু।। আনিয়া বৈষ্ণব সব হরিবোল কলরব মহোৎসবের করে অধিবাস। আপনে নিতাই ধন দেই মালাচন্দন করি প্রিয় বৈষ্ণব সম্ভাষ।। গোবিন্দ মৃদঙ্গ লৈয়া বাজে তা তা থৈয়া থৈয়া করতালে অদ্বৈত চপল। হরিদাস করে গান শ্রীবাস ধরয়ে তান নাচে গোরা কীর্ত্তনমঙ্গল।। চৌদিকে বৈষ্ণবগণ হরিবোল ঘনে […] keyboard_arrow_right
  • জয় জয় শ্রীনব-দ্বীপ-সুধাকর
    জয় জয় শ্রীনব- দ্বীপ-সুধাকর প্রভু বিশ্বম্ভর দেব। জয় পদ্মাবতি নন্দন পহুঁ মঝু শ্রীবসু-জাহ্নবী সেব।। জয় জয় শ্রী অদ্বৈত সীতা-পতি সুখদ শান্তিপুর চন্দ। জয় জয় শ্রীল- গদাধর পণ্ডিত রসময় আনন্দ-কন্দ।। জয় মালিনি-পতি সদয়-হৃদয় অতি পণ্ডিত শ্রীবাস উদার। গৌর-ভকত জয় পরম দয়াময় শিরে ধরি চরণ সভার।। পতিত অধ দীন দুরগত যত মিটল সবাকার আশ। আপন করম- দোষে […] keyboard_arrow_right
  • জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন
    জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন মঙ্গল নটন সুঠান রে। কীর্ত্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণ-গান রে।। দাং দ্রিমিকি দ্রিমি মাদল বাজত মধুর মঞ্জীর রসাল রে। শঙ্খ করতাল ঘন্টারব ভেল মিলন পদতলে তাল রে।। কো দেই গোরা অঙ্গে সুগন্ধি চন্দন কো দেই মালতী মাল রে।। পিরীতি ফুল শরে মরম ভেদল ভাবে সহচর ভোর রে।। […] keyboard_arrow_right
  • জলদ -বরণ কানু দলিত-অঞ্জন তনু
    “জলদ-বরণ কানু দলিত-অঞ্জন তনু উদয় হয়াছে সুধাময় । নয়ন-চকোর মোর পিতে করে উতরোল নিমিখে নিমিখ নাহি সয়।। সই, কি পেখলু যমুনার কুলে। ভালে সে গোকুল –নাগরী পাগল সকল লোকেতে বলে।।ধ্রু।। কিবা সে চাহনি ভুবন-ভুলানী দোলনী গলার মাল। মধুর ছলে ভ্রমরা বুলে বেড়িয়া তঁহি রসাল।। দুইটি লোচন মদনের বাণ চাহিয়া পরাণে হানে। পশিয়া মরমে ঘুচায়ে ধরমে […] keyboard_arrow_right
  • জলদবরণ কানু দলিত অঞ্জন তনু
    জলদবরণ কানু দলিত অঞ্জন তনু উদইছে শুধু সুধাময়। নয়ন চকোর মোর পিতে করে উতরোল নিমিখে নিমিখ নাহি সয়।। সই, দেখিনু শ্যামের রূপ যাইতে জলে। ভালে সে গোকুলনারী হইয়াছে পাগলী সকল লোকেতে বলে।। কিবা সে চাহনি ভূবনভুলনী শোভিত গলের মাল। মধুর লোভে ভ্রমরা বুলে বেড়িয়া তহি রসাল।। দুইটী লোচন মদনের বাণ দেখিতে পরাণ হানে। পশিয়া মরমে […] keyboard_arrow_right
  • জলপান করি কান মুখে দিয়া গুয়াপান
    জলপান করি কান মুখে দিয়া গুয়াপান খড়িকে চলিলা গো-দোহনে। গাভীগণ স্তনভরে ঘন হাম্বারব করে কানুপথ নিরখে সঘনে।। আইলা গোকুল চাঁদ করে ধরি ডোরি ছাঁদ আর গোপ আসি তার সঙ্গে। ছাড়ি দিলা বৎস সব গোঠে উঠে হাম্বারব শুনিতে বাঢ়িল বহু রঙ্গে।। দেখিয়া কানুর মুখ ধেনুর হইল সুখ বৎস পিয়ে হরষিত মনে। পিশঙ্গী মাণিকস্তনী দোহে কানু গুণমণি […] keyboard_arrow_right
  • জানি ঘোর কলিকাল অবনিতে অবতার
    জানি ঘোর কলিকাল অবনিতে অবতার জীব সব মলিন দেখিয়া। দয়া করি গৌরহরি শচীগর্ভে অবতরি সঙ্গে পারিষদগণ লৈয়া।। গোলোকের প্রেমধন করে গোরা বিতরণ অধম পতিত নাই মানে। চার বেদের পার হরিনাম মন্ত্র সার দিলা গোরা সভাকার স্থানে।। যতেক পতিত ছিল সকলে উদ্ধার হৈল জগাই মাধাই তার সখী। শুনি সব নরনারী ধায় উভবাহু করি চল যাই গোরা […] keyboard_arrow_right
  • তুয়া পথ জোই রোই দিন-যামিনি
    তুয়া পথ জোই রোই দিন-যামিনি অতি দূবরি ভেল বালা। কি রসে রিঝায়ব কৈছে নিঝায়ব বিষম কুসুম-শর-জ্বালা।। মাধব ইথে জনি হোত নিশঙ্ক। ও নিতি চাঁদ-কলা-সম খীয়ত তোহে পুন চঢ়ব কলঙ্ক।। চন্দন চন্দ মন্দ মলয়ানিল নীর-নিষেচিত চীরে। কুবলয় কুমুদ কমলদল কিশলয়- শয়নে না বান্ধই থীরে।। নুনিক পুতলি তনু মহিতলে শূতলি দারুণ বিরহ-হুতাশে। জীবন আশে শ্বাস বহ না […] keyboard_arrow_right
  • তুয়া মুখকমল দূর সঞে হেরইতে
    তুয়া মুখকমল দূর সঞে হেরইতে হরিলোচন অলি জোর। বিছুরল চপল চরিত সব তৈখনে মাতি রহল তঁহি ভোর।। সুন্দরি মঝু মনে হোত সন্দেহ। কথি লাগি চঞ্চল তুয়া লোচন অলি কতিহুঁ না বাঁধই থেহ।।ধ্রু।। ক্ষণে নিজচরণ কমল অবলম্বই ক্ষণে সচকিত নিজ গাত। ক্ষণে ক্ষণে কানুক বদন সরোরুহে অলখিত আওত যাত।। কিয়ে রসমাধুরী পরিখন চাতুরী কিয়ে পিবই নাহি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ