দু-জনার পদ-অনুসারে। খুঁজি বুলে কানন-ভিতরে।। এক পদচিহ্ন পড়ি পথে। আর চিহ্ন নাহি তার সাথে।। সঙ্গে করি যারে লয়্যা আল্য। সেই জন কোথাকারে গেল।। কেহ তবে অনুমানে বোলে। হরি বুঝি করি নিল কোলে।। এই দেখ দুহাকার ভরে। পশিয়াছে ধরণী উপরে।। তারে যায়্যা দেখে গোপ-নারী। পড়ি আছে হয়্যা একেশ্বরী।। শুন শুন ওগো রসবতি। তোমার এমন কেন গতি।। […]
keyboard_arrow_right