• তুরিতে করহ নব বেশ
    “তুরিতে করহ নব বেশ। আকুল মায়ের মন মন করে উচাটন অধিক পাইব [ম]নে ক্লেশ।। বান্ধহ বিনোদ চূড়া দিয়া মালতির বেড়া”– কহে তবে নটবর কান। “শুন বলরাম দাদা বেশ বান্ধ করি জুদা তুমি কর বেশের বন্ধান।।” শুনি হলধর তবে বেশ করে অনুপায়ে উভু করি কেশের কসনি। আটিয়া পাটের ডুরি চূড়ার নিছনি করি * * * * […] keyboard_arrow_right
  • তোমরা কে বট ধনি পরিচয় দেহ আগে জানি
    তোমরা কে বট ধনি পরিচয় দেহ আগে জানি। এ হেন বিনোদ সাজে কোথা যাবে কোন কাজে বল বল বলগো তা শুনি।। কমল বদনখানি চরণ কমল জিনি কমল লোচনী কমলিনি। জীবন যৌবন ভরা তাহে মাথে পসরা হাঁটিয়া এসেছ ধন্য মানি।। এনা বেশে কিবা আশে যাইবা কাহার বাসে বিজয় করিয়া বিনোদিনি। মোর ভাগ্যে হেন হবে নায়ে পদ […] keyboard_arrow_right
  • তোহে রহল মধুপুর
    তোহে রহল মধুপুর। ব্রজকূল আকূল দোকূল কলরব কানু কানু করি ঝুর।। যশোমতী নন্দ অন্ধসম বৈঠত সঘনে উঠিতে নাহি পারে। সখাগণ ধেনু বেণু নাহি পুরত বিছুরল নাগর বাজারে ।। কুসুম ত্যজি অলি ভূমিতলে লুঠত তরুগণ মলিন সমান। সারী শুক পিক ময়ূরী নাচত কোকিল না করু তহি গান।। বিরহিণী বিরহ যে কি কহব মাধব দশ দিশে বিরহ-হুতাশ। […] keyboard_arrow_right
  • দধি ঘৃত পসরা লেই সব রঙ্গিণী
    দধি ঘৃত পসরা লেই সব রঙ্গিণী আওল কালিন্দীতীরে যমুনাতরঙ্গ- রঙ্গ হেরি আকুল পরশ না পারই নীরে।। প্রাবৃট সময়ে উঠয়ে ঘন ঘূর্ণন গরজন দুকূল পাথার। ঐছন হেরি কহই সব কামিনী কৈছনে হোয়ব পার।। মুখরা সঞে ধনি রমনি শিরোমণি বদন পাণিতলে লাই। হেরি নাগরবর হরষিত অন্তর তরণি লেই চলু ধাই।। কর্ণধারবর চড়িয়া তরণি পর আওল রাইক পাশে। […] keyboard_arrow_right
  • দু-জনার পদ-অনুসারে
    দু-জনার পদ-অনুসারে। খুঁজি বুলে কানন-ভিতরে।। এক পদচিহ্ন পড়ি পথে। আর চিহ্ন নাহি তার সাথে।। সঙ্গে করি যারে লয়্যা আল্য। সেই জন কোথাকারে গেল।। কেহ তবে অনুমানে বোলে। হরি বুঝি করি নিল কোলে।। এই দেখ দুহাকার ভরে। পশিয়াছে ধরণী উপরে।। তারে যায়্যা দেখে গোপ-নারী। পড়ি আছে হয়্যা একেশ্বরী।। শুন শুন ওগো রসবতি। তোমার এমন কেন গতি।। […] keyboard_arrow_right
  • দুহুঁ দুহুঁ নয়নে নয়নে যব লাগল
    দুহুঁ দুহুঁ নয়নে নয়নে যব লাগল জাগল মনমথ রাজ। বদন ফিরাওলি অঞ্চলে ঢাকলি রাধা অতিভয় লাজ।। (আজু) কাননে কাম কলা রস রঙ্গ। কত কত চাটু করত নব নাগর ধনী না দেখাওত অঙ্গ।।ধ্রু।। অঞ্চল গহত করে কর বারত কঙ্কণ ঘন ঘন সান। পরশত চরণ মানাওত সহচরী লোচন ইঙ্গিত জান।। ঘোঙ্গট খোলি বদন বিধু অলকনি কুণ্ডল ঝলকনি […] keyboard_arrow_right
  • দুঁহু বাহে মধুর মুরলী
    দুঁহু বাহে মধুর মুরলী। অপরূপ দুঁহু রস-কেলি।। এক রন্ধ্রে দুজনে বাজায়। রাধাকৃষ্ণ নাম উঠে তায়।। রাই কহে শুন নাগর কান। পূরল মনের অভিমান।। সাধ ছিল শিখিতে মূরলী। তাহাও শিখালে বনমালী।। কানু কহে আর কি শিখিবে। নিশ্চয় কহিবে তুমি এবে।। হাসি ধনী ধরণে না যায়। দীন ক্ষীণ চণ্ডীদাস গায়।। keyboard_arrow_right
  • দুঁহু বাহে মধুর মুরলী
    দুঁহু বাহে মধুর মুরলী। অপরূপ দুঁহু রসকেলি।। এক রন্ধ্রে দুজনে বাজায়। রাধাকৃষ্ণ নাম উঠে তায়।। রাই কহে — “শুন নাগর কান। পূরল মনের অভিমান।। সাধ ছিল শিখিতে মুরলী। তাহাও শিখালে বনমালী।।” কানু কহে– “আর কি শিখিবে। নিশ্চয় কহিবে তুমি এবে।।” হাসি ধনী ধরণে না যায়। দীন ক্ষীণ চণ্ডীদাস গায়।। keyboard_arrow_right
  • দেখ অপরূপ সিয়া
    দেখ অপরূপ সিয়া। ধরণী উপরে এ চারু পঙ্কজ দেখ যে নয়ানে চায়া।। পঙ্কজ উপরে বিশ শশধর চাঁদের উপরে গজ। এ চারি গজের উপরে যুগল কেশরী শোভিত রাজ।। কেশরী উপরে এ দুই সায়র সায়র উপরে গিরি। গিরির উপরে এ দুই তমাল চারু শাখা তাহে ধরি।। তাহে এক শুন একটি তমাল নবঘন সম দেখি। একটি তমাল সোনার […] keyboard_arrow_right
  • দেখ অপরূপ সিয়া
    দেখ অপরূপ সিয়া। ধরণী উপরে এ চারু পঙ্কজ দেখয়ে নয়ানে চেয়ে।। পঙ্কজ উপরে বিশ শশধর চাঁদের উপরে গজ। এ চারি গজের উপরে যুগল কেশরী শোভিত রাজ।। কেশরী উপরে এ দুই সায়র সায়র উপরে গিরি। গিরির উপরে এ দুই তমাল চারু শাখা তাহে ধরি।। তাহে এক শুন একটি তমাল নবঘন সম দেখি। একটি তমাল সোনার বরণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ