• দেখ গোরা-রঙ্গ সই দেখ গোরা-রঙ্গ
    দেখ গোরা-রঙ্গ সই দেখ গোরা-রঙ্গ। নদীয়ানগরে যায় কনয়া অনঙ্গ।। হেমমণি দরপণ জিনিয়া লাবণি। অরুণ চরণে আলো করিল অবনী।। পূর্ণিমাচাঁদের ঘটা ধরিয়াছে মুখ। ছটায় গগন আলো দিয়া নারীসুখ।। ভুরু ধনু আঁখি বাণ বঙ্কিম সন্ধান। বরজ মদন হেন সকল বন্ধান।। জানুবিলম্বিত বাহু পরিসর বুক। দরশনে কে না পায় পরশন সুখ।। গতি মত্ত গজপতি জিনি কমনিয়া। মজিল তরুণী […] keyboard_arrow_right
  • দেখ দেখ অপরুপ গৌর-চরিত
    দেখ দেখ অপরুপ গৌর-চরিত সো গোকুল-পতি অব পরকাশল পুনকিয়ে বামন-রীত।। নিরখি প্রতাপ প্রতাপরুদ্র বলি তনু মন সরবস দেল। জগাই মাধাই আদি অসুরগণ চরণ প্রবণ নিজ কেল।। যছু পদ সহ অদ্বৈত-ভগীরথ ভকতি-গঙ্গ-পরবাহ। নিত্যানন্দ গিরিশ দেই অনল বাম-হিমাচল মাহ।। যছু অবগাহনে অখিল ভকতগণে বিলসই প্রেম-আনন্দ। পামর পতিত পরম পদ পায়ল বঞ্চিত বলরাম মন্দ।। keyboard_arrow_right
  • দেখ দেখ গৌরচন্দ্র বর-রঙ্গী
    দেখ দেখ গৌরচন্দ্র বর-রঙ্গী। কামিনি-কাম মনহিঁ মন সঞ্চরু তৈছন ললিত ত্রিভঙ্গী।।ধ্রু।। স্মিত-যুত বয়ন কমল অতি সুন্দর শোভা বরণি না হোয়। কত কত চাঁদ মলিন ভেল রূপ হেরি কোটি মদন পুন রোয়। চামরি-চামর লাজে সুকুঞ্চিত কুঞ্চিত কেশক বন্ধ। পন্থহি পন্থ চলত অতি মন্থর মদগজ দমনক ছন্দ।। আন উপদেশে কহত করি চাতুরি মধুর মধুর পরিহাস। নিজ অভিযোগ […] keyboard_arrow_right
  • দেখ দেখ ঝুলত গৌর কিশোর
    দেখ দেখ ঝুলত গৌর কিশোর। সুরধুনীতীর গদাধর সঙ্গহি চাঁদনী রজনি উজোর।। শাঙন মাস গগনে ঘন গরজন ললপিত দামিনি মাল। বরিখত বারি পবন মৃদু মন্দহি গঙ্গাতরঙ্গ বিশাল।। বিবিধ সুরঙ্গ রচিত তহিঁ দোলন খচিত বিবিধ ফুলদাম। বটতরুডালে ডোর করি বন্ধন মালতিগুচ্ছ সুঠাম।। বৈঠল গৌর বামে প্রিয় গদাধর ঝুলন রঙ্গরসে ভাস। সহচর মেলি ঝুলায়ত মৃদু মৃদু দোলা ধরি […] keyboard_arrow_right
  • দেখ দেখ নব অভিসারিণি রাই
    দেখ দেখ নব অভিসারিণি রাই। চকিত বিলোকনে চাহই দশদিশ প্রেম-সিন্ধু অবগাই।। এক সখি সঙ্গে চলু নব নাগরি নাগর-সঙ্কেত-কুঞ্জ। মল্লিকা মালতি কুসুম বিথারিত গুঞ্জিত তঁহি অলিপুঞ্জ।। নিশবদ মণ্ডন অঙ্গ বিভূষণ তৈছন নূপুর চরণে। সিন্দুর চন্দন কজ্জল-উজ্জ্বল কৃত-অবগুণ্ঠন বয়নে।। কুঞ্জক সমীপ উয়ল যব সুবদনী নাগর ভেল আগুসার। ভণ রাধামোহন মীলল দুহুঁ জন নবঘনে বিজুরী সঞ্চার।। keyboard_arrow_right
  • দেখ দেখ রাধা মাধব সঙ্গ
    দেখ দেখ রাধা মাধব সঙ্গ। দুহুঁ দুহুঁ মিলনে আনন্দ বাঢ়ল মনে দুহুঁ মনে উদিত অনঙ্গ।। দুহঁ কর পরশিতে সপুলক দোঁহে তনু দুহুঁ দুহুঁ আধ আধ বোল। কিঙ্কিণী নূপুর বলয় মণি-ভূষণ মঞ্জীর-ধ্বনি উতরোল।। রাই-কানু-আলিঙ্গম নীলমণি-কাঞ্চন হেরইতে লোচন ভোর। আবেশে অবশ দুহুঁ তনু ভেল আকুল জলধরে বিজুরী উজোর।। ঘন ঘন চুম্বনে দুহুঁ মুখ দরশনে মন্দ মধুর মৃদু […] keyboard_arrow_right
  • দেখ সখি অপরূপ মনোহর
    দেখ সখি অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি বেশে যেন করে ঢল ঢল।। মাঝে রসবতী রাধা ব্রজজন হয়ে বাধা পাছে দেখি ধরিয়া রহায়। ভয়েতে আকুল হৈয়া তুরিতে রাধার লৈয়া বৃন্দাবন মুখে সব ধায়।। মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে– “আজ বড় আনন্দ অপার। সেরূপ আনন্দ নিধি আজু সে মিলাব বিধি […] keyboard_arrow_right
  • দেখ সখি অপরূপ মনোহর
    দেখ সখি অপরূপ মনোহর। এ ভব সংসারমাঝে হেন কভু নাহি দেখি বেশে যেন করে ঢল ঢল।। মাঝে রসবতী রাধা ব্রজজন হয়ে বাধা পাছে দেখি ধরিয়া রহায়। ভয়েতে আকুল হয়ে তুরিতে রাধারে লয়ে বৃন্দাবন মুখে সবে ধায়।। মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে আজ বড় আনন্দ অপার। সে রূপ আনন্দনিধি আজু সে মিলাব বিধি দেখিব […] keyboard_arrow_right
  • দেখ সখি গৌর পরম অনুপাম
    দেখ সখি গৌর পরম অনুপাম। শৈশব তারুণ লখই না পারিয়ে তবহু জিতল কোটি কাম।। সুরধনি-তীরে সবহুঁ সখা মেলি বিহরয়ে কৌতুক রঙ্গী। কবহুঁ চঞ্চল-গতি কবহুঁ ধীর-মতি- নিন্দিত-গজ-গতি-ভঙ্গী।। থীর নয়নে খেনে ভোরি নেহারই খেনে পুন কুটিল কটাখ। কবহুঁ ধৈরজ ধরি রহই মৌন করি কবহুঁ কহই লাখে লাখ।। রাধামোহন দাস কহই সতী ইহ নহ বয়স বিলাস। যছু লাগি […] keyboard_arrow_right
  • দেখ সখি গৌরচন্দ্র বর রঙ্গী
    দেখ সখি গৌরচন্দ্র বর রঙ্গী। ঝুলত যুগল কিশোর যৈছন চলত সোই করি ভঙ্গী।।ধ্রু।। রচই শিঙ্গার ঝুলনসুখ হোয়ব মনহি ভেল উপনীত। তৈছন সহচর গাওত আনন্দ গৌর পহুঁক মনোনীত। হেরি গদাধর লহু লহু বোলত মন মাহা কিয়ে ভেল রঙ্গ। আজু হাম তুয়া সনে ঝুলন বিলসব সহচরগণ করি সঙ্গ।। ঐছে বিলাস গৌর পহুঁ বিলসয়ে পূরব প্রেমরসে ভোর। কহ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ