দেখ দেখ নব অভিসারিণি রাই। চকিত বিলোকনে চাহই দশদিশ প্রেম-সিন্ধু অবগাই।। এক সখি সঙ্গে চলু নব নাগরি নাগর-সঙ্কেত-কুঞ্জ। মল্লিকা মালতি কুসুম বিথারিত গুঞ্জিত তঁহি অলিপুঞ্জ।। নিশবদ মণ্ডন অঙ্গ বিভূষণ তৈছন নূপুর চরণে। সিন্দুর চন্দন কজ্জল-উজ্জ্বল কৃত-অবগুণ্ঠন বয়নে।। কুঞ্জক সমীপ উয়ল যব সুবদনী নাগর ভেল আগুসার। ভণ রাধামোহন মীলল দুহুঁ জন নবঘনে বিজুরী সঞ্চার।।
keyboard_arrow_right