• বন্ধুর রসের কথা কি কহব তোয়
    বন্ধুর রসের কথা কি কহব তোয়। মনের উল্লাস যত কহিল না হোয়।। এক দুই গণনতে অন্ত নাহি পাই। রূপে গুণে রসে প্রেমে আরতি বাঢ়াই।। দণ্ডে প্রহরে দিনে মাসেকে বরিখে। যুগ মন্বন্তরে কত কলপে না দেখে।। দেখিলে মানয়ে যেন কভু দেখে নাই। পদ্ম শঙ্খ আদি কত মহানিধি পাই।। জ্ঞানদাস বলে ভাল মনে মনে থাক। এড়াইতে নারিলা […] keyboard_arrow_right
  • বন্ধুর পিরিতি কুহকের রীতি
    বন্ধুর পিরিতি কুহকের রীতি সকলি মিছাই রঙ্গ। দড়াদড়ি লয়ে গ্রামেতে ফিরয়ে হরিণী করিয়া সঙ্গ।। সই, কানু বড় জানে বাজি। বাঁশ বংশী ধরি মদন সঙ্গে করি ঢোলক ঢালক সাজি।।ধ্রু মদন-ঢুলিয়া বেড়ায় ফিরিয়া যুবতী বাহির করে। দুইটি গুটিয়া ফেলয়ে লুফিয়া বুকের উপরে ধরে।। ধীরে ধীরে যায় ভঙ্গী করে চায় রঙ্গ দেখে সব লোকে। দড়া দড়ি পায় ঝাট […] keyboard_arrow_right
  • বন্ধুর বিচ্ছেদে গো আমি ডুবতে গেলাম
    বন্ধুর বিচ্ছেদে গো আমি ডুবতে গেলাম যমুনার কিনার। এপাড় পাড় দেখি বন্ধু নাই আমার। শুন ওহে প্রাণ সখা জগতের সার, বিপদ কালেতে মোরেকর না উদ্ধার। মিনতি করিয়ে পদে বলি বারে বার, মরণ কালে না আসিবে এ কেমন বিচার। রউফ বলে, কান্দিয়ে কেন বল না আবার, পার করিবে তারে ও যে না জানে সাঁতার। keyboard_arrow_right
  • বন্ধুর লাগিয়া শেজ বিছাইলুঁ
    বন্ধুর লাগিয়া শেজ বিছাইলুঁ গাথিলুঁ ফুলের মালা। তাম্বূল সাজালুঁ দীপ উজারলুঁ মন্দির হইল আলা।। সই পাছে – এসব হইবে আন। সে হেন নাগর গুণের সাগর কাহে না মিলল কান।। শাশুড়ী ননদে বঞ্চনা করিয়া আইলুঁ গহন বনে। বড় সাধ মনে এ রূপ যৌবনে মিলব বঁধুর সনে।। পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে। রসশিরোমণি […] keyboard_arrow_right
  • বন্ধুর লাগিয়া সব তেয়াগিলুঁ
    বন্ধুর লাগিয়া সব তেয়াগিলুঁ লোকে অপযশ কয়। এ ধন আমার লয় অন্য জন ইহা কি পরাণে সয়।। সই কত না রাখিব হিয়া। আমার বন্ধুয়া আন বাড়ী যায় আমারি আঙ্গিনা দিয়া।। যে দিন দেখিব আপন নয়ানে আন জন সঞে কথা। কেশ ছিড়িঁ পেলি বেশ দূর করি ভাঙ্গিব আপন মাথা।। বন্ধুর হিয়া এমন করিলে না জানি সে […] keyboard_arrow_right
  • বন্ধুর সঙ্কেতে আজু যাইতে নারিলুঁ গো
    বন্ধুর সঙ্কেতে আজু যাইতে নারিলুঁ গো পাপ ননদিনী হৈল বাধা। দুখেতে আপন ঘরে শুতিয়া রহিলুঁ গো বিহি পূরাইল মনসাধা।। সজনি সে সুখ কি কহিব অনেক। পিয়া আসি যেন মোরে নিকুঞ্জ কানন ঘরে স্বপনে হইল পরতেখ।। বুকে বুকে মুখে মুখে নিবিড় মদন সুখে কত না আরতি সে না কথা। ননদী জনিত দুখ জাগরণে যত ছিল ঘুমাইলে […] keyboard_arrow_right
  • বন্ধুরে তোর অপরূপ লীলা
    বন্ধুরে তোর অপরূপ লীলা, প্রেম সঙ্গে খেল বন্ধু চিকন কালা। বন্ধু বন্ধু ডাকিয়ে বন্ধু শ্যামরে কালিয়া, দুইটি আঁখি অন্ধ হইল পন্থ নিরখিয়া। নয়নেতে বয়রে বারি ধারা বরিষণ, না আসিল রসিক বন্ধু থাকিতে যৌবন। বড়ই কঠিন রে বন্ধু হৃদয় তোর, এমন যৌবন গেল বন্ধু চোষিল পাঞ্জর। একেলা মন্দিরে থাকিরে বন্ধু অন্ধকারে বসি, দরশন দেও মোরে রে […] keyboard_arrow_right
  • বন্ধুরে মোর পথিক বন্ধু, কইও গিয়া শ্যামচান্দের লাগল পাইলে
    বন্ধুরে মোর পথিক বন্ধু, কইও গিয়া শ্যামচান্দের লাগল পাইলে আমায় আশা দিয়ে আইনে কুঞ্জে কেন সে চইলে গেল ও আমার কি দোষ দেখিয়া শ্যাম পায়েতে দলিলে।। সকাল থেকে বসে বসে এবে সাঁঝ হইয়ে আসে চারিদিক হইল ঘোর অন্ধকার চোখে কিছু না ভাসে, ওরে তবু না আইল শ্যাম আর ফিরে দেখা না দিলে এই দুঃখ মোর […] keyboard_arrow_right
  • বন্ধুরে লইয়া কোরে রজনি গোঙাব সই
    বন্ধুরে লইয়া কোরে রজনি গোঙাব সই সাধে নিরমিলুঁ আশাঘর। কোন কুমতিনি মোর এ ঘর ভাঙ্গিয়া নিল আমারে পেলিয়া দিগান্তর।। বন্ধুর সঙ্কেতে আসি এ বেশ বনাইলু গো সকল বিফল ভেল মোয়। না জানি বন্ধুরে মোর কেবা লৈয়া গেল গো এ বাদ সাধিল জানি কোয়।। গগন উপরে চাঁদ কিরণ উজোর গো কোকিল কোকিলা ডাকে মাতি। এমন রজনি […] keyboard_arrow_right
  • বন্ধুরে স্বপনে যদি পাই
    বন্ধুরে স্বপনে যদি পাই, চরণ শিয়রে রাখি হৃদয়ে বসাই। বন্ধুর বিরহে দেহা পুড়িয়া হইল ছাই। পাইলে তারে হেরে রূপ হৃদয়ে বসাই।। অন্বেষণ করি মুইরে বন্ধুরে যদি পাই। একাসনে ভর করিয়া ভজনে দাঁড়াই।। মনের অভিলাষরে বন্ধু বসিয়া রূপ চাই। সম মুণ্ড চরণখানি নয়নে লাগাই।। গলেতে প্রেমেরডুরি বন্ধুরে দুয়ারে দাঁড়াই। যোগী রূপ ধরনেতে ফিরি ঠাই ঠাই।। মুখেতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ