বন্ধুরে তোর অপরূপ লীলা, প্রেম সঙ্গে খেল বন্ধু চিকন কালা। বন্ধু বন্ধু ডাকিয়ে বন্ধু শ্যামরে কালিয়া, দুইটি আঁখি অন্ধ হইল পন্থ নিরখিয়া। নয়নেতে বয়রে বারি ধারা বরিষণ, না আসিল রসিক বন্ধু থাকিতে যৌবন। বড়ই কঠিন রে বন্ধু হৃদয় তোর, এমন যৌবন গেল বন্ধু চোষিল পাঞ্জর। একেলা মন্দিরে থাকিরে বন্ধু অন্ধকারে বসি, দরশন দেও মোরে রে […]
keyboard_arrow_right