বল স্বরূপ কোথায় আমার সাধের সারী। যার জন্যে হয়েছি রে দণ্ডাধারী।। কোথা সে নিকুঞ্জবন কোথা সে যমুনা। এমন কোথা সে গোপিনীগণ, আহা মরি।। রামানন্দের দরশনে পৃষ্ট ভাব উদয় মনে, যাই আমি কাহার সনে সেই পুরী।। আর কি সেই সঙ্গী পাব মনের সাধ পুরাবো, পরম আনন্দে রবো, ঐ রূপ হেরি।। গৌর চাঁদ ঐ দিন ব’লে আকুল […]
keyboard_arrow_right