• বিরহিণী আকুলি ভূতলে সূতলি
    বিরহিণী আকুলি ভূতলে সূতলি সখিগণ ধরই না পারি। সহচরি দুখে রোখ ভরি দুরত বিহি সনে দেত গারি।। হরি হরি কাহে বাড়ায়লু লেহা। কানুক লাগি বধ ভাগি হোয়লুঁ খোয়লুঁ রাইক নেহা।। তব সহচরি মেলি ভাবনা ভাবই করতহি এক অনুমান। রাই শ্রবণ পর শ্যাম শ্যাম করি করতহিঁ নব রস গান।। শ্যামনাম শুনি চমকি উঠিল ধনি সখিগণ দেয়ত […] keyboard_arrow_right
  • বিরহে ব্যাকুল গোকুলপতি অতি
    বিরহে ব্যাকুল গোকুলপতি অতি রতিপতি বিপরীত রীতে। তুয়া যশ বিলপই ধরণী আলিঙ্গই রৌদ্রে বিকম্পিত শীতে।। সখি হে ধনি তুয়া রসবতী নাম। আপন সোহাগ ভাগ করি মানসি কানুক এহো পরিণাম।।ধ্রু।। দিবসে অশেষ গতি বুঝই না পারিয়ে রজনী গোঙারই জাগি।। তরুতলে তরুতলে ভ্রমরে নিরন্তর তুয়া পথ বিপথ নেহারি। জ্ঞানদাস কহ অতএ নিবেদন এ দুখ সহই না পারি।। keyboard_arrow_right
  • বিরহে ব্যাকুল ধনি কিছুই না জানে
    বিরহে ব্যাকুল ধনি কিছুই না জানে। আন-আন বরণ হইল দিনে দিনে।। কম্প পুলক স্বেদ নয়নহি ধারা। তানব মালিন্য বহু ভাব বিথারা।। যোগিনি যৈছন ধ্যানি আকার। ডাকিলে সমতি না দেই দশবার।। উনমত-ভাতি ধনি আছয়ে নিচলে। জড়িমা ভরল হাত পদ নাহি চলে।। আধ আধ বচন কহিছে কার সনে। পুন পুন পুছয়ে সবহুঁ তরুগণে।। ত্রিভঙ্গ হইয়া ক্ষেণে বাজায় […] keyboard_arrow_right
  • বিরহেতে ডাকিরে বন্ধু নব গুণমনি
    বিরহেতে ডাকিরে বন্ধু নব গুণমনি কামানলে জ্বলে দেহা হৈয়ে উদাসিনী। কামানলে মাইলেরে বন্ধু সয়নি বিরহিণী প্রাণেবধ কৈলেমোরে, প্রেমাছলহানি। কালাচান্দে বায়রেবাঁশী গৃহেবসি শুনি, প্রাণচোরা বাঁশীয়েমোরে কৈল উদাসিনী। শুনিয়া বাঁশীর ধ্বনি প্রাণ আকুলিনী, ধৈর্য নাহি মানে চিতেরে সদা ঝুরে প্রাণী। হুস হারা বুদ্ধি হারা কলঙ্কী দুঃখিনী পন্থ নিরখিয়া ডাকি আইস নীলমণি। মম কুঞ্জে আইসরে বন্ধু ডাকি বিচ্ছেদিনী, […] keyboard_arrow_right
  • বিরহের জ্বালাএ মরি
    বিরহের জ্বালাএ মরি। কোথাএ গেল প্রাণের হরি।। ধু বাক্য রূপ কালিন্দীর কূলে , দেখি না কদম্ব তলে, আর ও বাঁশী বৃন্দাবনে ডাকে না রাধাপ্যারী।। শয়নে স্বপনে দেখি, জাগে জাগনে কান্দিয়া থাকি, সব শূণ্য বৃন্দাবন আইসে না বংশীধারী।। হীন কমর আলী ভণে, ভাব্য না প্যারী তোর মনে, আসিব তোর প্রাণের হরি দেইখবা দুই নয়ান ভরি।। keyboard_arrow_right
  • বিরা বৃন্দা তথি রঙ্গে রসবতী
    বিরা বৃন্দা তথি রঙ্গে রসবতী গিরিকন্দরে যায়। মাধব মাধবী তলায় বসিয়া দূরেতে দেখিতে পায়।। হেরি বিরাবৃন্দা সুবল সানন্দা এ মধুমঙ্গল হাসে। মদনমোহন পাওল চেতন সুখের সাগরে ভাসে।। দোঁহারে লইয়া আদর করিয়া বসায় আপন কাছে। রাইয়ের কুশল কহত সকল সজল নয়নে পুছে।। বিরা কহে কান কর অবধান কি পুছ তাহার তরে। রাইর স্বজন করিয়া ভর্ৎসন রুষিয়া […] keyboard_arrow_right
  • বিরা বৃন্দাদেবী তবে তথাই আইলা
    বিরা বৃন্দাদেবী তবে তথাই আইলা। রাইকে বিরস দেখি কহিতে লাগিলা।। কহ ধনি কাহে লাগি মলিন বয়ান। কুণ্ডক তীরে মিলহ বর কান।। শুনি উলসিত ধনি দুখ গেল দূর। তবহিঁ ভকতি করি প্রণমিল সূর।। গজবরগমনে চলিল ধনি রাই। কুণ্ডক তীরে মিলিল তব যাই।। সহচরিগণ লেই তোড়ই ফুল। মাধব কহ বিধি ভেল অনুকূল।। keyboard_arrow_right
  • বিলসই শ্যাম সুধামুখি কাননে
    বিলসই শ্যাম সুধামুখি কাননে কেলীকৌতুকে মাতি। মধুপুর-জনিত যে দুখ উপজায়ল সো বিসরল প্রেম-ভাতি।। ভাল আলিঙ্গন চুম্বন ভাল। মরকত কনক-লতা জনু বেড়ল উজোর তরুণ-তমাল।।ধ্রু।। চুম্বনে বদন বদন রহু সঙ্ঘিত বরিখত তহিঁ প্রেম-নীর। নব-ঘন বেড়ই জনু সৌদামিনি দরশি রহল তহি থীর। নীল-সরোজ বরণ আধ কাঞ্চন হেরইতে দুহুঁ-মুখ-চন্দ। পিবইতে নয়নে সোই রূপ-মাধুরি তৃষিত-চাতক রাসানন্দ।। keyboard_arrow_right
  • বিলাস আলসে রাই উঠি বৈসে
    বিলাস আলসে রাই উঠি বৈসে মুকুরে বদন হেরি। সিন্দুর চন্দন লোচনে অঞ্জন কবরি বান্ধয়ে ফেরি।। শিথিল বসন অঙ্গের ভূষণ স্বেদ বিন্দু বিন্দু গায়। হেন কালে সখি আনি আমলকী নাহিতে লইয়া যায়।। নাগরের সঙ্গে যায় রস রঙ্গে সখিগণ একূমেলি। বসন ভূষণ তীরেতে রাখিয়া সভে করে জল কেলি।। জল তুলি তুলি ভরিয়া অঞ্জলি কানু অঙ্গে দেই রাই। […] keyboard_arrow_right
  • বিলাস করেন রাই কুঞ্জে শ্যাম সনে
    বিলাস করেন রাই কুঞ্জে শ্যাম সনে। হেনকালে দূরে দৃষ্ট হইল আয়ানে।। কম্পিত হইল রাই দেখিয়া আয়ান। শ্যামপদ ধরি বলে আজ হারাইলাম প্রাণ।। মোর প্রাণ যায় যদি খেদ নাহি করি। আমার লাগিয়ে প্রাণ হারালে মুরারি।। শুনি কহে বংশি-বয়ান কোন মন্ত্রে দীক্ষা আয়ান বল বল শুনি কমলিনী। শুনি কহে বিনোদিনী শুন ওহে চিন্তামণি কালী-মন্ত্রে দীক্ষা আয়ান জানি।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ