বুঝিয়া গোপিকা-অঙ্গ দহিছে অনঙ্গে। রসিক নাগর পাশ প্রেমের তরঙ্গে।। আঁচরে সুচারু করি সুবেশক লাই। বয়ানে বয়ানে মিলি নয়ানে মিলাই।। দৃঢ় পরিরম্ভণে হৃদয় জুড়াই। পয়োধর-শিখরেতে নখর বসাই।। এইরূপে যত গোপী তত রূপ ধরি। বিহরে অনঙ্গ রঙ্গে রসিক মুরারি।। এলোথেলো গোপিগণ কবরি খসিল। জলধর আড়ে যেন শশি লুকাইল।। অধর মাধুরি পানে বিন্ধিল দশনে। নারী বিমোচন চির হরল […]
keyboard_arrow_right