যতেক আছিলা মোর মনের বাসনা। ভুবনে রহিল সবে অযশ ঘোষণা।। বড় বলি কানুরে করিলুঁ বড় নেহ। আছুক আনের কাজ জীবন সন্দেহ।। সই কহিলুঁ নিদান। প্রেমের পরাণে সহে এত কিয়ে জান।।ধ্রু।। যারে দিলুঁ তনুমন কুলশীলজাতি। অঙ্গের ভূষণ কৈলুঁ বড় অখেয়াতি।। সেজনা কি লাগি এবে করে ভিনু পর। ঝাঁপল কূপে পড়ি গেল বনচর।। গুরুয়া পিয়াসে ঝাঁপ দিলুঁ […]
keyboard_arrow_right