• যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
    যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা আপনি করিতা মোর বেশ। আঁখি আড় নাহি কর হিয়ার উপরে ধর এবে তোমা দেখিতে সন্দেশ।। একে আমি পরাধিনী তাহে কুল-কামিনী ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ। এত পরমাদে প্রাণ তবু নাহি জানে আন আর কত কহিব বিশেষ ।। ননদী বিষের কাঁটা বিষ-মাখা দেয় খোঁটা তাহে তুমি এত নিদারুণ। দ্বিজ চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • যতেক আছিলা মোর মনের বাসনা
    যতেক আছিলা মোর মনের বাসনা। ভুবনে রহিল সবে অযশ ঘোষণা।। বড় বলি কানুরে করিলুঁ বড় নেহ। আছুক আনের কাজ জীবন সন্দেহ।। সই কহিলুঁ নিদান। প্রেমের পরাণে সহে এত কিয়ে জান।।ধ্রু।। যারে দিলুঁ তনুমন কুলশীলজাতি। অঙ্গের ভূষণ কৈলুঁ বড় অখেয়াতি।। সেজনা কি লাগি এবে করে ভিনু পর। ঝাঁপল কূপে পড়ি গেল বনচর।। গুরুয়া পিয়াসে ঝাঁপ দিলুঁ […] keyboard_arrow_right
  • যবহুঁ আছল নব নেহা
    যবহুঁ আছল নব নেহা। অভিনে আছল দুহুঁ দেহা।। অব ভেল প্রেম পুরাণে। তিলে তুল না কর গেয়ানে।। অব কি কহব দুরদিনে। অভিমানে না রহে পরাণে।।ধ্রু।। দুহুঁ কুল দুহুঁ বেলে বারি। না বুঝিলুঁ পাছু বিচারি।। মনোরথ আছিল অশেষ। দরশন অবহুঁ সন্দেশ।। সুরতরু-ফল ভেল আন। হেমমণি ধরু আন বাণ।। জ্ঞানদাস না বুঝল রীতি। ভাল জন ঐছন পিরীতি।। keyboard_arrow_right
  • যমুনা সমীপ নীপ তরু হেলন
    যমুনা সমীপ নীপ তরু হেলন শ্যামর মুরলিক রন্ধে। রাধা চন্দ্রা- বলিত বিমলমুখি গাওয়ে গীত পরবন্ধে।। শুনি ধনি রাই রোখে ভেল গর গর থর থর কম্পিত অঙ্গ। চন্দ্রাবলি বলি বংশী বাজাওত বিলসয়ে তাকর সঙ্গ।। এত কহি মানে মলিন ভেল বিধুমুখ ঢর ঢর অরুণ নয়ান। কহতহি চপল- চরিত সঞে পিরীতি আজু হোয়ল সমাধান।। রাইক নিরস বচন শুনি […] keyboard_arrow_right
  • যাই যাই বলি পিয়া বলে তিন বোল
    “যাই যাই বলি পিয়া বলে তিন বোল। কত না চুম্বন দে কত দেই কোল।। করে কর দিয়া পিয়া শপথ দেই মাথ। পুনঃ দরশন লাগি কহে কত বাত।। পদ আধ যায় পিয়া চাহে পালটিয়া । বদন নিরিখে মোর অথির হইয়া।। নিগূঢ় পীরিতি পিয়ার আরতি বহুক। চণ্ডীদাসে কহে হিয়ার ভিতরে রহুক। keyboard_arrow_right
  • যে জন না জানে পীরিতি মরম
    যে জন না জানে পীরিতি মরম সে কেন পীরিতি করে। আপনা না বুঝে পরকে মজায় পীরিতি রাখিতে নারে।। যে দেশে না শুনি পীরিতি মরম সেই দেশে হাম যাব। মনের সহিত করিয়া যতন মনকে প্রবোধ দিব।। পীরিতি রতন করিয়া যতন পীরিতি করিব তায়। দুই মন এক করিতে পারিলে তবে সে পীরিতি রয়।। কহে চণ্ডীদাসে মনের উল্লাসে […] keyboard_arrow_right
  • যে জন না জানে পীরিতি-মরম
    যে জন না জানে পীরিতি-মরম সে কেন পীরিতি করে। আপনা না বুঝে পরকে মজায় পীরিতি রাখিতে নারে।। যে দেশে না শুনি পীরিতি মরম সেই দেশে হাম যাব। মনের সহিত করিয়া যতন মনকে প্রবোধ দিব।। পীরিতি-রতন করিয়া যতন পীরিতি করিব তায়। দুই মন এক করিতে পারিলে তবে সে পীরিতি রয়।। কহে চণ্ডীদাসে মনের উল্লাসে এমতি হইবে […] keyboard_arrow_right
  • যেখানে মহিমা বেদে দিতে সীমা
    “যেখানে মহিমা বেদে দিতে সীমা ব্যাসের গোচর নহে। আন কি জানব সো রস-মাধুরী এ সব বচন কহে।। দুহুঁক মহিমা দুহুঁ সে জানহ আন কি জানিতে পারে। অসীম মহিমা নারে দিতে সীমা কহিয়া কহিতে নারে।। মুই কি জানব তোমার শকতি হইয়া অলপ মতি। তুমি দয়াময় গোলোক-ঈশ্বর কহেন জগত-পতি।। সৃষ্টি স্থিতি তুমি প্রলয়-কারণ অনাথ জনার বন্ধু। ভব […] keyboard_arrow_right
  • যেদিগে কানুর ঘর সেদিগে না বসি
    যেদিগে কানুর ঘর সেদিগে না বসি। সতী-সাধে সেদিগের বায়ু না পরশি।। তমুত দারুণ লোকে নানা কথা কয়। মুখের উপরে দুখ জারয়ে হৃদয়।। কাহারে কহিব দুখ কে মোর হিতাশী। পরের কথায় প্রাণ পোড়ে দিবানিশি।। শিবানন্দ কহে ধনি বুকে না হালিবে । কুবাদিনী লোকের কথায় কিবা হবে।। keyboard_arrow_right
  • রাই আজু কেন হেন দেখি
    রাই আজু কেন হেন দেখি। স্বরূপ করিয়া কহ না আমারে মনের মরম সখি।। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি। রসের ভরেতে অঙ্গ নাহি ধরে বসন পড়িছে খসি।। এক কহিতে আর কহিতেছ বচন হইয়া হারা। রসিয়ার সনে কিবা রসরঙ্গে সঙ্গ হয়েছে পারা।। ঘন ঘন তুমি মুড়িতেছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কহ না […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ