তবে সে হইল শ্রীদাম সুদাম স্তোককৃষ্ণ বলরাম। অর্জ্জুন সুবল অংশসেন কোকিল বসন্ত,প্রধান রাম।। কিঙ্কিণী ঝঙ্কার অতি মনোহর ধবল বালক-মূর্ত্তি। করে কোন গুণ গুণের আখ্যান করে হয়ে নানা শক্তি।। দেখিয়া মূরতি বিলক্ষণ জ্যোতি নানা সে বন্ধান বেশে। অনুপ সুন্দর মূরতি কিশোর বিনোদ বন্ধান কেশে।। নানা সে কুসুম গাঁথিয়ে সুষম বিনোদ বন্ধান চূড়া। হেরম্ব-অনুজ তলে আরোপিত ভবজ […]
keyboard_arrow_right