• চাঁচর চিকুরচূড়ে বনি চন্দ্রক
    চাঁচর চিকুরচূড়ে বনি চন্দ্রক গুঞ্জা মঞ্জুল মাল। পরিমল মিলিত ভ্রমরিকুল আকুল সুন্দর বকুল গুলাল।। নিকে বনি আয়ে হো নন্দদুলাল। মনমথ মথন ভাঙ যুগ ভঙ্গিম কুবলয় নয়ন বিশাল।।ধ্রু।। বিম্বাধর পরি মোহন মুরলী পঞ্চম বমই রসাল। গোবিন্দদাসিয়া পহু নটবর শেখর শ্যামর তরুণ তমাল।। keyboard_arrow_right
  • ছাড়ে ছাড়ুক পতি কি ঘর-বসতি
    ছাড়ে ছাড়ুক পতি কি ঘর-বসতি কিবা বা করিবে বাপ মায়। জাতি জীবন ধন এ রূপ যৌবন নিছনি ফেলিব শ্যাম-পায়।। কহিলুঁ নিদান আর না রহে প্রাণ শ্যাম সুনাগর বিনে। কুলের ধরম ভরম সরম ভাগিল এতেক দিনে।। সমুখে রাখিয়া নয়ানে দেখিমু লইয়া থাকিমু চৌখে চৌখে। হার করিয়া গলায় গাঁথিয়া লইয়া থাকিমু বুকে।। চিতে উঠে যত বেশ করি […] keyboard_arrow_right
  • জয় জয় নিত্যানন্দ রোহিণীকুমার
    জয় জয় নিত্যানন্দ রোহিণীকুমার। পতিত উদ্ধার লাগি দুবাহু পসার।। গদগদ মধুর মধুর আধ বোল। যারে দেখে তারে প্রেমে ধরি দেই কোল।। ডগমগ লোচন ঘুরয়ে নিরন্তর। সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর।। দয়ার ঠাকুর নিতাই পর দুখ জানে। হরিনামের মালা গাঁথি দিল জগমনে।। পাপ পাষণ্ডী যত করিল দলন। দীন হীন জনে কৈলা প্রেম বিতরণ।। হাহা গৌরাঙ্গ বলি […] keyboard_arrow_right
  • জলধর অম্বর ছা্য়ল রে
    জলধর অম্বর ছা্য়ল রে পাউষ ঋতু পরবেশ। হেরি হেরি হিয়া ডাডরায়ল রে নাহ নাহিক নিজ দেশ।। কি মোহে ধরল দুরভানে। জানলো বিহি ভেল বামে।। হাম সে কুমুদিনী পিয়া সে শশধর এ মোহে আছল অভিলাষে। এতএ বিচারি হাম জীউ রাখব কবহুঁ করব পরকাশে।। জীউক পিরীতি নিরাশ। জীবইতে না তেজব আশ।। জগমাহা জলে জনু এক। জ্ঞানদাস কহ […] keyboard_arrow_right
  • ডাকিয়া শুধাও না, প্রাণ আন-চান বাসি
    (তোমরা মোরে) ডাকিয়া শুধাও না, প্রাণ আন-চান বাসি। কেবা নাহি করে প্রেম আমি হলুঁ দোষী ।।ধ্রু।। গোকুল-নগরে কেবা কি না করে তাহে কি নিষেধ বাধা। সতী কুলবতী সে সব যুবতী কানু-কলঙ্কিনী রাধা।। বাহির হইতে লোক-চরচাতে বিষ মিশাইল ঘরে। পীরিতি করিয়া সব হৈল বৈরি আপনা বলিব কারে।। তোমরা আমার পরম ব্যথিত জীবনে মরনে সঙ্গ। অনেক দোষের […] keyboard_arrow_right
  • ডাকিয়া শুধাও না প্রাণ আন চান বাসি
    ডাকিয়া শুধাও না প্রাণ আন চান বাসি। কেবা নাহি করে প্রেম আমি হৈলাম দোষী।। গোকুল নগরে কে বা কি না করে তারে নাই নিষেধ বাধা। সতী কুলবতী সে সব যুবতী কানু-কলঙ্কিনী রাধা।। বাহিরে বেড়াতে লোকচরচাতে বিষ মিশাইল ঘরে। পীরিতি পীরিতি করি জগৎ হৈল বৈরি আপনা বলিব কারে।। তোমরা পরাণের মরম ব্যথিত জীবন-মরণে সঙ্গ। অনেক দোষ […] keyboard_arrow_right
  • তবে সে হইল শ্রীদাম সুদাম
    তবে সে হইল শ্রীদাম সুদাম স্তোক-কৃষ্ণ বলরাম। অর্জ্জুন সুবল অংশসেন কোকিল বসন্ত প্রধান রাম।। কিঙ্কিণী-ঝঙ্কার অতি মনোহর ধরল বালক-মূর্ত্তি। করে কোন গুণ গুণের আখ্যান করে হয়ে নানা শক্তি।। দেখিয়া মূরতি বিলক্ষণ জ্যোতিঃ নানা সে বন্ধান বেশে। অনুপ সুন্দর মূরতি কিশোর বিনোদ বন্ধান কেশে।। নানা সে কুসুম গাঁথিয়া সুষম বিনোদ বন্ধান চূড়া। হেরম্ব অনুজ তলে আরোপিত […] keyboard_arrow_right
  • তবে সে হইল শ্রীদাম সুদাম
    তবে সে হইল শ্রীদাম সুদাম স্তোককৃষ্ণ বলরাম। অর্জ্জুন সুবল অংশসেন কোকিল বসন্ত,প্রধান রাম।। কিঙ্কিণী ঝঙ্কার অতি মনোহর ধবল বালক-মূর্ত্তি। করে কোন গুণ গুণের আখ্যান করে হয়ে নানা শক্তি।। দেখিয়া মূরতি বিলক্ষণ জ্যোতি নানা সে বন্ধান বেশে। অনুপ সুন্দর মূরতি কিশোর বিনোদ বন্ধান কেশে।। নানা সে কুসুম গাঁথিয়ে সুষম বিনোদ বন্ধান চূড়া। হেরম্ব-অনুজ তলে আরোপিত ভবজ […] keyboard_arrow_right
  • তাহারে বুঝাও সই পাঁও তার লাগি
    তাহারে বুঝাও সই পাঁও তার লাগি। ননদী বচনে যেন বুকে লাগে আগি।। কাহারে না কহি কথা থাকি দুখ বাসি। ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী।। কাহারে কহিব দুখ যাব আমি কোথা। কার সনে কব আমি কালা কানুর কথা।। যত দূরে যায় আঁখি তত দূরে যাব। পিরীতি পরাণভাগী কোথা গেলে পাব।। তাহারে কহিব দুখ বিনয় করিয়া। […] keyboard_arrow_right
  • তাহারে বুঝাই সই পেলে তার লাগি
    তাহারে বুঝাই সই পেলে তার লাগি। ননদী বচনে যেন বুকে উঠে আগি।। কাহারে না কহি কথা রহি দুখে ভাসি। ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী।। কাহারে কহিব দুখ যাব আমি কোথা। কার সনে কহিব কালা কানু-রসের কথা।। যত দূর যায় মন তত দূরে যাব। পীরিতি পরাণভাগী কোথা গেলে পাব।। তাহারে কহিব দুখ বিনয় করিয়া। চণ্ডীদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ