• ভ্রময়ে গৌরাঙ্গ প্রভু বিরহে ব্যাকুল
    ভ্রময়ে গৌরাঙ্গ প্রভু বিরহে ব্যাকুল। প্রেম উনমাদে ভেল যৈছন বাউল।। হেরইতে সজনি লাগয়ে শেল। কাঁহা গেও সে সব আনন্দ-কেল।। থাবর জঙ্গম যাহা আগে দেখই। বরজ-সখাকর কাহাঁ তাহে পুছই।। খণে গড়াগড়ি কান্দে উঠি ধায়। রাধামোহন কাহে মরিয়া না যায়।। keyboard_arrow_right
  • ভ্রমর গতিক ধ্বনি ঘন বাজে বাদ্য
    ভ্রমর গতিক ধ্বনি ঘন বাজে বাদ্য। কোকিল কোটাল কুহরে উচ্চ নাট্য শ্রীমদন মহিপতি পাওল অদান। উপরেতে উঠাইল পতাকা নির্ম্মাণ।। মনোহর বৃন্দাবন যমুনার তটে। শরদ পূর্ণিমা নিশি বসু রাসহাটে।। এবর বরজ বধূ মিলাইয়া পারা। নব নব যৌবনি আসিয়া পসারা।। চুম্ব আলিঙ্গন দানে হৈল আগুয়ারা। সকলে গাহক মাত্র মদন গোঁয়ারা।। কারু পয়োধর মধুর বদন। কাহারু দাড়িম্ববৎ কাহারু […] keyboard_arrow_right
  • ভ্রমর দূত করি কি তোহে সম্বাদব
    ভ্রমর দূত করি কি তোহে সম্বাদব মধুরসে সো মাতোয়ারা। মলয়পবন দেই কি তোহে সম্বাদব সো অতি মন্দসঁচারা।। মাধব কা দেই সম্বাদব তোয়। যব তুহুঁ আওব সবহুঁ নিবেদব মদন রাখয়ে যদি মোয়।।ধ্রু।। অছু না ঐছন চতুর সখীগণ যা দেই সম্বাদ পাঠাই। গুরুয়া লাজ বড় এ দূর দেশান্তর তেঁ হাম একলি না যাই।। তো বিনু দুখ যত […] keyboard_arrow_right
  • ভ্রমরে জানা যায় ভ্রমরা গুণগুণ কৃষ্ণ গুণাগুণ
    ভ্রমরে জানা যায় ভ্রমরা গুণগুণ কৃষ্ণ গুণাগুণ ও আগুন আগুন বলে ফেলে দিয়ে পায়। আঁধার নবদ্বীপ শূন্য হ’ল হায় ও মরি হায়। ও মায়ের কান্দন শুনে নবী কেন্দে কেন্দে কয় কেন্দোনা কেন্দোনা ‘মা’ গো বলি তোমায় পাগল কানাই বলে এই ভবে আর কেউ রবে না এ সব মিছে মায়াময়। ও মিছে অনাহারী রলে কি কারণে […] keyboard_arrow_right
  • ভ্রমি ভ্রমি বৈঠল নিভৃত নিকুঞ্জহি
    ভ্রমি ভ্রমি বৈঠল নিভৃত নিকুঞ্জহি দুহুঁ মুখ হেরি দুহুঁ ভোর। নয়ন নয়নবাণে আকুল দুহুঁ তনু ধনি লেই কোরে অগোর।। দেখ সখি রাধামাধবপ্রেম। অধরে অধর মেলি ঘন ঘন চুম্বই যৈছন দারিদ হেম।।ধ্রু।। কুচে কর পরশনে আকুল মাধব ভুজে ভুজে বন্ধন কেল। থির বিজুরি জনু জলদে ঝাঁপি রহু ঐছন অপরূপ ভেল।। নারি পুরুখ দুহুঁ লখই না পারই […] keyboard_arrow_right
  • ভ্রমিতে ভ্রমিতে সবার অদর্শনে
    ভ্রমিতে ভ্রমিতে সবার অদর্শনে । রাখিল আপন বাঁশী ললিতা বসনে।। দাঁড়াইয়া রাই আগে কহে কর যুড়ি। নিবেদন করিতে লাগিল বংশীধারী।। বৃন্দাবনেশ্বরী শুন মোর নিবেদন। মোর বাঁশী চুরি করি নিল কোন জন।। শুনিয়া বিশাখা কহে মৃদু মৃদু হাসি। ভাল হৈল চুরি গেল কুল-নাশা বাঁশি।। এবে কুলবতী সতীর মান রক্ষা হবে। গৃহে থাকি নারীগণ সুখে ঘুমাইবে।। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • ভ্রমে অভাগিনী না চাহিলাম গুণমণি
    ভ্রমে অভাগিনী না চাহিলাম গুণমণি। আসিল রে প্রাণবন্ধু, না কৈলাম দরশন, ধরি পড়শির বোল। (হাম অভাগিনী) বন্ধুআ নাগর গুণের সাগর, গোপত পরশ হার। (হাম্‌ অভাগিনী) পুরাণ পিরীতি, ছিল যথ ইতি, সেই সব লাগে ধান্ধা । (হাম অভাগিনী) এবে দিনে দিনে, চিত্ত বিঁধে ঘুণে, জিউ রহে মাত্র বান্ধা । (হাম অভাগিনী) কহে সমসেরে, গুণের সাগরে, এখনে […] keyboard_arrow_right
  • 1
  • 12
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ