• ভাই তুমি ত পরম ভণ্ড
    ভাই তুমি ত পরম ভণ্ড। সেথা কি বলিলে এথা পাসরিলে পাইবে উচিত দণ্ড।। জলবিম্বু হেন চপল জীবন মিছা ধনজন আশা। যমদূতে কবে বান্ধ্যা লঞা যাবে ভাঙ্গিয়া পঞ্জর বাসা।। বিষম শমন করিবে দমন ভেজিঞা কিঙ্কর চণ্ড। লোহার ডাঙ্গুষ মাথাএ মারিবে করাতে চিরিবে মুণ্ড।। অখিলের পতি অগতির গতি হরি হরি বলি ডাক। হরির চরণ করিঞা শরণ শমন […] keyboard_arrow_right
  • ভাই রে সাধু-সঙ্গ কর ভাল হৈয়া
    ভাই রে সাধু-সঙ্গ কর ভাল হৈয়া। এ ভব তরিয়া যাবা মহানন্দ সুখ পাবা নিতাই-চৈতন্য গুণ গাইয়া।। চৌরাশি লক্ষ জনম ভ্রমণ করিয়া শ্রম ভালই দুর্ল্লভ দেহ পাইয়া। মহতের দায় দিয়া ভক্তি-পথে না চলিয়া জন্ম যায় অকারণে বৈয়া।। মালা মুদ্রা করি বেশ ভজনের নাহি লেশ ফিরি আমি লোক দেখাইয়া। মহাকালের ফল লাল দেখিতে সুরঙ্গ ভাল ভাঙ্গিলে সে […] keyboard_arrow_right
  • ভাই রে সাধুসঙ্গ কর ভাল হৈয়া
    ভাই রে সাধুসঙ্গ কর ভাল হৈয়া। এ ভব তরিয়া যাবা মহানন্দ সুখ পাবা নিতাই চৈতন্য গুণ গাইয়া।। চৌরাশি লক্ষ জনম ভ্রমণ করিয়া শ্রম ভালই দুর্ল্লভ দেহ পাইয়া। মহতের দায় দিয়া ভক্তিপথে না চলিয়া জন্ম যায় অকারণে বৈয়া।। মালা মুদ্রা করি বেশ ভজনের নাহি লেশ ফিরি আমি লোক দেখাইয়া। মহাকালের ফল লাল দেখিতে সুরঙ্গ ভাল মরি […] keyboard_arrow_right
  • ভাইয়া অভিরাম সঙ্গে প্রভু নিত্যানন্দ রঙ্গে
    ভাইয়া অভিরাম সঙ্গে প্রভু নিত্যানন্দ রঙ্গে গরজন নাদ গভীর। হরি হরি বলি উঠে পড়িয়া ধরণী লুঠে পুন উঠি বোলে বসুথির।। ভায়্যার ভাবে তাঁকে ভায়্যা ভায়্যা বলি ডাকে গজগতি জিনি মাতোয়ার। দীনহীন নাহি মানে হরিনাম বিতরণে উদ্ধারিলা সকল সংসার।। এমন করুণা কার হৈয়াছে কি হবে আর চৈতন্য নিতাই ভাই দুটি। মহা মহা পাতকীরে প্রেমে আলিঙ্গন করে […] keyboard_arrow_right
  • ভাইয়া গুণমণি মোর ভাইয়া গুণমণি
    ভাইয়া গুণমণি মোর ভাইয়া গুণমণি। ভাইয়া বিনু নাহি জানি দিবস রজনী।। রাখাল নহিলে আমি রহিতে না পারি। তিল আধ না দেখিলে প্রাণ যায় চুরি।। দাস সখা পিতামাতা প্রেয়সীর গণে। শ্রীদাম সুদাম করে কান্ধে আরোহণে।। কীর্ত্তিকা সুশীলার পুত্র শ্রীদাম সুদামা। তো কোন বড়ুয়ার বেটা তুমি আমি সমা।। অমৃত সদৃশ দ্রব্য যদি খায় সুখে। নাচিয়া গাহিয়া আসি […] keyboard_arrow_right
  • ভাইরে নিঠুর বড় কান
    ভাইরে নিঠুর বড় কান। ছোড়ি সখাগণ যমুনা পুলিন বন কাঁহা ওই করল পয়ান।। ঢোঁড়ি ঢোঁড়ি বন সবাই নিরজন নাহি ভেল তাক সঙ্গ। তব হি বিরহজ্বর তাপিত অন্তর অবশ ভৈ গেয় অঙ্গ।। নাহি দেখি তোকর নয়ন সুধাকর চৌদিশ দেখি আন্ধিআরা। তো পিয়া জীবন মরমি জন ভূখ তোহসি নয়নকি তারা।। তিল আধ তুয়া বিনু শূন্য হি জীবন […] keyboard_arrow_right
  • ভাগ্যবতী যমুনা মাঈ
    ভাগ্যবতী যমুনা মাঈ। যার এ কূলে ওকুলে ধাওয়া ধাই।। শ্বেত শাঙল দোন ভাই। যার জলে দেখে আপন ছাই।। যমুনার জলে কিবা শোভা। এ যদুনন্দন—মনলোভা।। keyboard_arrow_right
  • ভাঙ্গিল সকটখান দেখি এহ বিদ্যমান
    “ভাঙ্গিল সকটখান দেখি এহ বিদ্যমান এ নহে মানুস-তনু দেহ। বধিল পুতনা আগে দেখি ব* ডর লাগে সমুখে জাইতে নারে কেহ।। পুন এ সকটাসুর প্রচণ্ড-শরীর সুর দেখিয়া বড়ই লাগে ভয়। বধিয়া চরণ’ঘাতে ইহা বধে আচম্বিতে অদভূত তোমার তনয়।।” দেখিয়া কহেন রানি– “ও মোর বাছনি ধনি, মরিএ তোমার বালাই লয়্যা।” জদুরে করিঞা কোলে ভাসে রানি অশ্রুজলে– “কেনে […] keyboard_arrow_right
  • ভাটগণে মহারাজ নন্দভবন সঞে
    ভাটগণে মহারাজ নন্দভবন সঞে আনল ষোষ সমাজ। অভিমন্যু ঘেরি সকল গোপগণ বৈঠল করই সুসাজ।। ভাটক নাম শুনি ধনী তুরিতহি বৈঠল উপর অটালি। আধ কবাট মোচন করি শুনত সঙ্গী রঙ্গী সব আলি।। সোই নন্দ যশ কহই কহত পুন নন্দলাল গুণ গাহি। নেহাল করল অতি মোহে ভূখন দেই মগন হইলু রূপ চাহি।। চিকণ শ্যাম বনফুল হার উরে […] keyboard_arrow_right
  • ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে
    ভাণ্ডীর কাননে চলে ধেনুগণে সকল রাখাল মেলি। নানামত খেলা সকল রাখালে দিয়ে উঠে করতালি।। আর যত লীলা বিস্তার আছয়ে ভাগবত-সুখ-কেলী। সংক্ষেপে-রচনা কিছু কিছু আছে কেবল ফুটক বলি।। আর পরমাদ পড়িল সংশয় গোকুলে নন্দের ঘরে। এ কথা না জানে কৃষ্ণ বলরাম গোঠের লীলাতে ভোলে।। নানামত খেলা সকল রাখাল খেলয়ে মনের সনে। অবসান কাল আসিয়া হইল জানিল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ