• ভাবাবেশে গোরাচাঁদ বিভোর হইয়া
    ভাবাবেশে গোরাচাঁদ বিভোর হইয়া। ক্ষণে ক্ষণে ডাকে ভাইয়া শ্রীদাম বলিয়া।। ক্ষণে ডাকে সুবলেরে ক্ষণে বসুদাম। ক্ষণে ডাকে ভাই মোর দাদা বলরাম।। ধবলী শামলী বলি করয়ে ফুকার। পুলকে পূরল অঙ্গ বহে প্রেমধার।। কালিন্দী যমুনা বলি প্রেমজলে ভাসে। পূরুব পড়িল মনে কহে বংশীদাসে।। keyboard_arrow_right
  • ভাবাবেশে গৌরকিশোর
    ভাবাবেশে গৌরকিশোর। স্বরূপের মুখে শুনি মান লীলা দ্বিজমণি ভাবিনীর ভাবেতে বিভোর।।ধ্রু।। মুখে বলে রাধাকুণ্ড নাচে তুলি ভুজদণ্ড প্রেমধারা বহে দুনয়নে। না বুঝি ভাবের গতি ধীরে ধীরে করে গতি গজরাজ জিনিয়া গমনে।। যাইয়া সাগরতটে বসি জলসন্নিকটে ভাবনা করয়ে মনে মনে। যে ভাবতরঙ্গ হেরি কিছুই বুঝিতে নারি রহিয়াছে হেঁট শ্রীবদনে।। বাসুদেব ঘোষ ভণে অনুভব যার মনে রসিকে […] keyboard_arrow_right
  • ভাবিতাম চিতে মরণ কালেতে
    ভাবিতাম চিতে মরণ কালেতে পিয়ারে সমুখে থোব। দুটি পদ লয়ে হৃদয়ে ধরিয়ে বদনেতে গুণ গাব।। শ্রীমুখে নয়ন দিয়ে। অনিমিখ হব পরাণ তেজিব পিয়া পানে চেয়ে চেয়ে।। সে বাসনা যত সব হৈল হত সব ভেল বিপরীত। কখনো প্রত্যয় স্বপনে যা নয় সেই হৈল উপনীত।। হায় কি না হৈল প্রিয়া কোথা গেল আর না হইবে দেখা। অধম […] keyboard_arrow_right
  • ভাবিতে গণিতে তাহার পিরিতি
    ভাবিতে গণিতে তাহার পিরিতি পাজর হইল সেষ । মরণ সরণ এই সে নিদান প্রেমের নহিল লেষ।। কালার পিরিতি জে করে আরতি সে জন মরূক জলে । রসাঞা রসাঞা প্রেমসিন্ধু দিয়া নিদান করিল হেলে।। কে জানে এমন না সুনি কথন পরের পিরিতি সুখে। ঘরেতে আনিয়া ধরম খাইয়া পরিণামে হল্য দুখে।। জখন করিল বহুত পিরিতি তখন জানিল […] keyboard_arrow_right
  • ভাবিতে ভাবিতে ক্ষিন কলেবর
    ভাবিতে ভাবিতে ক্ষিন কলেবর আবেষ হইয়া চিত। * * * * * * নয়নে আইল নিঁদ।। নিল বসন পাতিআ ষুইলাম ষই, সোনগ সপন-কথা। নাগর আসিল মন্দিরে মোর ঘুচিল মোনের বেথা।। তাহার কারণে আমার পরানে [জত] পাইআছি মোন দুঃখ। তাপ জালা যত সব পাসরিল দেখিআ* চাদমুখ।। সেই জে নাগর আমারে তুসিতে বসিল মন্দিরে মোর। চণ্ডিদাষে কহে […] keyboard_arrow_right
  • ভাবিনি ভল ভএ বিমুখ বিধাতা
    ভাবিনি ভল ভএ বিমুখ বিধাতা। জইহ পেম সুরতরু সুখদায়ক সইহ ভেল দুখদাতা।। তোর সুমরি গুন মোর হৃদয় সূন নোর নয়ন রহু ঝাঁপি। গরজ গগন ভরি জলধর হরি হরি অব হমর হিয় কাঁপি।। করিঅ জতন জত বিফল হোয় তত ন পাইঅ তোহর সমাজে। বিরহ দহন দহ তইও জীব রহ সব তহ ই বড়ি লাজে।। নিবিড় নেহ […] keyboard_arrow_right
  • ভাবিনি শুন কিছু করি অবধান
    ভাবিনি শুন কিছু করি অবধান। রাধানম কহই যদি পন্থিক শুনইতে আকুল কান।। কি রসে রিঝায়লি সো বর নাগর অনুখণ তোহারি ধেয়ান। রমণী শিরোমণি জানলুঁ তহুঁ ধনী কথি লাগি সাধসি মান।। কত কত নাগরী গৌরী আরাধই যো পদ করইতে লাভ। সো জন আকূল তুয়া লাগি সুন্দরি কী ফল কঠিন স্বভাব।। আপন পীতাম্বর হেরি চমকিত মন তোহারি […] keyboard_arrow_right
  • ভাবে ভাবে ভাবের খেলা হবে ঐ কুঞ্জবনে
    ভাবে ভাবে ভাবের খেলা হবে ঐ কুঞ্জবনে, গো প্রাণের সজনী, গোপালে রাখিও সযতনে। গোপাল রাখিও সযতনে। গোপাল কোথা আমি কোথা, পড়ে রলেম যথা তথা, কংস আদি বসিল সাক্ষাতে। (গো প্রাণের সজনী) কংস রাণীর ধ্বংস চিত, বসিল গাইতে গীত। মোহন স্বরে পোষিল যামিনী। (গো প্রাণের) নাতিন আমার সঙ্গগত, হার খুসী অবিরত, খেম্‌টা তালে হৈল মাতোয়ারা । […] keyboard_arrow_right
  • ভাবে দর দর বুক গৌরাঙ্গের চাঁদমুখ
    ভাবে দর দর বুক গৌরাঙ্গের চাঁদমুখ ভাবিতে শুইলা শচী মায়। কনক কষিল জনু গৌর সুন্দরতনু স্বপনেতে দরশন পায়।। মায়েরে দেখিয়া গোরা অরুণ নয়ানে ধারা চরণের ধূলি নিল শিরে। সচকিতে উঠি মায় ধাই কোলে করে তায় ঝর ঝর নয়ানের নীরে।। দুহুঁপ্রেমে দুহুঁ কান্দে দুহুঁ থির নাহি বান্ধে কহে মাতা গদগদ ভাষে। আন্ধল করিয়া মোরে ছাড়ি গেলা […] keyboard_arrow_right
  • ভাবে ভরল হেম তনু অনুপাম রে
    ভাবে ভরল হেম তনু অনুপাম রে অহনিশি নিজরসে ভোর। নয়নযুগল প্রেম জলে ঝর ঝররে ভুজ তুলি হরি হরি বোল।। নাচত গৌর কিশোর মোর পহু রে অভিনব নবদ্বীপ-চাঁদ।। ভাবভরে হেলন ভাবভরে দোলন প্রতি অঙ্গে মনমথ ফাঁদ ।। জিতল নীপফুল পুলক-মুকুল রে প্রতি অঙ্গে ভাব বিথারি। রসভরে গরগর চলই খলই রে গোবিন্দ দাস বলিহারি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ