• ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে
    ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে।। বঁধু তোমারে বলিহারি যাই। ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ-মুখ চাই।। আই আই পড়েছে মুখে কাজরের শোভা। ভালে সে সিন্দূর তোমার মুনির মনোলোভা।। খর নখ দশনে অঙ্গ জর জর। তালে সে কঙ্কণ-দাগ হিয়ার উপর।। নীল পাটের শাটী কোঁচার বলনি। রমণী-রমণ হৈয়া বঞ্চিলা রজনী।। সুরঙ্গ বাবক […] keyboard_arrow_right
  • ভাল হৈল ওহে বঁধু আইলে সকালে
    ভাল হৈল ওহে বঁধু আইলে সকালে। প্রভাতে দেখিলুঁ মুখ দিন যাবে ভালে।। বঁধুয়ারে তোমার বলিহারি যাই। ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখ চাই।। আই আই পড়েছে মুখে কাজরের শোভা। ভালে সে সিন্দূর বিন্দু মুনি মন লোভা।। খর নখ দশনে অঙ্গ জরজর। ভালে সে কঙ্কন দাগ হিয়ার উপর।। নীল পাটের সাড়ী কোঁচার বলনী। রমণী রমণ হৈয়া বঞ্চিলা […] keyboard_arrow_right
  • ভাল হৈল বন্ধু আপনা রাখিলে
    ভাল হৈল বন্ধু আপনা রাখিলে কি আর ওসব কথা। তোমার পিরীতি বুঝিতে না পারি ভাবিতে অন্তর বেথা।। সহজে অবলা অখলা হৃদয় ভুলয়ে পরের বোলে। অনেক পিরীতির অনেক দোষ দুপুরে আন্ধার বেলে।। বাদিয়ার বাজী তোমার পিরীতি না জানি একুই রীতি। সমুখে সরস অন্তরে নীরস বুঝিনু কাজের গতি।। সকল ফুলে ভ্রমরা বুলে কি তার আপন পর। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • ভাল, ভাল, বলি নাগর-শেখর
    “ভাল, ভাল,” বলি নাগর-শেখর সুবল পানেতে চায়। “লিখ চিত্রপট হইয়া নিকট মোর মনে হেন ভায়।।” আনিয়া কাগত পট করি যুতে যাহার উপমা নহে। আনি তুলিকাঠি লিখিতে লাগল অতি সে সুবল মোহে।। নানা অবতার মৎস্য কুর্ম্ম আদি নানা তরু জীব করি। নানা পক্ষিগণ লিখিল তৈখন তাহা কি কহিতে পারি।। মৎস্য কুর্ম্ম আর নৃসিংহ অবতার বরাহ মূরতি […] keyboard_arrow_right
  • ভালই আছিলাম আন মনে
    ভালই আছিলাম আন মনে। প্রমাদ পড়িল সেই ক্ষণে।। কেন শুনাইলে তার গুণ। নিশি দিশি যার গুণ গাই। সে কেনে এতেক নিঠুরাই।। যার লাগি তেয়াগিনু ঘর। সে কেন বাসয়ে ভিন পর।। যার লাগি কুলে দিনু ছাই। তারে কেন দেখিতে না পাই।। সতীর সমাজে হইনু মন্দ। জ্ঞানদাস শুনি রহু ধন্দ।। keyboard_arrow_right
  • ভালই হইল রাই ভালই হইল
    ভালই হইল রাই ভালই হইল। আমি হইলাম গৌররূপ তুমি হইলে কাল নিজরূপ দেখি মোর মনে হইল ক্ষোভ। তোমার স্বরূপ হইতে হইল বড় লোভ।। বড় মনে সাধ ছিল হব তোমার রূপ। আপনি করিলে তুমি আপনা স্বরূপ।। চূড়া বাঁধি দিয়াছি রাই আর না লইব। তোমার ভাবের মালা গাঁথিয়া পরিব।। ঋণী আমি তুমি রাই প্রেমের মহাজন। কলিযুগে শুধিব […] keyboard_arrow_right
  • ভালই সময় ছিল যখন শিশুমতি
    ভালই সময় ছিল যখন শিশুমতি। অন্তরে অনল জ্বলে পিরীতি কিরিতি।। বাহিরে আনল নহে জল দিব তায়। শ্যাম প্রেম ধকধকি কি বলিব কায়।। প্রাণসখি তোমারে সে বলি। হিয়ার ভিতরে শ্যাম পরাণ-পুতলী।। ঘর হৈতে বাহির হইয়ে নিরন্তর। দেখিবারে সাধ করি নহি সতন্তর।। মন ধক ধক করে দিবসরজনী। লোক মাঝে না থাকিয়ে রহি একাকিনী।। নিশ্বাস ছাড়িতে মোর নাহি […] keyboard_arrow_right
  • ভালি গোরাচাঁদের আরতি বনি
    ভালি গোরাচাঁদের আরতি বনি। বাজে সংকীর্ত্তনে মধুর ধ্বনি।। শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল।। বিবিধ সুষম ফুলে বনি বনমালা। কত কোটি চন্দ্র জিনি বদন উজালা।। ব্রহ্মা আদি দেব জোড় কর করে। সহস্র বদনে ফণী ছত্র ধরে।। শিব শুক নারদ ব্যাস বিচারে। নাহি পরাৎপর ভাবহি ভরে।। শ্রীবাস হরিদাস পঞ্চম গাওয়ে। গদাধর […] keyboard_arrow_right
  • ভালি রে গোপাল চূড়ামণি
    ভালি রে গোপাল চূড়ামণি। বংশীবটের মাঠে গোঠের সাজনি।। বান্ধিয়া মোহন চূড়া গুঞ্জার আটনি। বরিহা বকুল মালে ঈষৎ টালনি।। গলায় ফুলের দাম গো ধূলি সব গায়। নাচিয়া যাইতে সে মঞ্জীর বাজে পায়।। মণিময় আভরণ শ্যাম কলেবর। তড়িতে জড়িত যেন নব জলধর।। সভার সমান বেশ নাটুয়া-কাচনি। সঘনে পবন-বেগে ফিরায় পাচনি।। ব্রজ বালকের সঙ্গে রঙ্গে চলি যায়। নবচন্দ্র […] keyboard_arrow_right
  • ভালিরে নাচেরে মোরে শচীর দুলাল
    ভালিরে নাচেরে মোরে শচীর দুলাল। চঞ্চল বালক মেলি সুরধনী তীরে কেলি হরিবোল দিয়া করতাল।। কুটিল কুন্তল শিরে বদনে অমিয়া ঝরে রূপ জিনি সোনা শত বাণ। যতন করিয়া মায় ধড়া পরাইছে তায় কাজরে উজোর দুনয়ান।। ভুজে শোভে তাড় বালা গলে মুকুতার মালা কর পদ কোকনদ জিনি। বাসু কহে মরি মরি সাগরে কামনা করি হেন সুত পাইল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ