ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হৈলা কলিকালে। ঘুচিল সকল দুখ দেখিয়া ও চাঁদমুখ ভাসে লোক আনন্দ হিলোলে।। জয় জয় নিত্যানন্দ রাম। কনক চম্পক কাঁতি আঙ্গুলে চান্দের পাঁতি রূপে জিতল কোটি কাম।।ধ্রু।। ও মুখমণ্ডল দেখি পুর্ণচন্দ্র কিসে লেখি দীঘল নয়ান ভাজু ধনু। অজানুলম্বিত ভূজ করতল থলপঙ্কজ কটি ক্ষীণ করিঅরি জনু।। চরণকমলতলে ভকতভ্রমর বুলে আধ বাণী অমিয়া […]
keyboard_arrow_right