• ভালে সে চন্দন চান্দ কামিনী মোহন ফাঁদ
    ভালে সে চন্দন চান্দ কামিনী মোহন ফাঁদ আন্ধারেতে করিয়াছে আলা। মেঘের উপর কিবা সদাই উদয় করে নিশি দিশি শশী ষোল কলা।। সই কিবা সেই নয়ান-নাচনি। আঁখির হিলোলে মোর পরাণ পুতলী দোলে দিতে চাহো যৌবন নিছনি।। কিবা সে চূড়ার ঠাট দশ-নখ-চান্দ-নাট অপরূপ বাঁশী বাজাইতে । হরইতে সেই মুখ মনে হয় যত সুখ জিতে কি পারিয়ে পাশরিতে।। […] keyboard_arrow_right
  • ভালে তুহু মাধব জানসি ছন্দ
    ভালে তুহু মাধব জানসি ছন্দ। হাম কুলজা মুগধিনী মতি মন্দ।। এত কহি বরিখয়ে কুটিল কটাখ। সো নাগর মানয়ে নিধি লাখ।। হাম বলি যাও তুয়া মুখ বঙ্ক। হসি হসি চুম্বই নাহ নিশঙ্ক।। রোখই ধনী পোখই রতি রঙ্গ। সিরজই মনসিজ সমর তরঙ্গ।। দৃঢ় পরিরম্ভণ অসাহি করই। তবহু কঠোর নয়নশর ভরই।। তুহু অতি চতুর সাধসি নিজ কাম। কামিনী […] keyboard_arrow_right
  • ভালে সে চন্দন চান্দ কামিনী মোহন ফাঁদ
    ভালে সে চন্দন চান্দ কামিনী মোহন ফাঁদ আন্ধারে করিয়া আছে আলা। মেঘের উপর কিবা সদাই উদয় করে নিশি দিশি শশী ষোলকলা।। সই–কিবা সেই নয়ান চাহনি। আঁখির হিলোলে মোর পরাণ পুতলী দোলে দিতে চাহি যৌবন নিছনি।।ধ্রু।। কিবা সে চূড়ার ঠাট নখে দশ চান্দ নাট অপরূপ বাঁশী বাজাইতে। হেরইতে সেই মুখ মনে হয় যত সুখ জিতে কি […] keyboard_arrow_right
  • ভালে সে চন্দন চান্দ নাগরি-মোহন ফান্দ
    ভালে সে চন্দন চান্দ নাগরি-মোহন ফান্দ আধ টানিয়া চূড়া বান্ধে। বিনোদ ময়ূরের পাখে জাতি কুল নাহি রাখে মো পুন ঠেকিলুঁ ও না ফান্দে।। সই কি আর কি আর বোল মোরে। জাতি কুল শীল দিয়া ও রূপ নিছনি লৈয়া পরাণে বান্ধিয়া থোব তারে।। দেখিয়া ও মুখ-ছান্দ কান্দে পুণিমক চান্দ লাজ ঘরে ভেজাঞা আগুনি। নয়ান-কোণের বাণে হিয়ার […] keyboard_arrow_right
  • ভালের বড় তু ভামিনীর প্রিয়
    ভালের বড় তু ভামিনীর প্রিয় ভালে সে জানল তোরে। ভরম সরম ভাসল সকল ভাসালে দরিয়া-পরে।। ভাল মন্দ মোরা কিছুই না জানি ভরসা কেবল পায়। ভরসা অন্তরে ভাবি ভাবি তাহে ভস্ম হইল গায়।। ভরসা করিল ভরম সরম ভালে সে জানিল মোরা। ভাল মন্দ কেবা জানে ভাল মতে এমন তোমার ধারা।। ভৈগেল ভাবের ভরসা সকল ভেল সে […] keyboard_arrow_right
  • ভালের বড় ভু ভামিনীর প্রিয়
    ভালের বড় ভু ভামিনীর প্রিয় ভালে সে জানল তোরে। ভরম সরম ভাসল সকল ভাসালে দরিয়াপরে।। ভাল মন্দ মোরা কিছুই না জানি ভরসা কেবল পায়। ভরসা অন্তরে ভারি ভারি তাহে ভস্ম হইল গায়।। ভরসা করিল ভরম সরম ভালে সে জানিল মোরা। ভাল মন্দ কেবা জানে ভাল মতে এমন তোমার ধারা।। ভৈগেল ভাবের ভরসা সকল ভেল সে […] keyboard_arrow_right
  • ভাসি প্রেম জলে নন্দজায়া বলে
    ভাসি প্রেম জলে নন্দজায়া বলে যে কথা বলিলে মোরে। হরের ঘরনী গণেশ জননী তিনি আসি রক্ষা করে।। তারে সেবি কোলে পেয়েছি কমলে তবে আর ভয় কি। নে রে রাম ধর বাঢ়াইয়া কর গোপালে সোপিঞে দি।। রাম করে ধরি যশোদা সুন্দরি সোঁপিছে যাদব রায়। নয়নের জল করে ছল ছল বসন তিতিয়ে যায়।। রামকরে হরি সমপর্ণ করি […] keyboard_arrow_right
  • ভুজে ভুজে বন্ধনে নিবিড় আলিঙ্গনে
    ভুজে ভুজে বন্ধনে নিবিড় আলিঙ্গনে ঘুমাওল রাধা কান। কুসুমশেজ পর নিচল কলেবর নিলমণি হেম বনান।। দেখি সখি দুহুঁজন লেহ। বদনহি বদনচাঁদ মধু পীবত ঘূমে থকিত করি দেহ।।ধ্রু।। অরুণহি অরুণ তিমির লাগি ভাগত এমতি অপরূপ রঙ্গ। ভুজগিনি মৌর ভোর করু সঙ্গম গিরিপর জলধিতরঙ্গ।। চান্দকি নিয়ড়ে কমল ভেল বিকশিত সূর পাশে কুসুদবিকাশ। কিয়ে ঘনদামিনি থীরে বিরাজই রায় […] keyboard_arrow_right
  • ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভুজযুগ লোল
    ভুবন সুন্দর গৌর কলেবর আজানু ভুজযুগ লোল। অরুণ নয়নে বয়ানে চাহিয়া পড়ই প্রেম হিলোল।। গোরা-রূপ হেরি জগজন কান্দে। চান্দজিনি মুখ অধিক ঝলমলি কুমুদ পড়িগেল ধান্দে। ভাবে গরগর গৌর গভীর জগত বৈচিত্র চলে। সজল নয়ানে চৌদিকে হেরিয়া রহে গদাধর কোলে।। হাসে গদগদ বচন অমৃত সিঞ্চিত জীব জন্তুলতা। জ্ঞানদাস কহে গঢ়ল ওনা রূপে সে পুন কেমন ধাতা।। keyboard_arrow_right
  • ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ
    ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হৈলা কলিকালে। ঘুচিল সকল দুখ দেখিয়া ও চাঁদমুখ ভাসে লোক আনন্দ হিলোলে।। জয় জয় নিত্যানন্দ রাম। কনক চম্পক কাঁতি আঙ্গুলে চান্দের পাঁতি রূপে জিতল কোটি কাম।।ধ্রু।। ও মুখমণ্ডল দেখি পুর্ণচন্দ্র কিসে লেখি দীঘল নয়ান ভাজু ধনু। অজানুলম্বিত ভূজ করতল থলপঙ্কজ কটি ক্ষীণ করিঅরি জনু।। চরণকমলতলে ভকতভ্রমর বুলে আধ বাণী অমিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ