প্রভু কহে গৌরীদাস করহ রন্ধন। চারিমূর্ত্তি একত্রেতে করিব ভোজন।। এত শুনি গৌরীদাসের আনন্দিত মন। স্নান করি (তারপর) করিল রন্ধন।। রন্ধন করিয়ে চারি ভোগ সাজাইল । আচম্বিতে চারিমূর্ত্তি দুয়ারে দেখিল।। আনন্দেতে চারিজন করয়ে ভোজন । তা দেখিতে গৌরীদাসের আনন্দিত মন।। প্রভু পাঠাইল তারে ভোজন করিতে। ভোজন করিয়ে আইল প্রভুর সাক্ষাতে।। প্রভু কহে গৌরীদাস শুনহ বচন । […]
keyboard_arrow_right