বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর। সুগন্ধি কালিন্দী জলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল ।। তার মধ্যে রম্যস্থানে বসিয়াছে দুইজনে শ্যামগোরী সুন্দরী রাধিকা। তার মধ্যে অষ্ট প্রেষ্ট অষ্ট দলে বেষ্টিত অষ্ট সখী প্রধান নায়িকা।। সেরূপ লাবণ্য রাশি অমিয়া পড়িছে খসি সহাস মধুর সম্ভাষণে। নরোত্তম দাস কয় নিত্যানন্দ রসময় অনুগত রাখিহ চরণে।।
keyboard_arrow_right