• মাধবি লতাতলে বসি
    মাধবি লতাতলে বসি। চিবুকে ঠেকনা দিয়া বাঁশি।। তোহারি চরিত অনুমানে। যোগী যেন বসিলা ধেয়ানে।। হরি হরি যবে গেলি রাধা। হাঁচি জিঠি না পড়ল বাধা।।ধ্রু।। জল গেলে কি করিবে বান্ধে। নিশি গেলে কি করিবে চান্দে।। জিউ গেলে কি কাজ শরীরে। রাধা বিনু কি নন্দকুমারে।। রাধা রাধা জপে অবিরাম। না জানি কি হয়ে ঘনশ্যাম।। keyboard_arrow_right
  • মাধবী লতায় ফুলের সৌরভে
    মাধবী লতায় ফুলের সৌরভে যতেক ভ্রমরা তারা। মকরন্দ-পানে মুগধ হইয়া মাতিল সে রসে ভোরা।। তা দেখি কিশোরী বিধুমুখী গৌরী কহিতে লাগি তায়। “তুমি সে কালার বরণ ধরিয়া কেন বা ধরিলে কায়।। এখানেহ তুমি ফুলে ভ্রমি ভ্রমি ভ্রমহ কিসের লাগি। মোরে দিতে চাহ বিরহ-বেদনা উঠাতে দারুণ আগি।। তোমার চরিত আছে বিয়াপিত সে শ্যাম-অঙ্গের মালে। মধু খেয়্যা […] keyboard_arrow_right
  • মাধবী তলাতে দূতী পাঠাইয়া
    মাধবী তলাতে দূতী পাঠাইয়া বসিয়া চিবুকে হাত। আকুল সঘনে নিশ্বাস হুতাশ কাহা না বোলই বাত।। এক নব রামা আছে রাধা কাছে তা সনে না কহে বোল। মাধবী ডালেতে এক পিক বসি কহত পঞ্চম বোল।। চাহিয়া দেখিল মাধবী উপরে রসমই ধনী রাই। কালার বরণ দেখি সুনাগরী হেরিয়া দেখিল তাই।। করতালি দিয়া দিল উড়াইয়া পিকেরে কহিছে কিছু। […] keyboard_arrow_right
  • মাধবী তলাতে রহে এক ভিতে
    মাধবী তলাতে রহে এক ভিতে সে হেন সুন্দরী রাই। মানে মন রীত এ তার চরিত অনেক বুঝাল তাই।। তোমার কুসুম হার মনোহর দূরেতে ডারিয়া দিল। এ তিন তাম্বুল কিছু না ছোয়ল কোপেতে কুপিত ভেল।। অনেক প্রবন্ধ প্রকার করিয়া বুঝাইল রাই পাশ। হেট মাথে রহে বচন না কহে মুখেতে নাহিক ভাষ।। যে দেখি দারুণ মান উপজল […] keyboard_arrow_right
  • মাধবী-তলাতে রহে এক ভিতে
    “মাধবী-তলাতে রহে এক ভিতে সে হেন সুন্দরী রাই। মানে মনরিত এ তার চরিত অনেক বুঝাল তাই।। তোমার কুসুম- হার মনোহর দূরেতে ডারিয়া দিল। এ তিলতাম্বুল কিছু না ছোয়ল ক্রোধেতে কুপিত ভেল।। অনেক প্রবন্ধ প্রকার করিয়া বুঝাইল রাই-পাশ। হেট মাথে রহে বচন না কহে মুখেতে নাহিক ভাষ।। যে দেখি দারুণ মান উপজল এ মান ভাঙ্গিতে গাঢ়া। […] keyboard_arrow_right
  • মাধবীতলাতে দূতী পাঠাইয়া
    মাধবীতলাতে দূতী পাঠাইয়া বসিয়া চিবুকে হাত । আকুল সঘনে নিশ্বাস হুতাশে কাঁহা না বোলই বাত।। এক নব রামা আছে রাধা-কাছে তা সনে না কহে বোল। মাধবীতলাতে এক পিক বসি কহত পঞ্চম বোল ।। চাহিয়া দেখিল মাধবী উপরে রসময়ী ধনী রাই। কালার বরণ দেখি সুনাগরী হেরিয়া দেখিল তাই।। করতালি দিয়া দিল উড়াইয়া পিকেরে কহিছে কিছু। “কি […] keyboard_arrow_right
  • মাধবে আএ কবাল উবেললি
    (ক) (নেপাল পুঁথির পাঠ) মাধবে আএ কবাল উবেললি জাহি মন্দির ছলি রাধা। আলস কোপে অতি হসি হেরলহ্নি চান্দ উগল জনি আধা।। মাধব বিলখি বচন বোল রাধাহী জৌবনরূপ কলাগুণ আগরি কে নাগরি হম চাহী।। মাধুর গেলে বিলঅহ মতাগল ককে ন পঠওলহ দূতী। জন দুইচারি বণিক হম ভেটলত ঠমাহি রহ লাহু সূতী।। তুঅ চঞ্চলচিত অপনা নহি থির […] keyboard_arrow_right
  • মাধল বুঝলি তুঅ গুন আজে
    মাধল বুঝলি তুঅ গুন আজে। পচদুন দসগুন দয়সগুন সেগুন সেহো দেল কোন কাজে।। চালিস কাটি চারি চৌঠাই সে হম সে পহু মোরা। কপটী কাহ্নৈয়া কেলি নহিঁ জানলি কৈলন্হি‌ জন্মক ওরা।। সাঠি কাটি দহ বুন্দ বিবরজিত সে বতকর উপহাসে। পহুক বিষাদ সহৈ নহি পাবী দুই বুন করব গরাসে।। নবো বুনাদয় নবো বামকর সে উর হমর প্রানে। […] keyboard_arrow_right
  • মান-দহনে মোর তনু ভেল জরজর
    মান-দহনে মোর তনু ভেল জরজর শূতলুঁ মন্দির মাঝ। কানু নিয়ড়ে আসি চরণ সম্বাহই ঐছন বিদগধ-রাজ।। সো কর কিশলয় পরশে তনু আকুল সখি বলি করিলুঁ সম্ভাষ। বাহু পসারি আলিঙ্গি মুখ চুম্বই পুন মুখ হেরি লহু হাস।। সজনি কি কহব তাকর কাজ। যে ছিল মনোরথ কয়লহুঁ অভিমত কহইতে নাহি রহে লাজ।।ধ্রু।। ঐছে রসিক সঞে যো ধনি রোখয়ে […] keyboard_arrow_right
  • মান-বিরহ-ভাবে পহুঁ ভেল ভোর।
    মান-বিরহ-ভাবে পহুঁ ভেল ভোর। ও রাঙ্গা নয়নে বহে তপতহিঁ লোর।। আরে মোর আরে মোর গৌরাঙ্গ-চাঁদ। অখিল জীবের মনলোচন ফাঁদ।। প্রেম-জলে ডুবু ডুবু লোচন-তারা। প্রলাপ সন্তাপ আদি ভাব বিভোরা।। কান্দিয়া কহয়ে পুন ধিক মোর বুদ্ধি। অভিমানে উপেখলুঁ কানু গুণ-নিধি।। হইল মনের দুখ কি বলিব কায়। মঝু মন জীবন কৈছে জুড়ায়।। এইরূপে উদ্ধারিলা সব নরনারী। রাধামোহনে কিছু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ