মান-বিরহ-ভাবে পহুঁ ভেল ভোর। ও রাঙ্গা নয়নে বহে তপতহিঁ লোর।। আরে মোর আরে মোর গৌরাঙ্গ-চাঁদ। অখিল জীবের মনলোচন ফাঁদ।। প্রেম-জলে ডুবু ডুবু লোচন-তারা। প্রলাপ সন্তাপ আদি ভাব বিভোরা।। কান্দিয়া কহয়ে পুন ধিক মোর বুদ্ধি। অভিমানে উপেখলুঁ কানু গুণ-নিধি।। হইল মনের দুখ কি বলিব কায়। মঝু মন জীবন কৈছে জুড়ায়।। এইরূপে উদ্ধারিলা সব নরনারী। রাধামোহনে কিছু […]
keyboard_arrow_right