• মুগধিনি নারি মান নাহি বুঝই
    মুগধিনি নারি মান নাহি বুঝই না জানই সুরত বিলাস। কেবল তুহারি পিরীতি রসলালসে মীলল পহিল সম্ভাষ।। মাধব তুহে কি বুঝায়ব রীত। বিনি দোখে বালা কাহে উপেখলি না বুঝলু তুহারি চরীত।।ধ্রু।। আঁচর বদনে দেই খিতিতলে বৈঠই বচন কহিতে নাহি জানে। মালতি ভ্রমর- মিলন নাহি হেরসি ভোরি নলিনি মধুপানে।। রসরঙ্গ কত শত তাহে শিখায়বি পিরীতি করবি নিরয়াস। […] keyboard_arrow_right
  • মুঞি কেনে পীরিতি কৈলুং নিঠুর কালার সনে
    মুঞি কেনে পীরিতি কৈলুং নিঠুর কালার সনে। নিঠুর কালার প্রেমজ্বালা না সহে পরাণে।। ধু ঘরেতে বসিয়া শুনি মথুরা বাজে বাঁশী। সুতিলে স্বপন দেখি জাগিলে উদাসী।। বাও নাই বাতাস রে নাই, কদম্ব কেনে হেলে। মুঞি নারীর করমের দোষে ডাল ভাঙ্গি পড়ে। কলসীতে জল রে নাই বসিয়া রৈলুং ঘরে। চলিতে না পারি আমি যৌবনের ভরে।। সৈয়দ মর্তুজা […] keyboard_arrow_right
  • মুঞি জানহুঁ হরি রাইক পরিহরি
    মুঞি জানহুঁ হরি রাইক পরিহরি স্বপনহুঁ আন না জান। বিদগধ-বাদে কোই পরিবাদব তেঞি কিয়ে তেজবি কান।। সুন্দরি নাগর নাহ সুজান। কুন্তল-পিঞ্ছে চরণ নিরমঞ্ছল অব কিয়ে সাধসি মান।। যাকর মুরলি আলাপনে কত কত কুল-রমণীগণ ভোর। তোহারি-প্রেম-ভরে বাত না নিকসই অতয়ে কি মানসি থোর।। প্রেমক দহন প্রেমপয়ে শীতল আন হোত নাহি আন। কিশলয় মলয়জ চন্দনে দগধই গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • মুঞি মৈলুঁ মৈলুঁ মরিয়া গেলুঁ
    মুঞি মৈলুঁ মৈলুঁ মরিয়া গেলুঁ ঠৈকিলুঁ পীরিতি-রসে। এ ঘর-করণ বিহি নিদারুণ সকলি পরের বশে।। কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি সুখ পাইলুঁ । হিয়া দগদগি পরাণ পুড়নি মনের আগুনে মৈলুঁ ।। কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি সুখ পানু। হিয়া দগদগি পরাণ পোড়নি মনের আগুনে মনু।। মরিনু মরিনু মরিয়া গেনু ঠেকিনু পীরিতি-রসে। আর কেহ জানি […] keyboard_arrow_right
  • মুঞি যদি বলোঁ পাসরোঁ কান
    মুঞি যদি বলোঁ পাসরোঁ কান মনে সে না লয় আন। তিল আধ তার মুখ না হেরিলে নিঝরে ঝরে নয়ান।। শুন শুন শুন পরানের সই কানুর পিরিতি কাজে। তনুমন ধন ভেল পরাধীন কি আর করিবে লাজে।। শ্যামের নামে সে পরাণ উছলে ঐছন পড়ল অকাজে। যদি শুনিতে না চাহোঁ কানুর বচন কানে সে মুরলী বাজে।। যদি চলিতে […] keyboard_arrow_right
  • মুঞি যদি বলোঁ পাসরোঁ কান
    মুঞি যদি বলোঁ পাসরোঁ কান মনে সে না লয় আন। তিল-আধ তার মুখ না হেরিলে নিঝরে ঝরে নয়ান।। শুন শুন শুন পরাণের সই কানুর পিরীতি কাজে। তনু মন ধন ভেল পরাধীন কি আর করিবে লাজে।।ধ্রু।। মানের নামে সে পরাণ উছলে ছার মানে কিবা কাজে। শুনিতে না চাহোঁ কানুর বচন কাণে সে মুরলী বাজে।। চলিতে না […] keyboard_arrow_right
  • মুঞিত পাপিষ্ঠ অতি মতি দুরাচার
    মুঞিত পাপিষ্ঠ অতি মতি দুরাচার। ভালমন্দ নাহি জানি শাস্ত্রের বিচার।। অহে মহাপ্রভু মোর কি গতি হইবে। কেমনে গোবিন্দ ভক্তে পুরুষার্থ লভিবে।। মিছা কাজে গেল কাল আয়ু ভেল ক্ষীণ। সাধুসঙ্গ না করিলুঁ না গেল কুদিন।। নরোত্তম দাসে কয় দন্তে তৃণ করি। এইবার করুণা কর কমলাক্ষ হরি।। keyboard_arrow_right
  • মুড়রি আনিআ দে রাধা মোরে; (শ্যামের) মুরড়ি আনিআ দে মোরে
    মুড়রি আনিআ দে রাধা মোরে; (শ্যামের) মুরড়ি আনিআ দে মোরে। ধু। ঠিক দুপুরিয়া বেলা, কদম তলে নিদ্রা গেলা, মুরড়ি লই গেল করে। নিদ্রার আলসে রাই, ঘুমেতে চৈতন্য নাই, মুরড়ি লইয়া গেল চোরে।। হাত লাড়ালাড়ি, বাহু ঝাড়াঝাড়ি, একলা পাইয়াছ মোরে। তোমার মুরড়ি, আমি যদি নিআ থাকি, এই সাইদ বোলাইবা কারে।। আবাল ভাগিনা, না চাওরে আঙ্গিনা, ধূলে […] keyboard_arrow_right
  • মুড়াব মাথার কেশ ধরিব যোগিনী বেশ
    মুড়াব মাথার কেশ, ধরিব যোগিনী বেশ, যদি সোই পিয়া নাহি আইল। এ হেন যৌবন, পরশ রতন, কাচের সমান ভেল।। গেরুয়া বসন, অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি। যোগিনীর বেশে, যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি।। মথুরা নগরে, প্রতি ঘরে ঘরে। খুঁজিব যোগিনী হঞা। যদি কারু ঘরে, মিলে গুণনিধি বান্ধিব বসন দিয়া। আপন বন্ধুয়া, আনিব বান্ধিয়া, কেবা […] keyboard_arrow_right
  • মুদিত-নয়নে হিয়া ভুজযুগ চাপি
    মুদিত-নয়নে হিয়া ভুজযুগ চাপি। শূতি রহল তহিঁ কছু না আলাপি।। পরসঙ্গে কহলহি নামহি তোরি। তবহি মেলিয়া আঁখি চাহে মোরি শুন ধনি ইথে নাহি কহি আন ছন্দ। তোহে অনুরত ভেল শ্যামর-চন্দ।। যোই নয়ন-ভঙ্গি না সহে আনন্দ। সোই নয়নে স্রবে লোর-তরঙ্গ।। যোই অধরে সদা মধুরিম হাস। সোই নিরস ভেল দীঘ নিশাস।। বিদ্যাপতি ভণ মিছ নহ ভাখি। গোবিন্দদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ