মুরলী করাহ উপদেশ। যে রন্ধ্রে যে ধ্বনি উঠে জানাহ বিশেষ।। কোন্ রন্ধ্রে বাজে বাঁশী অতি অনুপাম। কোন্ রন্ধ্রে রাধা বলি ডাকে আমার নাম।। কোন্ রন্ধ্রে বাজে বাঁশী সুললিত ধ্বনি। কোন্ রন্ধ্রে কেকা-রবে নাচে ময়ূরিণী।। কোন্ রন্ধ্রে রসালে ফুটয়ে পারিজাত। কোন্ রন্ধ্রে কদম্ব ফুটে হে প্রাণনাথ।। কোন্ রন্ধ্রে ষড় ঋতু হয় এককালে। কোন্ রন্ধ্রে নিধুবন শোভে […]
keyboard_arrow_right