• সখি কি কহিল সে নয়নঠারে
    সখি কি কহিল সে নয়নঠারে। নিশ্বাস ফেলিতে ঠাঞি এ ঘরে উসাস্ নাই বিশ্বাস করিয়া কব কারে।। ঝলক পুলক রঙ্গ কত না লুকাব অঙ্গ সদাই সজল থাকে আঁখি। বসনের ভাব ভরে হিয়া দুরু দুরু করে ইথে কুল কি করিয়া রাখি। করিতে চাই আন নাম মুখে বাহিরায় শ্যাম কিবা কাজ গুরু জনা মাঝে। মনের সহিতে কালা ছাড়িতে […] keyboard_arrow_right
  • সখি কুঞ্জবনে বংশী কে বাজাইলা গো
    সখি ! কুঞ্ বংশী কে বাজাইলা গো। ধু শুষ্ক তরুমানে থিলে, ধ্বনি শুনি পল্লবিলে পবন স্থকিত হোই রহিলা গো। পাষাণ হুঅন্তি পাণি যমুন টেকে উজানি জল তেজি মীন কূলে রহিলা গো। বাজি ধীরে ক্ষুদ্র ঘণ্টি লজ্জাবন্ধ গলাফিটি বসন পিন্ধন্তে তর নোহিলা গো। ঝসিঙ্ক আসন টলি রসরে পড়িলা ঢলি ব্যাঘ্র পচ্ছে কুরঙ্গী গোড়াইলা গো। কহে সালবেগ […] keyboard_arrow_right
  • সখি কো কহু প্রেমক রঙ্গ
    সখি কো কহু প্রেমক রঙ্গ। রাইক কোরে বৈঠ হরি বোলত কবে হবে তাকর সঙ্গ।। আর কিয়ে কনককষিত তনু সৌরভ দরশ পরশ হব মোয়। উরপর পাণি হানি ক্ষিতি শূতল আকুল কণ্ঠ করি রোয়।। খেণে কহে অধরে নব বল্লরী আর কিয়ে মিলব মোয়। তাকর প্রেম মগন মঝু মানস নয়নে রহল রূপ গোই।। আর কিয়ে শ্রবণে শুনব বোল […] keyboard_arrow_right
  • সখি কোন বিধি নিরমিল বরণ কালিয়া
    সখি কোন বিধি নিরমিল বরণ কালিয়া। ধৈরজ ধরিতে নারি তাহারে দেখিয়া।। কদম্ব তরুর মূলে ত্রিভঙ্গ ভঙ্গীয়া। শিখি পূ্চ্ছে বান্ধি চূড়া দিয়াছে টানিয়া।। চাঁদ জিনি মুখখানি নয়ন নাচনিয়া। অধরে পূরয়ে বাঁশী অঙ্গুলি লোলাইয়া।। বনমালা শোভে গলে পড়িছে লম্বিয়া। ক্ষীণ মাজা পীত বাস ভূমিতে লোটাইয়া।। চলিতে নূপুর বাজে রুনু ঝুন্‌ ঝুনিয়া। রব শুনি হরেকৃষ্ণ মন মোহনিয়া।। keyboard_arrow_right
  • সখি গণ কহে শুন নাগর কান
    সখি গণ কহে শুন নাগর কান। বিরচহ রাইক বেশ বনান।। সীথি রচন করি দেহ সিন্দুর। চিবুকহি মৃগমদ রচহ মধুর।। নয়নহি অঞ্জন যাবক পায়। পীন পয়োধর চিত্রহ তায়।। ঐছে বচন তব শুনইতে পাই। শেখর বেশসাজ লেই ধাই।। keyboard_arrow_right
  • সখি গো কহিল নাহ মহিমা
    সখি গো কহিল নাহ মহিমা। রসের সাগর সুন্দর নাগর সুঘরের সুঘর সীমা।। সখি গো না দেখিলে মুঞি মরি। হেন লয় মনে রূপ রাত্রদিনে অঞ্জন করিয়া পরি।। সখি গো সফল জীবন তারা। শ্যামধাম কাম কলার পসার সুখে বিলসিছে যারা।। সখি গো যার না হয় এ সুখ ভেদ। পাষাণ অধিক গণিয়ে সেজন গহিছে আগম বেদ।। সখি গো […] keyboard_arrow_right
  • সখি গৌরাঙ্গ গড়িল কে
    সখি গৌরাঙ্গ গড়িল কে? সুরধুনীতীরে নদীয়া নগরে উয়ল রসের দে।। পিরীতি পরশ অঙ্গের ঠাম ললিত লাবণ্যকলা। নদীয়া নাগরী করিতে পাগলী না জানি কোথা না ছিলা।। সোনায় বাঁধল মণির পদক উর ঝলমল করে। ও চাঁদমুখের মাধুরী হেরিতে তরুণী হিয়া না ধরে।। যৌবনতরঙ্গে রূপের বাণ পড়িয়া অঙ্গ যে ভাসে। শেখরের পহুঁ বৈভব কো কহুঁ ভুবন ভরল যশে।। keyboard_arrow_right
  • সখি চাইয়া দেখ্‌গি যদি পাছ গো তারে পথে
    সখি! চাইয়া দেখ্‌গি যদি পাছ গো তারে পথে। যায় সে গোপীমোহন বংশীবদন ধেনু নিয়া বংশী হাতে।। আমার নয়নের বালি বনমালি পায় যদি গো চন্দাবলী। রাখবে না আয় নয়নমোহন সব জ্বালার অন্ত করবে অঙ্গ মিশাই অঙ্গেতে । গলায় তার বনমালা চিকনকালা গোপীনীর সাজে। ষোলশ’ গোপীনীর মাঝে নিতি করে খেলা।। ভাব্‌ছি পাই যদি গো আমি অবলা চিকনকালা। […] keyboard_arrow_right
  • সখি জনি কহ পরলাপ
    সখি জনি কহ পরলাপ। পিয়া মঝু হিয়া জানে তাপ।। কুসুমিত যামুন কুল। তোরলুঁ মাধবি ফুল।। তহিঁ মিলল শঠরায়। হাম হেরি চলুল পলায়।।। নূপুরধ্বনি অনুসার। আওল মঞ্জীর ঝাঁকার।। আচরে ধরল হামারি। হঠ সঞে লেওলুঁ কারি।। হঠে পরিরম্ভণ দেল। হামারি অধর রস লেল।। ভুজপাশে বান্ধলুঁ লাগি। গোবিন্দদাস পহুঁ ভাগি।। keyboard_arrow_right
  • সখি তা সনে করিব লেহা
    সখি তা সনে করিব লেহা। জনমে জনমে তার রাঙ্গা পায় সোঁপিব আপন দেহা।। তারে হিয়ার উপরে ধরি। নিরুপম হাসি- মাখা মুখখানি দেখিব নয়ান ভরি।। সদা পূরাব মনের আশ। শ্রবণ ভরিয়া শুনিব সে নব অমিয়া মধুর ভাষ।। এত কহি ধৈরজ-হারা।। নরহরি পানে হেরি নিবারিতে নারয়ে আঁখির দারা।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ