• সখি তারে আনো গিয়া গো তারে আনো গিয়া
    সখি! তারে আনো গিয়া গো তারে আনো গিয়া যে সাপে মারিয়াছে কামড় সে দেউক ঝারিয়া নৈলে বিষ যাইবে কি ছাড়িয়া। গিয়াছিলাম যমুনাতে জল আনিতে কপাল দোষে কাল সাপে মাইল কামড় পাইয়া পথে ওগো ঝারিতে না নামে বিষ চলে উজাইয়া আমি উঠমু কি বাঁচিয়া। বিষের দায়ে প্রাণ যায়, বুকেতে কালিয়ার রূপ আমি ঠেকিয়াছি কি ভীষম দায় […] keyboard_arrow_right
  • সখি তুঁহু মাধব নিকট গমন করি
    সখি তুঁহু মাধব নিকট গমন করি তুরিতহিঁ এমতি করবি চতুরাই। যদবধি গগনে উদিত নহে সো-বিধু- হরি অভিসারবি সময় জানাই।। মদন দহনে তনু অবরিত দাহই পরাণক দুখ তুহুঁ জানসি চীত। ইহ তাহে নাহি জানাওবি অন্তর হাস যাহে কুলবতি পথে উপনীত।। এত শুনি দুতি চলল অবিলম্বনে আসি ভেল উপনীত কানুক পাশ। নয়ন তরঙ্গে সকল সমুঝায়ল কহে পুন […] keyboard_arrow_right
  • সখি নাগর কানাই বিনে আর জীব না রে
    সখি নাগর কানাই বিনে আর জীব না রে। ধু প্রিয়া প্রিয়া করিয়া বালিস দিলুম কোড়ে। উলটি পলটি দেখি প্রিয়া নাই মোর ঘেরে।। কলসীতে জল নাই যমুনা বহু দূর। চলিতে না পারি আমি চরণে নেপুর।। ঘরে আছে গুরুজন তার না ডরাই। মনের ভরমে মুই কানুরে হারাই। কেহ বোলে কালাকালা কেহ বোলে শ্যাম। মুসলমান কলমা পড়ে হিন্দুবোলে […] keyboard_arrow_right
  • সখি নাহি বোলহ আর
    সখি নাহি বোলহ আর। হাম ফল পায়লুঁ তার।। সহজই মতি গতি বাম। তৈছন হই পরিণাম।। যৈছে গরবে হিয়া পূর। সো অব হোয়ল চূর।। অবহুঁ না রহত পরাণ। সমুচিত কয়লহি মান।। যৈছে রহয়ে মঝু দেহ। সোই করহ অব থেহ।। তুহুঁ যদি না পুরবি আশ। কি কহব বলরাম দাস।। keyboard_arrow_right
  • সখি পরবোধি সয়নতল আনি
    সখি পরবোধি সয়নতল আনি। পির হিয় হরখি ধএল নিজ পানি।। ছুঅইত বালি মলিন ভৈ গেলি। বিধু কোর মলিন কুমুদিনি ভেলি।। নহি নহি কহই নয়ন ঝর লোর। সূতি রহলি রাহি সয়নক ওর।। আলিঙ্গএ নীবিবন্ধ বিনু ভোরি। কর কুচ পরস সেহ ভেল থোরি।। আঁচর লেই বদন পর ঝাঁপ। থির নহি হোঅই থর থর কাঁপ।। ভনই বিদ্যাপতি ধৈরজ […] keyboard_arrow_right
  • সখি মন কেন এমন হৈল
    (সখি) মন কেন এমন হৈল। মন এমন নাহি ছিল।। মনকে কে কি কর্যা দিল। কাহার সঞে বাদ ছিল।। কে বাদ সাধিয়া নিল। পিরীতে বিচ্ছেদ কৈল।। না দেখিলে ফাটে প্রাণ। দেখিলে বাড়য়ে মান।। মান ভুজঙ্গ হবে। উলটি আমারে খাবে।। রাসানন্দ কহে শুন বাণী। পুন আসি মিলব আপনি।। keyboard_arrow_right
  • সখি মুখে শুনি শ্যামনাম মুরলী এক মুরতিক
    সখি মুখে শুনি শ্যামনাম মুরলী এক মুরতিক হিয়া মাহ হোয়ল আশ। কাতর অন্তরে প্রিয়সখী মুখ হেরি গদ গদ কহতহি ভাষ।। (সজনি কি কহব কহন না যায়। অপরূপ শ্যাম নাম দুই আখর তিলে তিলে আরতি বাঢ়ায়।। মুনি-মন-মোহন মুরলী খুরলী শুনি ধৈরজ ধরন না যাতি। মনোরম গুণগণ গুণিজন গানে শুনি চিত রহল তঁহি মাতি।। বিদগধ সুন্দর কহত […] keyboard_arrow_right
  • সখি রাধা নাম কি কহিলে
    সখি রাধা নাম কি কহিলে। শুনি কান মন জুড়াইলে।। কত নাম আছয়ে গোকুলে। হেন হিয়া না করে আকুলে।। ওই নামে আছে কি মাধুরী। শ্রবণে রহল সুধা ভরি।। চিতে নিতি মূরতি বিকাশ। অমিয়া সায়রে যেন বাস।। আঁখিতে দেখিতে করে সাধ। এ যদুনন্দন মন কাঁদ।। keyboard_arrow_right
  • সখি রে বরষ বহিয়া গেল
    সখি রে, বরষ বহিয়া গেল বসন্ত আওল ফুটল মাধবী লতা। কুহু কুহু করি কোকিল কুহরে গুঞ্জয়ে ভ্রমরী যতা।। আমার মাথার কেশ সুচারু অঙ্গের বেশ পিয়া যদি মথুরা রহিল। ইহ নব যৌবন পরশ রতন ধন কাচের সমান ভেল।। কোন সে নগরে নাগর রহল নাগরী পাইয়া ভোর। কোন গুণবতী গুণেতে বেঁধেছে লুবধ ভ্রমর মোর।। যাও সহচরি মথুরামণ্ডলে […] keyboard_arrow_right
  • সখি রে মথুরামণ্ডলে পিয়া
    সখি রে, মথুরামণ্ডলে পিয়া। আসি আসি বলি পুন না আসিল কুলিশ পাষাণ হিয়া।। আসিবার আশে লিখিনু দিবসে খোয়ানু নখের ছন্দ। উঠিতে বসিতে পথ নিরখিতে দু আঁখি হইল অন্ধ।। এ ব্রজমণ্ডলে কেহ কি না বলে আসিবে কি নন্দলাল। মিছা পরিহার তেজিয়ে বিহার রহিব কতেক কাল।। চণ্ডীদাস কহে মিছা আসা আশে থাকিব কতেক দিন। যে থাকে কপালে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ