• সখি হে এ তুয়া কৈছন রীত
    সখি হে এ তুয়া কৈছন রীত। তুয়া বচনে ধনি বেচল নিজ তনু তুহুঁ পুন কহ বিপরীত।। স্বামি-বরত ছলে কাননে আনলি একলি প্রিয়-সখি মোর। নলিনি-সুকোমল দুলহ সুনায়রি ডারলি মদ-করি-কোর।। সখি সতি-বরতিনি নব-কুল-কামিনি পর-পিয়া স্বপনে না জানি। এ নব যৌবন অমুল রতন-ধন পর-করে দেয়লি আনি।। তুয়া রসে রসবতি ছোড়ল নিজপতি গুরুজন-ভীত না মানি। বলরামদাস-হিয়া অমিয়া নিসিঞ্চব চম্পকলতা-সখি-বাণী।। keyboard_arrow_right
  • সখি হে ঐ দেখ গোরা কলেবর
    সখি হে ঐ দেখ গোরা কলেবর। কত চাঁদ জিনি মুখ সুন্দর অধর।। করিবর কর জিনি বাহু সুবলনী। খঞ্জন জিনিয়া গোরার নয়ন চাহনি।। চন্দনতিলক শোভে সুচারু কপালে। আজানুলম্বিত চারু নব নব মালে।। কম্বুকণ্ঠ পীন পরিসর হিয়া মাঝে। চন্দনে শোভিত কত রত্নহার সাজে।। রামরম্ভা জিনি ঊরু অরুণ চরণ। নখমণি জিনি পূর্ণইন্দু দরপণ।। বাসু ঘোষ বোলে গোরা কোথা […] keyboard_arrow_right
  • সখি হে কথিত সময় বহি গেল
    সখি হে কথিত সময় বহি গেল সো মধু-মথন অবহু নাহি মীলল যামিনি অবশেষ ভেল।।ধ্রু।। সব সহচরি মেলি সঙ্কেত কাননে বিফলে বিছায়লু শেজ। ইহ রূপ যৌবন ভেল বিফল সব কাহে আওলু গৃহ তেজ।। না জানিয়ে করম- নিবন্ধে কি আছয়ে হম অবলা কুল-নারি। নিশি চলি যায়ত রস লালস লোল নিজ-চিত বুঝই না পারি। কো ধনি পুণ্য পুঞ্জ-ফলে […] keyboard_arrow_right
  • সখি হে কাহে কহসি কটুভাষা
    সখি হে কাহে কহসি কটুভাষা। ঐছন বহুগুণ একদোষে নাশই এক গুণ বহুদোষনাশা।।ধ্রু।। কি করব জপতপ দান ব্রত নৈষ্ঠিক যদি করুণা নহি দীনে। সুন্দর কুল শিল ধন জন যৌবন কি করব লোচনহীনে।। গরল সহোদর গুরুপত্নীহর রাহুবমন তনু কারা। বিরহ হুতাশন বারিজনাশন একগুণ শশি উজিয়ারা।। পরসুতহীত যতন নাহি নিজসুতে কাকউচ্ছিষ্ট রসপানী। সো সব অবগুণ সগুণ এক পিক […] keyboard_arrow_right
  • সখি হে কি কহব বচন ন ফুর
    সখি হে কি কহব বচন ন ফুর। স্বপন কি পরতেক কহই না পারিয়ে কিয়ে অতি নিকট কি দূর।। তড়িত লতাতলে তিমির সম্ভায়ল আঁতরে সুরধুনি ধারা। তরল তিমির শশি সুর গরাসল চৌদিগে খসি পড়ু তারা। অম্বর খসল ধরাধর উলটল ধরণি ডগমগ ডোলে। খরতর বেগ সমীরণ সঞ্চরু চঞ্চরিগণ করু বোলে।। প্রলয় পোয়াধিজলে জনু ঝাপল ইহ নহ যুগ […] keyboard_arrow_right
  • সখি হে কি পুছসি অনুভব মোয়
    সখি হে কি পুছসি অনুভব মোয়। সোই পিরীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নৌতুন হোয়।। জনম অবধি হাম রূপ নেহারলুঁ নয়ন না তিরপিত ভেল। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলুঁ তব হিয়ে জুড়ন না গেল।। সোই মধুর বোল শ্রবণহি শুনলুঁ শ্রুতিপথে পরশ না ভেলি। কত মধু যামিনী রভসে গোঙায়লুঁ না বুঝলুঁ কৈছন কেলি।। যত বিদগধজন রস […] keyboard_arrow_right
  • সখি হে কিলয় বুঝাএব কন্তে
    সখি হে কিলয় বুঝাএব কন্তে। জনিকা জন্ম হোইত হম গেলহুঁ ঐলেহুঁ তনিকর অন্তে।। জাহি লয় গেলহুঁ সে চল আএল তৈঁ তরু রহলি ছপাঈ। সে পুনি গেল তাহি হম আনলি তৈঁ হম পরম অন্যাঈ।। জৈতহিঁ নাল কমল হম তোরলি করয় চাহ অবশেখে। কোহ কোহাএল মধুকর ধায়ল তেঁহি অধর করু দঁশে।। লেলি ভরল কুম্ভ তৈঁ উর গাসলি […] keyboard_arrow_right
  • সখি হে কে নহি জানত হৃদয়ক বেদন
    সখি হে কে নহি জানত হৃদয়ক বেদন হরি পরদেস রহই । বিরহ-দসা দুখ কাহি কহব জে তসু কহিনি কহই।। ধারা সঘন বরস ধরনীতল বিজুরি দসদিস বিন্ধই। ফিরি ফিরি উতরোল ডাক ডাহুকিনি বিরহিনি কৈসে জিবই।। জৌবন ভেল বন বিরহ হুতাসন মনমথ ভেল অধিকারি। বিদ্যাপতি কহ কতহু সে দুখ সহ বারিস নিসি আঁধিয়ারি।। keyboard_arrow_right
  • সখি হে গোরা কেন নিঠুরাই মোহে
    সখি হে গোরা কেন নিঠুরাই মোহে। জগতে করিল দয়া দিয়া সেই পদছায়া বঞ্চল এ অভাগীরে কাহে।।ধ্রু।। গৌরপ্রেমে সঁপি প্রাণ জিউ করে আনচান স্থির হৈয়া রইতে নারি ঘরে। আগে যদি জানিতাম পিরীতি না করিতাম যাচিঞা না দিতু প্রাণ পরে।। আমি ঝুরি যার তরে সে যদি না চায় ফিরে এমন পিরীতে কিবা সুখ। চাতক সলিল চাহে বজর […] keyboard_arrow_right
  • সখি হে না বোল বচন আন
    সখি হে না বোল বচন আন। ভালে ভালে হাম অলপে চিহ্নলুঁ ঐছন কুটিল কান।। কাঠ কঠিন কয়ল মোদক উপরে মাখিয়া গুড়।। কনয়াকলস বিখে পুরাইয়া উপরে দুধক পূর।। কানু সে সুজন হাম দুরজন তাকর বচনে যাই। হৃদয় মুখেতে এক সমতুল কোটিকে গুটিক পাই।। যে ফলে তেজসি সে ফুলে পূজসি সে ফুলে ধরসি বাণ।। কানুক বচন ঐছন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ