• সখীর সমাজে রাই আছিল বসিয়া
    সখীর সমাজে রাই আছিল বসিয়া। হেনকালে রাধা বলি বাজিল বাঁশিয়া ।। রাই কহে ললিতারে বলিয়ে তোমারে। শুন দেখি কোন কুঞ্জে বাঁশি ডাকে মোরে।। সুকুঞ্চিত কেশে রাই বান্ধয়ে কবরী। কুন্তলে বকুলমালা গুঞ্জরে ভ্রমরী।। হরি অভিসারে চলু বিনোদিনী রাধা। নীলবসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। চন্দনের বিন্দু বিন্দু মালা লৈয়া করে। পদ আধ চলে বলে নাগর কত দূরে ।। […] keyboard_arrow_right
  • সখীর সহিতে বেশের মন্দিরে
    সখীর সহিতে বেশের মন্দিরে পশিলা আনন্দ চিতে। ত্যজি নীলশাড়ী পীতধড়া পরি পাগ্‌ড়ী বাঁধিল মাথে।। মৃগমদে তনু মাখে সখীগণ যেমত হইল কানু। সিন্দূর ঝাঁপিয়া তিলক রচিল চূড়াটি প্রভাত ভানু।। মকর কুণ্ডল করে ঝলমল দোলয়ে রাধার কাণে। কটিতে ঘুঙ্গুর চরণে নূপুর রাখাল সাজে সখীগণে।। নব নব বালা রাখাল সাজিলা রাধার সুখের তরে। কহে পূর্ণানন্দ হয়ে প্রেমানন্দ যাইবা […] keyboard_arrow_right
  • সগর সঁসারক সারে
    সগর সঁসারক সারে। অছএ সুরত রস হমর পসারে।। ছুই জনু হলহ কহ্নাই। আরতি মান ন হলিঅ নরাই।। দুরহি রহও মোরি সেবা। পহলি পঢ়ঞোক উধারি ন দেবা।। হৃদয় হার মোর দেখী। লোভে নিকট নহি হোএব বিসেখী।। মিলত উচিত পরপাটী। মধথ মনোজ ঘরহি ঘর সাটী।। বিদ্যাপতি কহ নারী। হরি সয়ঁ কৈসন রৌক উধারী।। keyboard_arrow_right
  • সগরিও রঅনি চান্দময় হেরি
    সগরিও রঅনি চান্দময় হেরি, মনে মনে ধনি পুলকলি কত বেরি। কালি দিবসসঞো হোএত আন্ধার অপনে সু…হে করব অভিসার। সখি মঞে কী কহব হৃদয় জত বাস। অপনেহিঁ নিধি আইলি জনি পাস। একরূপ রহ জুগ বহি জাএ তেঁ গুণগৌরবে এহে উপাএ। খান্ত নিসাকর গরসঅো রাহু হো নহি দুখ বিরহী জনকাহু। বিদ্যাপতি ভন সুনু বরনারি অবসর জানি জে […] keyboard_arrow_right
  • সঘনে আলিঙ্গন করু কত ছন্দ
    সঘনে আলিঙ্গন করু কত ছন্দ। জনু ঘন দামিনী লাগল দ্বন্দ্ব।। বদনে বদন ধরু মনমথ ফন্দ। কিয়ে একুঠামে বান্ধল যুগচন্দ।। মদনমহোদধি উছল হিলোর। জনু নিধি-যুগল করত ঝকঝোর।। শ্রমজলে পূরিত দুহু ভেল এক। জনু রতিমঙ্গল জয় অভিষেক।। ঘেরি বহল কচ তিমির বিথার। জনু রণ জীতল জয় পরচার।। রাগী অধর উরজ অতি চণ্ড। না গণয়ে রদ নখ খণ্ডন […] keyboard_arrow_right
  • সঙ্কেত লাগি রজনি হম জাগরি
    সঙ্কেত লাগি রজনি হম জাগরি সহচরি-গণ করি সঙ্গ। না জানিয়ে কাহে আজু বিঘটিত হোয়ল আন-আন রস-রঙ্গ।। সজনী নিশিক অবধি বহি গেল। হরি পরিণাহ কাহ পর সাজল মোহে দেই দারুণ শেল।। গুণ-মণি গুণহি লুবধ মন বান্ধল বিপরিত-সুরত-বিলাস। উচ-কুচ-কুঞ্চক বান্ধি হিয়া ঝাঁপল দেই বাহু-যুগ-পাশ।। দূতিক হাতে পাঁতি লিখি পঠায়লি কিশলয় কাজর-লোরে। গোবিন্দদাস পহু অবহু না আওল কি […] keyboard_arrow_right
  • সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি
    সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি। কহিব সকল কথা জাগিব রজনী।। আপনি কহিব আমি আপন বসত। গৃহ মাঝে লোক লাজে গোঁয়াইব কত।। নিশি দিশি মনে মোর উঠে যত খানি। না দেখিলে যত হএ বুঝহ আপনি।। কুহু নিশি সময়ে পাইলাম তোমার লাগ। প্রকাশিব মনে মোর যত অনুরাগ।। বিরলে পাইলুঁ তোমা ছাড়িব কেমনে। লুকাঞা রাখিব তোমা যৌবনের বনে।। […] keyboard_arrow_right
  • সঙ্কেত-কাননে করি ফুল-শেজ
    সঙ্কেত-কাননে করি ফুল-শেজ। কানুক পাশে আপন সখি ভেজ।। তবহুঁ যো তাকর গমন-বিলম্ব। নিরখি কপোল করহি অবলম্ব।। চিত মাহা চিন্তা উপজল বহুধা। বাণী হরল মুখ ভৈগেল তবধা।। শত ডাকে উত্তর না দেয়ত রাই। চন্দ্রশেখর তাহে কহত বুঝাই।। keyboard_arrow_right
  • সঙ্কেত-কাননে যাই
    সঙ্কেত-কাননে যাই। শেজ বিছায়ল রাই।। শ্যাম-মন-মোহন-সাধা। বেশ বনায়ত রাধা।।ধ্রু।। চাঁচর চিকুর সঙারি। বেণি বনায়ল গোরি।। সীথঁহি সিন্দুর দেল। তিমিরে অরুণ উগি গেল।। সুললিত কুচ-যুগ মাঝে। মৃগমদ-পত্র বিরাজে।। অঞ্জনে নয়ন উজোর। শ্রুতি মণি-কুণ্ডল দোল।। নাসা-শিখরে সুভাতি। কনয়া-ঘটিত গজ-মোতি।। চিবুকহি মৃগমদ-বিন্দু। ঝলমল আনন-ইন্দু।। জগ-মন-মোহিনি বেশে। বৈঠলি কুঞ্জ-আবাসে।। চন্দ্রশেখর অনুমান। আজু ত মোহরি কান।। keyboard_arrow_right
  • সঙ্কেত-কাননে শেজ বিছাইয়া
    সঙ্কেত-কাননে শেজ বিছাইয়া কিসের লাগিয়া কান্দ। আমার বচন শুনি এক ক্ষণ হৃদয়ে ধৈরজ বান্ধ।। রাধে কর-যোড় করি তোরে। বিকলা হইলে কি হয় কিঞ্চিৎ সময় রহিবে ধীরে।।ধ্রু।। আসিবার কাল হইল আসিঞা এখনি আসিবে কানু। শ্রবণ পাতিঞা বসিঞা থাকহ এখনি শুনিবে বেণু।। সুমঙ্গল-কাজে কাকু না উচিত এ বুদ্ধি শিখিলি কোথা। শেখর চন্দ্রমা কহে কর ক্ষেমা বদন হইল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ