• সোঙরি পূরুব লীলা ত্রিভঙ্গ হইয়া
    সোঙরি পূরুব লীলা ত্রিভঙ্গ হইয়া। মোহন মুরলী গোরা অধরে লইয়া।। মুরলীর রন্ধ্রে ফুঁক দিল গোরাচাঁন্দে। অঙ্গুলি নাচাঞা গায় সুললিত ছান্দে।। নগরের লোক যত শুনিয়া মোহিত। সুরধুনীতীরে তরু লতা পুলকিত।। ভুবনমোহন গোরা মুরলীর সুরে। বাসুদেব ঘোষ ইথে কি বলিতে পারে।। keyboard_arrow_right
  • সোঙরি বৃন্দাবন নিধুবন কানন
    সোঙরি বৃন্দাবন নিধুবন কানন নাগর করল পয়ান। কাঁহা মোর রাই রাই করি ফুকরই শুনি ধনি পায়ল পরাণ।। নিকটে আসি তব রসিক শিরোমণি দরশ পরশ রস আশে। ক্ষিতিতলে পড়ি রহু কাঞ্চন পুতলি খসি পড়ল পীতবাসে।। তৈখনে নাগর কোরে আগোরল নয়নে গলয়ে ঘন লোর। গোবিন্দদাস কহ অপরূপ কি হেরিয়ে নাগর রাই করু কোর।। keyboard_arrow_right
  • সোঙরো নব গৌরচন্দ্র
    সোঙরো নব গৌরচন্দ্র নাগর বনয়ারি। নদীয়া ইন্দু করুণাসিন্ধু ভকতবৎসলকারী।।ধ্রু।। বদনচন্দ অধর রঙ্গ নয়নে গলত প্রেম-তরঙ্গ চন্দ্র কোটি ভানু কোটি শোভা নিছয়ারি। কুসুমশোভিত চিকুর চাঁচর ললাটে তিলক নাসিকা উজোর দশন মোতিম অমিয়া হাস দামিনি ঘনয়ারি।। মকরকুণ্ডল ঝলকে গণ্ড মণিকৌস্তুভদীপ্ত কন্ঠ অরুণ বসন করুণ বচন শোভা অতি ভারি। মাল্যচন্দন চর্চ্চিত অঙ্গ লাজে লজ্জিত কোটি অনঙ্গ অঙ্গদ বলয়া […] keyboard_arrow_right
  • সোণার নাতিনী এমন যে কেনি
    সোণার নাতিনী এমন যে কেনি হইলি বাউরি পারা। সদাই রোদন বিরস বদন না বুঝি কেমন ধারা।। যমুনা যাইতে কদম্বতলাতে দেখিয়া যে কোন জনে। যুবতী জনার ধরম নাশক বসি থাকে সেই খানে।। সে জন পড়ে তোর মনে। সতীর কুলের কলঙ্ক রাখিলি চাহিয়া তাহার পানে।। একে কুলনারী কুল আছে বৈরী তাহে বড়ুয়ার বধু। কহে চণ্ডীদাসে কুল শীল […] keyboard_arrow_right
  • সোণার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ
    সোণার নাতিনী কেন আইস যাও পুনঃ পুনঃ না বুঝি তোমার অভিপ্রায়।। সদাই কাঁদনা দেখি অঝরু ঝরয়ে আঁখি জাতি কুল সব পাছে যায়।। যমুনার জলে যাও কদমতলার পাশে চাও না জানি দেখিলা কোন জনে। শ্যামল বরণ হিরণ পিঁধন বসি থাকে যখন তখন সে জন পড়েছে বুঝি মনে।। ঘরে আসি নাহি খাও সদাই তাহারে চাও বুঝিলাম তোমার […] keyboard_arrow_right
  • সোণার পুথলি অবনী-উপরে
    সোণার পুথলি অবনী-উপরে যেন ঘন পড়ি যায়। নিশ্বাস-হুতাশে নাসার মুকুতা হেলিছে দুলিছে বায়।। তা দেখি গোপিনী মনে অনুমানি রাধা মনে আছে জিয়া। হেন মনে ছিল রাধা কি বাঁচিব এহেন বিরহ পেয়া।। “উঠ উঠ, ধনী, রাধা বিনোদিনি, এত অগেয়ান কেনে। যে দেখি তোমার চরিত বেভার পরাণ হারাবে মেনে।।” এত বলি এক মর্ম্মসখী ছিল ধরিয়া তুলিল রাধা। […] keyboard_arrow_right
  • সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি
    ”সোণার বরণখানি মলিন হইয়াছ তুমি হেলিয়া পড়েছ যেন লতা। অধর বান্ধুলী তোর নয়ান চাতক ওর মলিন হইল তার পাতা।। বরণ বসন তায় ঘামে ভিজে এক ঠায় চরণে চলিতে নার পথে। উতাপিত রেণু তায় কত না পুড়িছে পায় পশরা বাজিলে তায় মাথে।। রাখহ পশরাখানি নিকটে বৈঠহ তুমি শীতল চামর দিয়ে বা। শিরীষ কুসুম জিনি সুকোমল তনুখানি […] keyboard_arrow_right
  • সোনা বন্ধুর কি হৈল বেয়াধি
    সোনা বন্ধুর কি হৈল বেয়াধি । তাহার ঔষধ তোমরা কেহ জান যাদি।। ধু আমি তে অবলানারী কিছুত নাহি জানি। হৃদের অন্তরে আছে প্রেমের আগুনি।। ধন্বন্তরীর পাশে যাই চাহ জিজ্ঞাসিয়া। তারা নি পারিব বিষ নামাইতে ঝাড়িয়া। সৈয়দ মর্তুজা কহে শুনরে কামিনী তোমারে দংশিয়া আছে প্রেমের আগুনি।। keyboard_arrow_right
  • সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল
    সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। দেওয়ানা বানাইল মোরে, পাগল করিল।। আর না জানি কি মন্ত্র পড়িয়ে, যাদু করিল।। কিবা ক্ষেণে হইল আমার, তার সঙ্গে দেখা। অংশীদার নাইরে তার সে ত হয় একা।। রূপের ঝলক দেখিয়ে তার, আমি হইলাম ফানা। সে অবধি লাগল আমার, শ্যাম পিরীতের টানা।। হাছন রাজা হইল পাগল, লোকের হইল জানা। নাচে নাচে, […] keyboard_arrow_right
  • সোনা বন্ধু আও আও রে
    সোনা বন্ধু, আও আও রে, মুই অভাগী জানিয়া; আরে বাড়াইয়া প্রেমের পিরিত ও তুমি না যাইও ছাড়িয়া। আর না জানি পিরিতের ভাও না জানি তার কল। হায় রে কেবলমাত্র মুরশিদের দোওয়া মুই বেয়াকল।। আর পিরিতি করিলাম আমি হইয়া ছাবাল। ওরে, অল্প বয়সের পিরিতখানি ও তুমি রাখিয়ো বহাল।। আর জানিবা গোকুলের লোকে পিরিতে আছি আমি। ওরে, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ