• নন্দনন্দন সঙ্গে শোহন
    নন্দনন্দন সঙ্গে শোহন নওল গোকুল কামিনি। তপন নন্দিনি- তীরে ভালি বনি ভুবনমোহন লাবণি।। তাতা থৈয়া থৈয়া বাজে পাখোয়াজ মুখর কঙ্কণ কিঙ্কিণি। বিলসে গোবিন্দ প্রেম আনন্দ সঙে নব নব রঙ্গিনি।। চারু চিত্রিত দুহুঁক অম্বর পবনে অঞ্চল দোলনি। দুহুঁ কলেবর ভরল শ্রমজল মোতি মরকত হেম মণি।। উরহিঁ লোলনি বাজত কিঙ্কিণি নূপুর অনুসঙ্গিয়া। গীম দোলনি নয়ন নাচনি সঙ্গে […] keyboard_arrow_right
  • নব অনুরাগে মিলল দুহুঁ কুঞ্জে
    নব অনুরাগে মিলল দুহুঁ কুঞ্জে। আবেশে কহয়ে ধনি রস পরিপুঞ্জে।। বন্ধু হে কি বলিব তোরে। তোমা বিনে দেখোঁ মুঞি সব আন্ধিয়ারে।।ধ্রু।। পাইয়াছি তোমারে বন্ধু না ছাড়িব আর। যে বলু সে বলু মোরে লোকে দুরাচার।। একতিল তোমা বন্ধু না দেখিলে মরি। ছাড়িয়া কেমনে যাব পরাধীন নারী।। হিয়ার মাঝারে থোব বসনে ঝাঁপিয়া। প্রেমদাস কহে রাই দড় কর […] keyboard_arrow_right
  • বাজে গিড়ি গিড়ি দিং দ্রাম্
    বাজে গিড়ি গিড়ি দিং দ্রাম্ দ্রাম দ্রিমি দ্রিমি কট্ দি দি দ্রাম্ উঘটত পটতাল মৃদঙ্গ রঙ্গ রভসমূল।।ধ্রু।। তা তা থোঙ্গি থোঙ্গি ধোঙ্গি ননন ঝিঝ্বি ননন ঝঙ্কৃত নব ঝনন ননন মনমথমন ভুল। হরষ পরশ সরস হাস নয়ন ছয়াল রতিবিলাস চঞ্চল পটঅঞ্চল মণি কুন্তলতেঁ ফূল।। তারকমণিহারক শশি তাহে ফুলমাল রভসে উলসি পুঞ্জ পুঞ্জ মঞ্জুল অতি গুঞ্জলি অলিকুল। […] keyboard_arrow_right
  • বিধির বিধানে হাম আনল ভেজাই
    বিধির বিধানে হাম আনল ভেজাই। যদি সে পরাণবঁধু তার লাগি পাই।। গুরু দুরুজন যত বঁধুরে দ্বেষ করে। সন্ধ্যাকালে সন্ধ্যামুনি তার বুকে পড়ে।। আপন দোষ না দেখিয়া পরের দোষ গায়। কালসাপিনী যেন তার বুকে খায়।। আমার বঁধুকে যে করিতে চাহে পর। এতেক যুবতী আছে গোকুল-নগরে । কেনা বঁধুকে দেখি বুক ফাটি মরে।। বাশুলী আদেশে দ্বিজ চণ্ডীদাসে […] keyboard_arrow_right
  • বিহরে শ্যাম নবিন কাম
    বিহরে শ্যাম নবিন কাম নবিন বৃন্দা বিপিন ধাম সঙ্গে নবিন নাগরিগণ নব ঋতুপতি রাতিয়া। নবিন গান নবিন তান নবিন নবিন ধরই মান নোতুন গতি নৃত্যতি অতি নবিন নবিন ভাতিয়া।। ইষত সরস মধুর ভাষ সরসে পরশে করু বিলাস রসবতি ধনি রস শিরোমণি সরস রভসে মাতিয়া। সরস কুসুম সরস সুষম সরস কাননে ভেলি ভূষণ রসে উনমত ঝঙ্কৃতি […] keyboard_arrow_right
  • মকর-রচন-ছলে রাইক উচ কুচ
    মকর-রচন-ছলে রাইক উচ কুচ- মরদন করত মুরারি। গুপত কথা-ছলে শ্রুতি-মূলে অর্পিল দশনহি গণ্ড-বিদারি।। দেখ সখি অপরূব রঙ্গ।। চাতুরি করি হরি মনরথ পূরত ধনি তাহে উলসিত-অঙ্গ।।ধ্রু।। চিবুকহি মৃগমদ বিন্দু সাজাইতে নিবিড় আলিঙ্গন দেল। ভুজযুগ বন্ধনে কানু মন মোহিনী তঁহি পুন বন্দিনী ভেল।। মাতল মনমথ উলসিত দুহুঁজন নিধুবনে পুন পরবেশ। চন্দ্রশেখর কহে দুহুঁ-তনু ঘামল পুনহুঁ মেটল সব […] keyboard_arrow_right
  • রাধা মাধব বিলসই কুঞ্জক মাঝ
    রাধা মাধব বিলসই কুঞ্জক মাঝ। তনু তনু সরস পরশ-রস পীবই কমলিনি মধুকর-রাজ।।ধ্রু।। সচকিতে নাগর কাঁপই থর থর শিথিল হোয়ল সব অঙ্গ। গদ গদ কহয়ে রাই ভেল অদরশ কবে হোয়ব তছু সঙ্গ।। সো ধনি-চাঁদ-বয়ন কিয়ে হেরব শুনব অমিয়াময় বোল। ইহ মঝু হৃদয় তাপ কিয়ে মেটব সোই করব কিয়ে কোল।। ঐছন কতহুঁ বিলাপই মাধব সহচরি দূরহি হাস। […] keyboard_arrow_right
  • রাধামাধব করয়ে বিলাস
    রাধামাধব করয়ে বিলাস। দুহুঁমুখ হেরইতে দুহুঁক উলাস।। দুহুঁক বয়নে ঝরয়ে শ্রমবারি। হেম নিলকমলে মোতিম নেহারি।। অলস অবশ দুহুঁ হেলন অঙ্গ। ঊয়ল জনু ঘন দামিনি সঙ্গ।। দুহুঁভুজ দুহুঁক অংস অবলম্ব। দুহুঁ বিলসই পুন পুন পরিরম্ভ।। তিরপিত নহত নিমিখে চিত ভীত। রায় বসন্ত কহে ঐছে পিরীত।। keyboard_arrow_right
  • লাখবাণ কাঁচা কাঞ্চন আনিয়া
    লাখবাণ কাঁচা কাঞ্চন আনিয়া মিলিয়া বিজুরি-সমূহে। বিহি অতি বিদগধ অমিয়ার সাচে ভরি নিরমিল গৌর-সুদেহে। সজনী ইহ অপরূপ গোরা রাজে। রসময়-জলধি মাঝে নিতি মাজল সাজল লাবণি সাজে।। কোটি কোটি কিয়ে শরদ-সুধাকর নিরমঞ্ছল মুখ-চাঁদে। জগমন মথন সঘন রতি-নায়ক নাগরী হেরি হেরি কান্দে।। ঝলমল অঙ্গ-কিরণ মণি-দরপণ দীপ-দিপতি জিনি শোভা অতয়ে সে নিতি গোবিন্দ দাস মনে লাগল লোচন লোভা।। keyboard_arrow_right
  • লাখবাণ কাঁচা হেম জিতি দ্যূতিপুঞ্জ আনি
    লাখবাণ কাঁচা হেম জিতি দ্যূতিপুঞ্জ আনি মিলাইয়া বিজুরির রেহে। বিহি অতি বিদগধ অমিয়ার সাচে ভরি নিরমিলা গৌর সুদেহে।। সজনী ইহ অপরূপ গোরা রাজে। রসময়জলধি মাঝে নিতি মাজল সাজাওল লাবণি সাজে।।ধ্রু।। কোটি কোটি কিয়ে শরদসুধাকর নিরমঞ্ছল সুখ-ছাঁদে। জগমনমথন সঘনে রতিনায়ক নাগর হেরি হেরি কান্দে।। ঝলমল অঙ্গ- কিরণ মণিদরপণ দীপদিপতি করু শোভা। অতয়ে সে নিতি নিতি গোবিন্দদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ