• শীতল সমীর বহত অতি মৃদুতর
    শীতল সমীর বহত অতি মৃদুতর অলিকুল ফুলদলে চলি গেল। অণ্ডজ সবহু কবহু ঘন বোলত শচিপতি দীগ অরুণ রুচি ভেল।। সখি হে দারুণ বিহিক বিধান। এ হেন নেহ সিরজি পুন অনুচিত রজনি শেষ নিরমাণ।।ধ্রু।। দুলহ সুমীলন বিবিধ বিলাসহি দুহুঁ তনু দুহুঁ নাহি তেজে। রসভরে সো পুন অতি অবশায়িত অবহি নিধারল শেজে।। অলসক আধ ভোগ নাহি পুরণিত […] keyboard_arrow_right
  • শুন শুন শুন গোবিন্দাই
    শুন শুন শুন গোবিন্দাই। দু-জনাতে মুরলী বাজাই।। তুমি বোল তুমি আমি এক। আজু তা বুঝিব পরতেক।। ইহ বলি মুরলী লইল। এক-রন্ধ্রে দোঁহে ফুঁক দিল।। রাই বাজায় বোলে শ্যাম শ্যাম। ও মোর গুণের প্রিয়-ধাম।। শ্যাম বাজায় বোলে রাধা রাধা। ও মোর গুণের প্রিয়া রাধা।। তাহা দেখি যত সখীগণ। ঘন করে ফুল-বরিষণ।। আনন্দে তাহার কাছে কাছে। মউরা […] keyboard_arrow_right
  • শুনহ সুন্দরি কি রূপ তোর
    শুনহ সুন্দরি কি রূপ তোর। হেরিতে হরল মরম মোর।। মদন সদন বদনচান্দ। ভুরু সে মুরতি সুরতফান্দ।। অরুণ তরুণ অধরকাঁতি। নিন্দিত মোতিম দশনপাঁতি।। তীল কুসুম সুষম নাসা। শ্যাম চাঁচর চিকুর পাশা।। অমল কমল লোচন জোর। তরল করল হৃদয় মোর।। রুচির চিবুক মধুর গীম। বিবিধ শিলপ শকতি সীম।। কনক দাড়িম কুচক জোর। মুনিক মানস চতুর চোর।। ভণয়ে […] keyboard_arrow_right
  • সখি হে কথিত সময় বহি গেল
    সখি হে কথিত সময় বহি গেল সো মধু-মথন অবহু নাহি মীলল যামিনি অবশেষ ভেল।।ধ্রু।। সব সহচরি মেলি সঙ্কেত কাননে বিফলে বিছায়লু শেজ। ইহ রূপ যৌবন ভেল বিফল সব কাহে আওলু গৃহ তেজ।। না জানিয়ে করম- নিবন্ধে কি আছয়ে হম অবলা কুল-নারি। নিশি চলি যায়ত রস লালস লোল নিজ-চিত বুঝই না পারি। কো ধনি পুণ্য পুঞ্জ-ফলে […] keyboard_arrow_right
  • সরস বসন্ত সুধাকর নিরমল
    সরস বসন্ত সুধাকর নিরমল পরিমল বকুল রসাল। রসের পসার পসারল রসবতি গাহক মদনগোপাল।। বৃন্দাবনে কেলিকলানিধি কান। হাসবিলাস- মগন দিঠি মন্থর হেরি মুরছয়ে পাঁচবাণ ।।ধ্রু।। নব যুবরাজ পরশি তরল মণি পূছই মূলকি বাত। তরল-নয়ানি হাসি মুখ মোড়ই ঠেলই হাতহিঁ হাত।। দুহুঁ রসে ভোর ওর নাহি পায়ই রস চাখই মদন দালাল। দাস অনন্ত কহ ইহ রসকৌতুক দ্বিজকুল […] keyboard_arrow_right
  • হরি কোরে হরিণী সোঁপি সব রঙ্গিণী
    হরি কোরে হরিণী সোঁপি সব রঙ্গিণী চললহি আনহু ঠামে। অবসরে ধনিরক ধরল নব নাগর মিনতি করয়ে অনুপামে।। হরিণি নয়নি ধনি রামা। কানুক পরশনে সরস সম্ভাষণে মিটল লাজকি ধামা।। সুখদ শেজপর রাই লই নাগর বৈঠল নব রতি সাধে। প্রতিঅঙ্গ চুম্বনে রস অনুমোদনে থরহরি কাঁপয়ে রাধে।। মদন সিংহাসনে করল আরোহণ মোহন রসিক সুজান। ভর গড় তোড়ল অলপে […] keyboard_arrow_right
  • হরিণ-নয়নি তেজি নিজ মন্দির
    হরিণ-নয়নি তেজি নিজ মন্দির অবইতে সঙ্কেত ঠামা। তৈখনে চান্দ উদয় ভেল দারুণ পসারল কিরণক দামা।। মাধব তোহে কি বোলব আন। বিষম কুসুম-শরে পাঁজর জর জর ধনি জনি তেজই পরাণ।। মোতিম হার ভার হিয়ে জারই কর-কঙ্কণ ভেল ঝঙ্ক। সহচরি-কোরে ভোরি তনু মোড়ই লোরে ধরণি করু পঙ্ক।। কিশলয় শয়নে থীর নাহি বান্ধই চন্দন পবনে মুরছাই। গোবিন্দদাস কহই […] keyboard_arrow_right
  • হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ হরে
    হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ হরে। কালিয়মর্দ্দন কংসনিসূদন হরেরাম হরেরাম রাম হরে।।ধ্রু।। মৎস্য কচ্ছবর শূকর নরহরি বামন ভৃগুপতি রক্ষকুলারে। শ্রীবল বু্দ্ধ কল্কি নারায়ণ দেব জনার্দ্দন শ্রীদানবারে।। কেশব মাধব যাদব যদুপতি দৈত্যদলন দুখভঞ্জন শৌরে। গোলোকগোকুল- চন্দ্র গদাধর গরুড়ধ্বজ গজ মোচন মুরারে।। শ্রীপুরুষোত্তম পরমেশ্বর প্রভু পরমব্রহ্ম পরমেষ্টি অঘারে, দুখিত দয়া কুরু দেব দেবকি-সুভ দুর্ম্মতি পরমানন্দ পরিহারে।। keyboard_arrow_right
  • হের দেখসিয়া মু মলুঁ হাসিয়া
    হের দেখসিয়া মু মলুঁ হাসিয়া গবাক্ষ-দুয়ারে চাই। প্রাণনাথ সনে একত্র শয়নে মানিনী হৈয়াছে রাই।। একি প্রেমের কুটিলা গতি। নহে বা কেনে দুহাঁর মিলনে কলহ উপজে নিতি।।ধ্রু।। আপনার নখ- পদ পরতেখ হেরিয়া নাগর উরে। কানু পিঠ করি বসিলা সু্ন্দরী নাগর কাঁপিছে ডরে।। কত পরকারে অনুনয় করে অধিন হইয়া হরি। শশি বলে মান হব সমাধান কেমন উপায় […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ