• হেলায় হারাইলাম বনমালী পাইয়া স্বপনেরে নাথ
    হেলায় হারাইলাম বনমালী পাইয়া স্বপনেরে নাথ।। ধু শিঙ্গা বাজে বেণু বাজে আর বাজে করতালি। মথুরা নগরে বাজে আনন্দ ধামালী।। মথুরাঘাটে গেলাম হাতে স্বর্ণঝারি। ভরমে হারাইয়া আইলাম হাতে কুম্ভবারি।। সৈয়দ মর্তুজা কহে ওহে বনমালি। পালিয়া পুষিয়া যৌবন; কারে দিমু ডালি।। keyboard_arrow_right
  • হোলির প্রকার যৈছে করে তৈছে লীলা
    হোলির প্রকার যৈছে করে তৈছে লীলা। বহু গন্ধচূর্ণ বস্ত্রঅঞ্চলে বান্ধিলা।। কিঙ্কিণী শৃঙ্খল দিয়া করিলা বন্ধন। আরম্ভ করিলা গীত কামউদ্দীপন।। সভে গন্ধ চূর্ণ দেই কৃষ্ণের উপরে। পুষ্পের কন্দুক লইয়া কেহ কেহ ডারে।। মণিময় পিচকারি ধরি সখীগণে। পুষ্প গন্ধজলে তাহা করিয়া পূরণে।। সভে মেলি সিঞ্চয়ে গোবিন্দ কলেবর। সুবল মঙ্গল মধু কৃষ্ণসহচর।। খেলিতে খেলিতে সভে হইলা বিভোল। কহয়ে […] keyboard_arrow_right
  • হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে
    হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে। তড়িত জড়িত যৈছে নব জলধরে।। শ্যামচান্দের উপরে ধবল চান্দের কলা। তাহার উপরে শোভে তিমিরে মালা।। তাহার উপরে কিবা ইন্দ্রধনু সাজে। এমন অদ্ভুত রূপ কেবা দেখিয়াছে ।। ইন্দ্রধনু জিনিয়া সে ভুরু-ধনু-ছটা। গোবিন্দদাসের মন করে লটপটা।। keyboard_arrow_right
  • হোর দেখ নব নব গৌরাঙ্গ-মাধুরি
    হোর দেখ নব নব গৌরাঙ্গ-মাধুরি রূপে জিতল কোটি কাম। অঙ্গহি অঙ্গ ঘামকুল সঞ্চরু যৈছন মোতিম-দাম।। নয়নহি নির বহ কম্পই থির নহ হাসি কহত মৃদু বাত। কো জানে কি ক্ষণে ঘর সঞে আয়লুঁ ঠেকি গেলুঁ শ্যামর হাত।। বেশক উচিত দান কতু না শুনিয়ে কাহাঁ শিখলি অবিচার। বুঝি দেখি নিরজন বন সে গোবর্দ্ধন লূটবি তুহুঁ বাটপার।। সো […] keyboard_arrow_right
  • হোর দেখ না ঝুলন রঙ্গ
    হোর দেখ না ঝুলন রঙ্গ। মন্দ বেগেতে দোলিতে দোলিতে অলস দুহুঁক অঙ্গ।। ইষত মুদিত আধ উদিত দুহুঁ ঢুলু ঢুলু আঁখি। আধ বিকসিত কমলে যৈছন মিলল ভ্রমর পাখী।। জৃম্ভা উদগতি সৌরভে উমতি অলিকুল তহিঁ আসি। হেরি মুখ ভ্রম ভেল নীল হেম কমল বিমল শশী।। হিন্দোলা উপরি সুগীত-মাধুরী ঊর্দ্ধ্বপথ আচ্ছাদিয়া। ঝুলনার ঝোঁকে অলি ঝাঁকে ঝাঁকে সুস্বরে ফিরে […] keyboard_arrow_right
  • হোরি হো রঙ্গে মাতি
    হোরি হো রঙ্গে মাতি। আবিরে অরুণ গোরি শ্যামরকাঁতি।। ধ্রু।। নিপততি যন্ত্রে সুরঙ্গিম কুঙ্কুম চূয়া চন্দন কেশর সাথী। চৌদিগে আবির উড়ায়ত ব্রজ-বধূ অরুণ তিমির কিয়ে ভেল দিন রাতি।। বীণ উপাঙ্গ মুরজ সরমণ্ডল ডম্ফ রবাব বাওয়ে কত ভাতি। কোই মাউর সুরট কোই সারঙ্গি কোই বসন্ত গাওয়ে সরজাতি।। নাচত মৌর শোর ঘন কোকিল রোল বোলে মত মধুকর পাতিঁ। […] keyboard_arrow_right
  • হোলি খেলত গৌরকিশোর
    হোলি খেলত গৌরকিশোর। রসবতী নারী গদাধর কোর।। স্বেদবিন্দু মুখে পুলক শরীর। ভাবভরে গলতহি নয়নে নীর।। ব্রজরস গাওত নরহরি সঙ্গে। মুকুন্দ মুরারি বাসু নাচত রঙ্গে।। খেনে খেনে মূরছই পণ্ডিত কোর।। হেরইতে সহচর ভাবে ভেল ভোর।। নিকুঞ্জমন্দিরে পহুঁ কয়ল বিথার। ভূমে পড়ি কহে কাঁহা মুরলী হামার।। কাঁহা গোবর্দ্ধন যমুনাক কূল। কাঁহা মালতী যূথী চম্পক ফুল।। শিবানন্দ কহে […] keyboard_arrow_right
  • হ্যাদে গো মালিনী সই চল দেখি যাই
    হ্যাদে গো মালিনী সই চল দেখি যাই। নিমাই অদ্বৈতের ঘরে কহিল নিতাই।। সে চাঁচর কেশহীন কেমনে দেখিব। না যাব অদ্বৈতের ঘরে গঙ্গায় পশিব।। এত বলি শচী মাতা কাতর হইয়া। শান্তিপুর মুখে ধায় নিমাই বলিয়া।। ধাইল সকল লোক গৌরাঙ্গ দেখিতে। বাসুদেব সঙ্গে যায় কান্দিতে কান্দিতে।। keyboard_arrow_right
  • 1
  • 33
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ