• লোচনহি শ্যামর বচনহি শ্যামর
    লোচনহি শ্যামর বচনহি শ্যামর শ্যামর চারু নিচোল। শ্যামর হার হৃদয়ে মণি শ্যামর শ্যামর সখি করু কোর।। মাধব ইথে জনি বোলবি আন। অচপল কুলবতি- মতি উমতায়লি কিয়ে তুহুঁ মোহিনি জান।।ধ্রু।। মরমহি শ্যামর পরিজন পামর ঝামর মুখঅরবিন্দ। ঝরঝর লোরহি লোলিত কাজর বিগলিত লোচননিন্দ।। মনমথ সাগর রজনি উজাগর নাগর তুহুঁ কিয়ে তোর। গোবিন্দদাসিয়া কতহুঁ আশোয়াসব মিলবহুঁ নন্দকিশোর।। keyboard_arrow_right
  • শুন শুন আরে সখি আজুক রঙ্গ
    শুন শুন আরে সখি আজুক রঙ্গ। রজনি গোঙায়লু সুপরুখ সঙ্গ।। মদনমনোহর সুন্দর বেশ। মন্দিরে মোর কয়ল পরবেশ।। পাণি পাণি গহি বসাওল পাশ। শশি কুমুদিনি জনু উপজল হাস।। কাঁচুলি ফাড়ি কুচকুম্ভ বিদার। নিবিবন্ধ ফুগইতে টূটল হার।। করে কর জোড়ি আলিঙ্গন দেল। জ্ঞান কহে দারিদদুখ দূরে গেল।। keyboard_arrow_right
  • সখি তা সনে করিব লেহা
    সখি তা সনে করিব লেহা। জনমে জনমে তার রাঙ্গা পায় সোঁপিব আপন দেহা।। তারে হিয়ার উপরে ধরি। নিরুপম হাসি- মাখা মুখখানি দেখিব নয়ান ভরি।। সদা পূরাব মনের আশ। শ্রবণ ভরিয়া শুনিব সে নব অমিয়া মধুর ভাষ।। এত কহি ধৈরজ-হারা।। নরহরি পানে হেরি নিবারিতে নারয়ে আঁখির দারা।। keyboard_arrow_right
  • সখিগণে দুহুঁ লেই কুঞ্জহি গেল
    সখিগণে দুহুঁ লেই কুঞ্জহি গেল। কত রস কৌতুক তহি ভৈ গেল।। অতনু যাগ তব রচইতে কান। কুন্দলতায়ে করু পুরোহিত ভান।। যাগভূমি ভেল শশিমুখিদেহ। পুরোহিত করি তব মন্ত্র কথেহ।। রাইক উরজ পরশ করু কান। নমো গণেশায় কহ মন্ত্র বিধান।। গণ্ডহিঁ গণ্ড পরশ পুনবার। নমো দিনমণি করু মন্ত্র উচ্চার।। কুচ নীবিবন্ধ বদন তিন ঠাঞি। শিব শিব মহিষি […] keyboard_arrow_right
  • সবহুঁ আপন ভবনে গেল
    সবহুঁ আপন ভবনে গেল। সুবদনি-চিতে চমক ভেল।। নাসা পরশি রহল ধন্দ। ইষত হাসয়ে বয়ন-চন্দ।। সখি হে অপরূপ বর-কান। কাঁহা গেও মঝু সে হেন মান।। যে কিছু কয়ল রসিক-রাজ। কহিতে অবহুঁ বাসিয়ে লাজ।। বিদ্যাপতি কহে ঐছন কান। দাস গোবিন্দ ও রস ভান।। keyboard_arrow_right
  • সুন্দরি ! তুহুঁ বড়ি হৃদয় পাষাণ
    সুন্দরি ! তুহুঁ বড়ি হৃদয় পাষাণ। তুয়া লাগি মদন- শরানলে পীড়িত জীবইতে সংশয় কান।। বৈঠই তরুদলে পন্থ নেহারই নয়নে গলয়ে ঘন লোর। রাই রাই করি সঘনে জপয়ে হরি তুয়া ভাবে তরু দেই কোর।। শীতল নলিনীদল তাহে মলয়ানিল আগোরে লেপই শ্যাম অঙ্গ। চমকি চমকি হরি উঠতহি কত বেরি দাহত মদন তরঙ্গ।। চলহ বিপিনে ধনী রমণীর শিরোমণি […] keyboard_arrow_right
  • হাম মরইতে তুহুঁ মরইতে চাহ
    হাম মরইতে তুহুঁ মরইতে চাহ। অনুখন মঝু হিয়া তুষ-দহ দাহ।। এ সখি কীয়ে করব পরকার। সোঙারিতে নিকসয়ে জিবন হামার।। হামার বচন-রূঢ়-কন্টক জারি। বিদগধ নাহ গেও মুঝে ছাড়ি।। মুঞি অতি পাপিনি কলহে বিরাজ। জানি মোহে তেজল নাগর-রাজ।। দারুণ প্রাণ রহ কন্ঠহি লাগি। বুঝলুঁ এহ মঝু করম অভাগি।। গৌরদাস কহ না কর সন্দেহ। তুয়া প্রেমে মীলব রসময়-দেহ।। keyboard_arrow_right
  • হামারি বচন শুন রাই
    হামারি বচন শুন রাই। দূরহিঁ তাক পরশ বিনে অব তুহুঁ মন্দিরে ভয় অবগাই।। বিদগধ রসিক শিরোমণি নাগর দরশে বুঝবি ব্যবহার। ঐছন সংশয় আর তুহুঁ না করবি শুভক্ষণে কর অভিসার।। ঐছন বচন শুনিয়া ধনী মুগধিনি নিজ প্রিয় সহচরি মেলি। বেশ বনাই কত যে মনে সংশয় কালিন্দি তীরহিঁ গেলি।। অপরূপ কুঞ্জ- কুটিরে নব নাগর পথ হেরি আকুল […] keyboard_arrow_right
  • 1
  • 6
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ