• ধন্য গোকুল ধন্য মথুরা
    ধন্য গোকুল ধন্য মথুরা ধন্য যদু-কুল-অবতরী। ধন্য যমুনা-নীর শীতল গোয়াল-বাল-সখাবলী।। মথুরামে কেশোরায় বিরাজে গোকুলে বালমুকুন্দজী। শ্রীবৃন্দাবনমে মদনমোহন গোপীনাথ গোবিন্দজী।। নন্দ-নন্দন জগত-বন্দন শ্রীবৃষভানু-নন্দিনী। আগম যাকো পার না পাওয়ে সুর-মুনিগণ বন্দিনী।। নয়ন যুগল কিশোর মোহন দুলহ দুলহিনী ভাঙনী। ভক্ত-জন-মন-হারি লাবণি তিন লোকে যশো গাওনি।। রামকৃষ্ণ গোবিন্দ মাধব বাসুদেব সুলোচনং। ভক্তি আপনা দেহি মাধো লেহি এ ভব-তারণং।। keyboard_arrow_right
  • নন্দ-নন্দন নীকে নাগর
    নন্দ-নন্দন নীকে নাগর নবিন-ঘন-রস-মেহ। নীল-উতপল- নবিন-নীরদ- নিন্দি নিরুপম দেহ।। নিরখি সো রূপ ঠাম। নলিনি-নায়ক- নন্দিনী-তট নটত জনু নব কাম।।ধ্রু।। নূতন-নীপ-নি- কেত নিকটহি নিয়ত করতহিঁ নাট। নবিন নায়রি নগর না রহ নিয়ড়ে নিরন্তর হাট।। নয়ন-নাচনে নিজহিঁ নবরাগ করায়ে যো নিতি নীত। নিজক পদ-তলে নীত বান্ধউ এ রাধামোহন-চীত।। keyboard_arrow_right
  • নাগর অতি বেগে দোলা ঝুলায়
    নাগর অতি বেগে দোলা ঝুলায়। অথির রাই সখি নিষেধয়ে তায়।। ধনি বিগলিতবেণী। শিথিল রাই কুচকঞ্চুক উঢ়নী।। মণিঅভরণ খসই। উড়য়ে বসন হেরি নাগর হসই।। শ্রমজলে তনু ভরই। কনয়াকমল কিয়ে মকরন্দ ঝরই।। এ অতি অপরূপ শোভা। এ উদ্ধবদাস ভণ কানুমনলোভা।। keyboard_arrow_right
  • নায়্যা হে এখন লইয়া চল পার
    নায়্যা হে এখন লইয়া চল পার। পূরিল তোমার আশা কি আর বিচার।। অকলঙ্ক কূলে মোর কলঙ্ক রাখিলে। এখন কিবা মনে আছে না বোলহ ছলে।। নায়্যা হৈয়া চূড়া বান্ধ ময়ূরের পাখে। ইথে কি গরব কর কুলবধূ সাথে।। পারে নাও নূতন ন্যায়া না কর বেয়াজ। জ্ঞানদাস কহে নায়্যা বড় রসরাজ।। keyboard_arrow_right
  • নৃপতি-সুখ বাঞ্ছ যদি
    নৃপতি-সুখ বাঞ্ছ যদি ব্রজে কি মন মানে না। গোপ-কুলে বসতি কেবা নন্দ ঘোষে জানে না।। রাইকে ছাড়ি রহলি ভুলি তাও কি মনে নিল না। তারে হরি চাহসি যদি কুবুজা সঞে মিল না।। জননি হেরি আয়বি ফিরি সবহুঁ রহ দূরে। গোপি প্রতি না কর কিছু শশিশেখরে ঝুরে।। keyboard_arrow_right
  • প্রাণপিয়া দুখ শুনিঞা শশিমুখি
    প্রাণপিয়া দুখ শুনিঞা শশিমুখি পছুই গদগদ বোল। অমল কুবলয়- নয়ন যুগলহি গলয়ে ঝরঝর লোর।। বেশ পসাহন সবহু বিছুরল চললি পরিহরি মান। তেজল কুলভয় ধৈরজ গৌরব মনহি জাগল কান।। পীন পয়োধর জঘন গুরুতর ভারে গতি অতি মন্দ। আরতি অন্তর পন্থ দুরতর বিহিক বিরচন নিন্দ।। গঢ়ল মনরথে চঢ়ল সুন্দরি বিঘিনি বিপদ না মান। মিলল ভামিনি কুঞ্জ ধামিনি […] keyboard_arrow_right
  • বৃষভানুকুমারি নন্দকুমার
    বৃষভানুকুমারি নন্দকুমার। হোরিক রঙ্গে অঙ্গে অরুণাম্বর মন আনন্দ অপার।। নিরখত বয়ন নয়ন পিচকারিত প্রেমগুলাব মনহি মন লাগ। দুহুঁ অঙ্গপরিমল চুয়া চন্দন ফাগু- রঙ্গ তহিঁ নব অনুরাগ।। খেলত তনু মন জোরি ভোরি দুহুঁ কতয়ে ভঙ্গি রস-ভাতি। তনু তনু সরস পরশে মন মাতল দুহুঁ পর দুহুঁ পড়ু মাতি।। ব্রজবনিতা যত রীঝি রিঝায়ত রসগারি মৃদু ভাষ। শ্রমজলকলেবর হেরিয়া […] keyboard_arrow_right
  • মাহ শাঙন বরিখে ঘন ঘন
    মাহ শাঙন বরিখে ঘন ঘন দুহুঁ ঝুলে কুঞ্জক মাঝ। বনি ফুলমালা রচিত দোলা গোরী নটবর রাজ।। গগনে গরজনি দমকে দামিনি গাওয়ে বহুবিধ তান। রবাব মুরজ কাচ্ছপী রাব করহিঁ ধরু তাল মান।। সঙ্গে সঙ্গিনী সবহুঁ রঙ্গিণী গান-পণ্ডিত শূর। কৌ কানাড়া কেদার কৌড়া রঙ্গসায়রে বূর।। জনু মেঘ দামিনি রূপ লাবণি ঝূলত রাধা কান। বোলত চকোর শুক সারী […] keyboard_arrow_right
  • মুদির-মরকত মধুর মূরতি
    মুদির-মরকত মধুর মূরতি মুগধ মোহন ছান্দ। মল্লি-মালতি- মালে মধুমত মধুপ মনমথ-ফান্দ।। শ্যাম-সুন্দর সুঘড়-শেখর শরদ-শশধর হাস। সঙ্গে সবয়স সুবেশ সম-রস সতত সুখময় ভাষ।। চিকণ চাঁচর চিকুর চু্ম্বিত চারু চন্দ্রক পাঁতি । চপল চমকিত চকিত চাহনি চীত চোরক ভাঁতি।। গিরিক গৈরিক গোরজ গোরচন গন্ধ-গরভিত বাস। গোপ গোপন গরিম গুণ-গান গাওয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • মেঘ-যামিনি চলল কামিনি
    মেঘ-যামিনি চলল কামিনি পহিরি নীল নিচোল রে। সঙ্গে নায়ক কুসুম-সায়ক ছোড়ি মঞ্জির লোল রে।। গুরুয়া কুচভরে চলিতে উলট পদ পীন জঘনক ভার রে। হেরি দামিনি ফটিক-তরু জানি চমকি ধরু নিরধার রে।। দেখি-ফণি-মণি দীপ জলু জানি বাম কর দেই ঝাঁপি রে। জাগিয়া যুবতী সোই ফণি-পতি সঘনে তনু উঠে কাঁপি রে।। প্রাণ বল্লভ ভেটব দুলহ পূরব মনমথ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ