• সুরধুনীতীরে নব ভাণ্ডীর তলে
    সুরধুনীতীরে নব ভাণ্ডীর তলে। বসিয়াছে গোরাচাঁদ নিজগণ মেলে।। রজনী কৌমুদী আর হিম ঋতু তায়। হিমসহ পবন বহয়ে মন্দ বায়।। তাঁহি বৈঠয়ে পহুঁ ললিত শয়নে। হেরই দশ দিশ চকিত নয়নে।। আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে। বাসকসজ্জার ভাব বাসু ঘোষ কহে।। keyboard_arrow_right
  • সুরধুনীতীরে নব ভাণ্ডীরতলে
    সুরধুনীতীরে নব ভাণ্ডীরতলে। বসিয়াছে গোরাচান্দ নিজগণ মেলে।। রজনী কৌমুদী আর হিমঋতু তায়। হিম সহ পবন বহয়ে মৃদু বায়।। তাহি রচয়ে পহু ললিত শয়ান। হেরয়ে ঘন ঘন চকিত নয়ান। আপন অঙ্গের ছায়া দেখিয়া উঠয়ে। বাসকসজ্জার ভাব জ্ঞানদাস কহে।। keyboard_arrow_right
  • হিমঋতু হিমকর হিমময় বাত
    হিমঋতু হিমকর হিমময় বাত। তাহে বিরহজরে থর থর গাত।। এ হরি কত সহুঁ অবলা নারি। বিরহক বেদন সহই না পারি।। দীঘল রজনি তুরিতে না পোহায়। ছট ফট করি নিশি জাগিয়া গোঙায়।। পুরুবরভস মনে হয় উপনীত। উচস্বরে তবহি রোয়ে বিপরীত।। জীবন ধরয়ে তুয়া প্রতিআশে। তোহারি চরণে কহ উদ্ধবদাসে।। keyboard_arrow_right
  • হেথা ধনি বিনোদিনি বিরলে বসিয়া
    হেথা ধনি বিনোদিনি বিরলে বসিয়া। দক্ষিণ নয়ন নাচে থাকিয়া থাকিয়া।। ময়ূর না করে কেলী অমঙ্গল দেখি। সাত পাঁচ মনেতে ভাবয়ে বিধুমুখী।। মুখানি মলিন দূতী আইল হেনকালে। শ্যামের বারতা দূতী ধীরে ধীরে বলে।। তোমার নাগর বলি জানে সব সখী। চন্দ্রাবলীর কুঞ্জে শ্যাম শুন চন্দ্রামুখী।। বদনে বদন দিয়া আছয়ে শয়নে। সুখের অবধি নাই বলরাম ভণে।। keyboard_arrow_right
  • হেদে রে পরাণ নিলজিয়া
    হেদে রে পরাণ নিলজিয়া। ছার তনু না গেলি তেজিয়া।। গৌরাঙ্গ ছাড়িয়া গেছে মোর। আর কি গৌরব আছে তোর।। আর কি গৌরাঙ্গচাঁদে পাবে। মিছা প্রেমআশে আশে রবে।। সন্ন্যাসী হইয়া পহুঁ গেল। এ জনমের সুখ ফুরাইল।। কাঁদি বিষ্ণুপ্রিয়া কহে বাণী। বাসু কহে না রহে পরাণি।। keyboard_arrow_right
  • 1
  • 8
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ