হেথা ধনি বিনোদিনি বিরলে বসিয়া।
দক্ষিণ নয়ন নাচে থাকিয়া থাকিয়া।।
ময়ূর না করে কেলী অমঙ্গল দেখি।
সাত পাঁচ মনেতে ভাবয়ে বিধুমুখী।।
মুখানি মলিন দূতী আইল হেনকালে।
শ্যামের বারতা দূতী ধীরে ধীরে বলে।।
তোমার নাগর বলি জানে সব সখী।
চন্দ্রাবলীর কুঞ্জে শ্যাম শুন চন্দ্রামুখী।।
বদনে বদন দিয়া আছয়ে শয়নে।
সুখের অবধি নাই বলরাম ভণে।।