• যেখানে শুতিয়া ধনি রাই
    যেখানে শুতিয়া ধনি রাই। চন্দ্রাবলি তাঁহা যাই।। রাইকে হেরি অগেয়ান। নিঝরে ঝরে দুনয়ান।। কহয়ে ললিতা সঞে বাত। পুনহি আওব ব্রজনাথ।। রাই যৈছে জীবন পায়। ঐছন রচহ উপায়।। কো যদি কহে তছু ঠাম। শুনইতে আওব শ্যাম।। রাই ললাটে কর আপি। দেখয়ে ললাটে কর আপি। দেখয়ে দেহক তাপি।। তুহিন শীতল হেরি গাত। পদযুগে রাখল হাত।। বচন কহই […] keyboard_arrow_right
  • যেদিগে কানুর ঘর সেদিগে না বসি
    যেদিগে কানুর ঘর সেদিগে না বসি। সতী-সাধে সেদিগের বায়ু না পরশি।। তমুত দারুণ লোকে নানা কথা কয়। মুখের উপরে দুখ জারয়ে হৃদয়।। কাহারে কহিব দুখ কে মোর হিতাশী। পরের কথায় প্রাণ পোড়ে দিবানিশি।। শিবানন্দ কহে ধনি বুকে না হালিবে । কুবাদিনী লোকের কথায় কিবা হবে।। keyboard_arrow_right
  • যেদিন হইতে তোমার সহিতে
    যেদিন হইতে তোমার সহিতে পহিলে হয়েছে দেখা। সে সব বচন রয়েছে ঘোষণ যেমত শেলেরই রেখা।। শপথি করিয়া পীরিতি করিলে তাহা বা রাখিলে কই। কে আছে ব্যথিত কাহারে কহিব যে দুখে আমরা রই।। আপনি বলিলে আপনি কহিলে আবার এমত কর। আমরা হইলে মরিয়া যাইতাম পুরুষ বলিয়া সার।। একটি বচন করি নিবেদন শুনহে নাগর রায়। সে দিন […] keyboard_arrow_right
  • যেবা জন জানে কহিতে না পারে
    যেবা জন জানে কহিতে না পারে গুমরে গুমরে সেহ। সে আপনার গুণে তরিল আপনে তাহারে তরাবে কেহ।। শুনহ রসিক ভকত জন। জগতে জানি রাখিবে মন।। রসিক নাগরী পাইবা যথা। রসের কৌতুক বাড়াবা তথা।। রসিক যুবতী হইবে যে। রসিক পাইলে না ছাড়ে সে।। প্রকৃতি হইয়া রস না জানে। জনমিয়া সে মৈল না কেনে।। যে না জানে […] keyboard_arrow_right
  • যো চরণোদক তিন-লোক-তারণা
    যো চরণোদক তিন-লোক-তারণা। আনন্দে শিব-শির উপরে ধারণা।। কি মধুর শ্রীজাহ্নবাজীকী মহিমা। তুলন ত্রিভুবনে নাহিক উপমা।। পদনখ-চান্দকলা নিতি তরুণা। হেরইতে লোচনে উপজত তরুণা।। আর গুরুজন-মনভাব ন ভবনা। জ্ঞানদাস তছু বাহিরে রহনা। keyboard_arrow_right
  • যো তছু ডরহি রহত ঘর ভিতর
    যো তছু ডরহি রহত ঘর ভিতর তাহে নিকশত বংশী নিশান। যে গৃহ করমে নিকশে ঘর বাহির তাহে উমতায়ত নয়ন সন্ধান।। সখি কতয়ে কহিব তছু ঢঙ্গ। কুলবতী কুল বিপুল কুল নাশিতে প্রতি অঙ্গে খেলে তার অগ্নিতরঙ্গ।। যো কোই মুদি রহত শ্রুতিলোচন অলখে পৈঠয়ে তার অন্তর মাঝ। রমণী লাজ ধৈরজ মানসক গৌরব সকল হরি লেয়ত সহজ অকাজ।। […] keyboard_arrow_right
  • যো ধনি সপনে নাহ-মুখ হেরই
    যো ধনি সপনে নাহ-মুখ হেরই সো পুণবতি ব্রজ মাঝ। ধনি ধনি তাক সফল বরু জীবন দেহ গেহ তছু কাজ।। সজনি নিন্দ বৈরিণি মুঝে ভেল। যে দিন অবধি ছোড়ল ব্রজনন্দন তাকর সঙ্গহি গেল।। শয়নক সাধ বাদ করু যো বিধি সো বিপরিত মতি মন্দ। সহজে অভাগিনি মোহে পুন বঞ্চই দরশনে ও মুখচন্দ।। কৈছনে ঐছন দরশন পাইয়ে সুন্দর […] keyboard_arrow_right
  • যো মুখ জিতল কমল অতি নিরমল
    যো মুখ জিতল কমল অতি নিরমল সো অব হেরিয়ে মৈলান। যো বর অধর বিম্বুফল নিন্দন তছু রাগ হেরি আন ভান।। গৌরাঙ্গ দেখিতে ফাটে প্রাণ। বিরহক তাপে লুঠত সতত মহি নিরবধি ঝরয়ে নয়ান।। কাঞ্চন বরণ মলিন হেন হেরইতে মঝু হিয়া বিদরিয়া যায়। কহ সোই যুগতি যাহে পুন গৌরক বিরহক তাপ পলায়।। ঐছন ভাতি ভকতগণ অনুভবি করতহি […] keyboard_arrow_right
  • যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে
    যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে কে তাথে পরাণ ধরে। ভালে সে কামিনী দিবস রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। সই সে কালা কদম্বতলে। ও রূপ দেখিয়া কুলে তিলাঞ্জলি দিলুঁ যমুনার জলে।। বঞ্চিম নয়ানে ভঙ্গিম চাহনি তিলে পাসরিতে নারি। এত দিনে সখি নিচয়ে জানিলুঁ মজিল কুলের নারী।। চাঁচর চুলে সে ফুলের কাঁচনি সাজনি ময়ূর-পাখে। বলরাম বলে কোন বা […] keyboard_arrow_right
  • যো শচিনন্দন চাঁদ জিনি ঊজর
    যো শচিনন্দন চাঁদ জিনি ঊজর সুমেরু জিনিয়া বর অঙ্গ। কাম কোটি কোটি জিনি যছু লাবণি মত্ত-গজ জিনি গতি-ভঙ্গ।। সজনী কো ইহ দুখ সহ পার। সো অব অসিত- চাঁদ সম খীয়ত লোচন ঝর অনিবার।। মথুরা মথুরা বলি পুন পুন কান্দই অতিশয় দূবর ভেল।। হাস-কলা-রস দুরহিঁ সবহুঁ গেও না রহ ভকতক মেল। ইহ বড় শেল রহল মঝু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ