• যো শচিনন্দন ভুবন আনন্দন
    যো শচিনন্দন ভুবন আনন্দন করু কত সুখদ বিলাস। কৌতুক–কেলি-কলা-রসে নিগমন সতত রহত মুখে হাস।। সজনি ইহ বড় হৃদয়ক তাপ। অব সোই বিরহে বেয়াকুল-অন্তর কহতহি কতই প্রলাপ।। গদ গদ কহত কাহাঁ মঝু প্রাণনাথ ব্রজ-জন-নয়ন আনন্দ। কাহাঁ মঝু জীবন ধারণ-মহৌষধি কাহাঁ মঝু সুধারস-কন্দ।। পুন পুন ঐছন পুছত নিজ জনে রোয়ত করত বিষাদ। রাধামোহন দুখি ভকত-বচন দেখি কৃপায়ে […] keyboard_arrow_right
  • যোই নিকুঞ্জে আছয়ে ধনি রাই
    যোই নিকুঞ্জে আছয়ে ধনি রাই। তুরিতহিঁ নাগর মীলল যাই।। হেরইতে বিরহিণি চমকিত ভেল। শ্যামর ধরি নিজ কোর পর নেল।। পুলকিত সব তনু ঝর ঝর ঘাম। দুহুঁ বিবরণ কাঁপয়ে অবিরাম।। আনন্দ-লোরহিঁ সভ বহি যায়। বয়ন বয়ন দুহুঁ হিয়ায় হিয়ায়।। দুরে গেও যতহুঁ বিরহ-হুতাশ। কছু নাহি বুঝল বলরাম দাস।। keyboard_arrow_right
  • যোই নিকুঞ্জে রাই পরলাপয়ে
    যোই নিকুঞ্জে রাই পরলাপয়ে সোই নিকুঞ্জসমাজ। সুমধুর গুঞ্জনে সব মনরঞ্জনে মীলল মধুকররাজ।। রাইক চরণ নিয়ড়ে উড়ি যাওত হেরইতে বিরহিণি রাই। সখি অবলম্বনে সচকিত লোচনে বৈঠল চেতন পাই।। অলি হে না পরশ চরণ হামারি। কানু অনুরূপ বরণ গুণ যৈছন ঐছন সবহু তোহারি।।ধ্রু।। পুররঙ্গিণিকুচ- কুঙ্কুমরঞ্জিত কানুকণ্ঠে বনমাল। তাকর শেখ বদনে তুয়া লাগল জ্ঞানদাস হিয়ে শাল।। keyboard_arrow_right
  • যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া
    যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া। লইল হরের শিঙ্গা আপনি মাগিয়া।। সাজল রাখালবেশ রাধা বিনোদিনী। ললিতারে বলরাম, কানাই আপনি।। বলরামের হেলে শিঙ্গা বলে রাম কানু। মুরলী নহিলে কে ফিরাইবে ধেনু।। চণ্ডীদাস বলে–“যদি রাই বনমালী। সলিল আনিয়া পত্রে করহ মুরলী।।” keyboard_arrow_right
  • যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া
    যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া। লইল হরের শিঙ্গা আপনি মাগিয়া।। সাজল রাখাল বেশ রাধা বিনোদিনী। ললিতারে বলরাম কানাই আপনি।। বলরামের হেলে শিঙ্গা বলে রাম কানু। মুরলী নহিলে কে ফিরাইবে ধেনু।। চণ্ডীদাস বলে যদি রাই বনমালী। সলিল আনিয়া পত্রে করহ মুরলী।। keyboard_arrow_right
  • যোগোমায়া ভগবতী দেবী পৌর্ণমাসী
    যোগোমায়া ভগবতী দেবী পৌর্ণমাসী। দেখিয়া যশোদাপুত্র নন্দগৃহে আসি।। সভে সাবধান করি যশোদারে কহে। বহু পুণ্যে এ হেন বালক মিলে তোহে।। বহু আশীর্ব্বাদ কৈলা হরষিত হৈয়া। রূপ নিরখয়ে সুখে এক দিঠে চাইয়া।। এ দাস শিবাই বলে অপরূপ হেরি। দেখিয়া বালকঠাম যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • যৌবন গেল মোর রে
    যৌবন গেল মোর রে। ধু হেদে রে সজনি সই দুঃখ হৈল সার, হারাইলুম লাখের যৌবন না পাইমু আর। আবালকালে আছিলুঁ ভালো কি হৈল বাড়িয়া দিনে দিনে বাড়ে যৌবন পাঞ্জর ভেদিয়া। হাটে যাম মুই ঘাটে যাম মুই মুণ্ডে আঞ্চল দিয়া। কতকাল রাখিমু এ যৌবন লোকের বৈরী হইয়া। অভাগী খোঁয়ারী লাগি না আইল যমরা শুকনা পুষ্পের মাঝে […] keyboard_arrow_right
  • 1
  • 20
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ