কুলের বৈরি হইল মুরলী সকলি করিল নাশে। মদন-কিরাতি মধুর মূরতি ধরিতে আইল শেষে।। সই, জীবন যে নেয় বাঁশী। পীরিতির আঠা ননদিনী কাঁটা পড়সী হইল ফাঁসী ।। ধ্রু।। বৃন্দাবন-মাঝে বেড়ায় যে সাজে ধরিতে যুবতী-জনা। যমুনার কূলে কদম্বের তলে আসিয়া করিল থানা।। এক পাশ হৈয়া হাতে শান্ দিয়া দেখে যে বসিল পাখী। ধীরি ধীরি বায় ভঙ্গি করি […]
keyboard_arrow_right