• কুলের বৈরি হইল মুরলী
    কুলের বৈরি হইল মুরলী করিল সকল নাশে। মদন কিরাতি মধুর যুবতী ধরিতে আইল দেশে।। সই, জীবন মন নেয় বাঁশী। পীরিতি আটা ননদী কাঁটা আনলা হইল বাঁশী।। বৃন্দাবনমাঝে বেড়ায় সেজে ধরিতে যুবতী জনা। যমুনার কূলে গাছের তলে বসিয়া করিল থানা।। এক পাশ হৈয়া থাকি লুকাইয়া দেখে যে বসিল পাখী। ধীরি ধীরি যায় তার পানে চায় আনলা […] keyboard_arrow_right
  • কুলের বৈরি হইল মুরলী
    কুলের বৈরি হইল মুরলী সকলি করিল নাশে। মদন-কিরাতি মধুর মূরতি ধরিতে আইল শেষে।। সই, জীবন যে নেয় বাঁশী। পীরিতির আঠা ননদিনী কাঁটা পড়সী হইল ফাঁসী ।। ধ্রু।। বৃন্দাবন-মাঝে বেড়ায় যে সাজে ধরিতে যুবতী-জনা। যমুনার কূলে কদম্বের তলে আসিয়া করিল থানা।। এক পাশ হৈয়া হাতে শান্‌ দিয়া দেখে যে বসিল পাখী। ধীরি ধীরি বায় ভঙ্গি করি […] keyboard_arrow_right
  • কৃষ্ণ দু-আখর অতি মনোহর
    কৃষ্ণ দু-আখর অতি মনোহর শুনিলুঁ মধুর গান। তাথে পরমাদ চিতে উনমাদ আন না শুনয়ে কান।। এ চিত্রপটেতে নবীন মূরতি নব ঘন জিনি তনু। ইহার দরশে পরম হরিষে মগ্ন ভেল মন জনু।। এ সব শুনিয়া সখীগণ-হিয়া আনন্দ পায়ল অতি। এ যদুনন্দন দাস এই ভণে ভালে সে চিন্তিত মতি।। keyboard_arrow_right
  • কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া
    কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া আমার পিয়ার পাশে। পীরিতি গোপত না করে বেকত শুনিয়া লোকেতে হাসে।। গোপত বলিয়া কেন বা বলিলে এমত করিলে কেনে। এমত ব্যাভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে।। সই, এমতি কেনে বা হল। পরের যে নারী নিল মন হরি নিশ্চয় ছাড়িয়া গেল।।ধ্রু।। আমি অভাগিনী দিবস রজনী সোঙরি সোঙরি মরি। কুলের কলঙ্ক […] keyboard_arrow_right
  • কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া
    কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া আমার পিয়ার পাশে। গোপত পীরিতি না করে বেকতি শুনিয়া লোকেতে হাসে।। গোপত বলিয়া কেন বা বলিলে এমত করিলে কেনে। এমত ব্যাভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে।। সই, এমতি কেনে বা হল। পরের নারী মন যে হরি নিশ্চয় ছাড়িয়া গেল।। আমি অভাগিনী দিবস রজনী সোঙরি সোঙরি মরি। কুলের কলঙ্ক হইল […] keyboard_arrow_right
  • কেলি অবশেষে ও!বরনাহ
    কেলি অবশেষে ও!বরনাহ। সখি সঞে কেলি-কুণ্ডে অবগাহ।। তাহাঁ বিরচল অপরূপ জল-কেলি সখিগণ সঙ্গে নাগরি একু-মেলি।। দৌরথে যৈছে যুধত দউ বীর। তৈছন সিঞ্চিত দুহুঁক শরীর।। গোবিন্দদাস পহু কুণ্ডক বাহ। অবসরে রাই কর জল-অতিবাহ।। keyboard_arrow_right
  • কেলি-কলানিধি সব মনোরথ-সিধি
    কেলি-কলানিধি সব মনোরথ-সিধি বিহরই নবদ্বীপ ধাম। বিদগধ-শেখর সব গুণে আগর সুখময় সতত বিরাম।। হরি হরি হৃদি মাঝে বড় শেল মোর। সো শচিনন্দন হৃদয়-আনন্দন মাথুর-বিছেদে বিভোর।। গুরুতর গান গরিমগণ-সূচক নিমগন সোই তরঙ্গে। চিন্তা-সন্ততি সবহুঁ দূরে গেও আর উনমাদ বর-ভঙ্গে।। নয়নক নীর অধিক থকিত ভেল হোয়ত সো বর-মোহ। রাধামোহন ভণ যো লাগি বিহরণ মুরতিমন্ত ভেল সোহ।। keyboard_arrow_right
  • কৈছে চরণে কর-পল্লব ঠেললি
    কৈছে চরণে কর- পল্লব ঠেললি মীললি মান ভুজঙ্গে।। কবলে কবলে জিউ জরি যব যায়র তবহিঁ দেখব ইহ রঙ্গে।। মাগো কিয়ে ইহ জীদ্দ অপয়া। কো কছু বীর ধীর মহাবল পঙরি উতারব পার।।ধ্রু।। আপনক মান বহুত করি মানলি তাক মান করি ভঙ্গ। সো দুলহ নাহ উপেখি তুহুঁ অব বঞ্চবি কাহুঁক সঙ্গ।। সখিগণ বচন অলপ করি মানলি চাহসি […] keyboard_arrow_right
  • কোটি-সুধাকর নিছয়ে বদন পর
    কোটি-সুধাকর নিছয়ে বদন পর ভুরু-যুগ কামের কামান। নয়ন-তীখন শর বিখ সঞে মাখল করতহি মরমে সন্ধান।। সখি হে নিপ-মূলে অপরূপ শ্যাম। মেঘ-অঙ্কুর কিয়ে কাম কুন্দায়ল রহই ত্রিভঙ্গিম-ঠাম।।ধ্রু।। চারু-চিকুর বেড়ি চম্পক মালতি মধুকর মধু পিয়ে তায়। করি কত পরিপাটি চূড়া বান্ধিয়াছে আঁটি শিখিপুচ্ছ উড়ে মন্দ বায়।। করীশাবককর কত-যুগ-শোহনি অঙ্গদ বলয় তহি সাজ। আজানু-লম্বিত বনমাল বিরাজিত পরিসর উরে […] keyboard_arrow_right
  • কোথা গেল নন্দ ঘোষ হের দেখ আসি
    কোথা গেল নন্দ ঘোষ হের দেখ আসি। তব গৃহে উদয় হৈয়াছে কত শশী।। এতেক দিবসে জন্ম হইল সফল। মনের আনন্দে দেখ বদন কমল।। যশোদার পুত্র হৈল পড়ি গেল সাড়া। মহানন্দে ধায়্যা আল্য যত গোয়াল পাড়া।। নন্দের মন্দিরে রে গোয়াল আল্য ধায়্যা। হাতে লড়ি কান্ধে ভার নাচে থৈয়া থৈয়া।। সভে বোলে নন্দ ঘোষ বড় ভাগ্য তোর। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ