• যদি তোমার শ্যাম-রূপ লাগ্যাছে মরমে
    যদি তোমার শ্যাম-রূপ লাগ্যাছে মরমে। বিলম্ব না কর ধনি চল বৃন্দাবনে।। কালিয়া-কস্তুরী তোমার সব অঙ্গে মাখা। সব অঙ্গে দেখি তোমার শ্যাম-নাম লেখা।। বুঝিলাম তোমার মায়া শ্যাম প্রিয় লোভা। তুমি বৃন্দাবনে গেলে দোঁহ-রূপের শোভা।। এত কহি সখীগণে ধনীরে সাজাইল। যদুনাথ দাসে কহে ভালই হইল।। keyboard_arrow_right
  • যব হরি-পাণি পরশে ঘন কাঁপসি
    যব হরি-পাণি পরশে ঘন কাঁপসি ঝাঁপসি ঝাঁপল অঙ্গ। তব কিয়ে ঘনঘন মণিময় অভরণ বেশ পসায়নি রঙ্গ।। এ ধনি,অবহু না সমুঝসি কাজ। যাহা বিনু জাগরে নিদহুঁ না জীবসি তাহে কিয়ে এত ভয় লাজ।। করইতে কোরে জোরি তনু-বল্লরি নহি নহি বোলসি থোর। চুম্বন বেরি জনি মুখ মোড়বি জনু বিধু-লুবধ চকোর।। যব হোয়ে নাহ- রতন রত-আরত বারত জনি […] keyboard_arrow_right
  • যব কানু নিকটে যাই কিছু রোগি
    যব কানু নিকটে যাই কিছু বোলি। লাজে কমলমুখি রহু মুখ মোড়ি।। আরতিল নাহ বিনয় বেরি বেরি। ধনি মুখচাঁদে আধ আঁচল দেলি।। রাধা কানুক পহিল আলাপ। মনমথ মাঝে মন্ত্র করু জাপ।।ধ্রু।। বাহু পশারল গোকুলনাহ। আছইতে আশ না করে নিরবাহ।। ভূখিল মনোরথ না পূরয়ে আশ। চান্দকলা নহে তিমির বিনাশ।। ভাবে বিভোর পহুঁ লহু লহু হাস। রাই শিথিল […] keyboard_arrow_right
  • যব তুয়া নয়ন মুরলি-বিষ জারল
    যব তুয়া নয়ন মুরলি-বিষ জারল তব মনোমোহন ভেল। নিচল কলেবর পড়ল ধরণিতল পরিজনে লাগল শেল।। আন উপদেশে তোহারি নামে তৈখনে দৈবহি উপনিত কেল। সোই শবদ পুন কানে সম্ভায়ল ঐছনে চেতন ভেল।। মাধব কি কহব সো অনুরাগ। ঐছন ভাতি দেখই মোহে পুন পুন না বুঝিয়ে জাগ না জাগ।। কিয়ে জানি দশমী দশা যদি নীচয়ে ইছয়ে তুয়া […] keyboard_arrow_right
  • যব তোহে কহলুঁ বেরি বেরি
    যব তোহে কহলুঁ বেরি বেরি। রোখে রাতুল দিঠি রহু মুঝে হেরি।। পায়লি সরবস তুহুঁ করি মান। বিনি দোখে উপেখলি নাগর কান।। অমিয়-বিরিখ তুহুঁ না চিনলি রাই। পরিহরি পীযুষ পিয়লি বিখতাই।। বিহি চির-পুণ্যে পরশ আনি দেল। হেলে রতন-মণি চরণহি ঠেল।। দোসরি কহলিহ করকশ ভাষ। কৈছে মিলায়ব গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • যব ধনি কানু কয়ল তহি কোর
    যব ধনি কানু কয়ল তহি কোর। নব মেঘ দেখি জনু চাতক জোর।। রসবত রসিক-শিরোমণি রায়। মনরথ সিধি বিধি পূরল তায়।। নাগরচিতে পুন আরতি বিলাস। অনুমতি-অন্তরে ধনি মৃদু হাস।। লীলা লাবণি আনন্দ দান। রসিক-শিরোমণি আনন্দ সিনান।। দুহু রসে ভুলল দুহু করি কোর। গোবিন্দদাস হেরি আনন্দ বিভোর।। keyboard_arrow_right
  • যবধরি পেখলুঁ সো মুখ-মণ্ডল
    যবধরি পেখলুঁ সো মুখ-মণ্ডল অপরূপ নয়ন সন্ধান। তবধরি মঝু পর বরিখে কুসুম-শর দিন-রজনী নহি জান।। সখি শুন মরমক বাত। বিরহক ধূমে ছটফট অন্তর জীবনে না রহ সোয়াথ।।ধ্রু।। সভে যদি সদয় হৃদয়ে তাহে আনসি আরতি কহোঁ তছু পাশ তব মঝু তনু-মন জীবন সঞে পুন হোয়ব তাকর দাস।। যদুনন্দন কহ অব দুখ বিরমহ সব সখি হোই এক […] keyboard_arrow_right
  • যবধরি পেখলুঁ কালিন্দীতীর
    যবধরি পেখলুঁ কালিন্দীতীর। নয়নে ঝরএ কত বারি অথীর।। কাহে কহব সখি মরমক খেদ। চীতহিঁ না ভাএ কুসুমিত শেজ।। নব জলধর জিতি বরণ উজোর। হেরইতে হৃদি মাহা পৈঠল মোর।। তবধরি মনসিজ হানএ বাণ। নয়নে কাহ্ন বিনু না হেরিএ আন।। দিব্যসিংহ কাহ্ন বিনু না হেরয়ে আন। রাই কাহ্ন একতনু দুহুঁ একুঠাম।। keyboard_arrow_right
  • যমুনা যাইতে পথে রসবতী রাই
    যমুনা যাইতে পথে রসবতী রাই। দেখিয়া বিদরে হিয়া সোয়াথ না পাই।। কি বা খণে আল সোই কি দেখিনু তারে। ওরূপ লাবনি ধনি ! নয়নে পরে।। মেলিয়া দীঘল কেশ ফেলিয়া নিতম্বে। চলে বা না চলে রাই রস অবলম্বে।। তাহে মুখ মনোহর ঝলমল করে। কাম চামর করে পূর্ণ শশধরে।। তাহে অতি বিরাজিত ঘাম বিন্দু বিন্দু। মুকুতা ভূষিত […] keyboard_arrow_right
  • যমুনা যাইতে পথে রসবতী রাই
    যমুনা যাইতে পথে রসবতী রাই। দেখিয়া বিদরে হিয়া সোয়াস্ত না পাই।। কিবা খণে আলো সখি দেখিলুঁ তাহারে। সে রূপলাবণি নাচে নয়ান উপরে।। মেলিয়া দীঘল কেশ ফেলিয়া নিতম্বে। চলে বা না চলে ধনী রস অবলম্বে।। তাহে মুখ মনোহর ঝলমল করে। কাম চামর বায় পূর্ণ শশধরে।। তহি শ্রমে বিরাজয়ি ঘাম বিন্দু বিন্দু। মুকুতা-ভূষিত জনু পূণমিক ইন্দু।। ফুয়ল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ