• আসিয়া নাগর সমুখে দাঁড়াল
    আসিয়া নাগর সমুখে দাঁড়াল গলে পীতবাস লৈয়া। সে চাঁদ-বদনে ফিরি না চাহলি তু বড় কঠিন মেয়া।। সো শ্যাম নাগর জগৎদুর্ল্লভ কিসের অভাব তার। তোমা হেন কত কুলবতী সতী দাসী হইয়াছে যার।। তার চূড়া মেনে সুখেতে থাকুক তাহে ময়ূরের পাখা। তোমা হেন কত কুলবতী সতী দুয়ারে পাইবে দেখা।। অভিমানী হৈয়া মোরে না কহিয়া তেজলি আপন সুখে। […] keyboard_arrow_right
  • আসিয়া নাগর সমুখে দাঁড়াল
    আসিয়া নাগর সমুখে দাঁড়াল গলে পীতবাস লৈয়া। সে চাঁদ-বদনে ফিরি না চাহলি তু বড় কঠিন মেয়া।। সো শ্যাম নাগর জগৎ দুর্ল্লভ কিসের অভাব তার। তোমা হেন কত কুলবতী সতী দাসী হইয়াছে তার।। তার চূড়া মেনে সুখেতে থাকুক তাহে ময়ূরের পাখা। তোমা হেন কত কুলবতী সতী দুয়ারে পাইবে দেখা।। অভিমানী হৈয়া মোরে না কহিয়া তেজলি আপন […] keyboard_arrow_right
  • আস্য আস্য আস্য পরাণ সুবল
    আস্য আস্য আস্য পরাণ সুবল এ কি অপরূপ দেখা। কহ দেখি বনে আছএ কেমনে তোমার পরাণ-সখা।। যখনি হইতে শিঙ্গার সহিতে বাজিল সাজন-বেণু। বনের বিপদ পথের আপদ ভাবিতে অবশ তনু।। ঘরের বাহির মোরে অতি দূর যুবতি কুলের বালা। বিরহ আনলে জ্বলিঞা কান্দি এ করিঞা ধূমার ছলা।। কামনা করিঞা সাগরে মরিঞা হব সহচর সখা। দীনবন্ধু বলে সহচর […] keyboard_arrow_right
  • আহা মরি কোথা গেল গোরা কাঁচা সোনা
    আহা মরি কোথা গেল গোরা কাঁচা সোনা। কহিতে পরাণ কাঁদে পাসরি আপনা।। কহিতে বাণীর সনে পরাণ না গেল। কি সুখ লাগিয়া প্রাণ বাহির না হৈল।। নয়নের তারা গেল কি কাজ নয়নে। আর না হেরিব গোরার সে চাঁদ বদনে।। হাসিমুখে সুধামাখা বাণী না শুনিব। গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব।। বাসু ঘোষ কহে গোরাগুণ সোঙারিয়া। মুঞি […] keyboard_arrow_right
  • ইক্ষু রোপিণু গাছ যে হইল
    ইক্ষু রোপিণু গাছ যে হইল নিঙ্গাড়িতে রসময় । কানুর পীরিতি বাহিরে সরল অন্তরে গরল হয়।। সই, কে বলে মিঠা ইক্ষু-গুড় । পরের বচনে চাকিলুঁ বদনে খাইলু আপন মুড়।। চাকিতে চাকিতে লাগিল জিহ্বাতে পহিলে লাগিল মিঠ। মোদক আনিয়া ভিয়ান করিয়া তবে সে লাগিল সীট।। মশল্লা আনিলু আগুণে চড়ালুঁ বিছুরিলুঁ আপন ভাব। বন্ধুর পীরিতি বুঝলুঁ এমতি কলঙ্ক […] keyboard_arrow_right
  • ইক্ষু রোপিনু গাছ যে হইল
    ইক্ষু রোপিনু গাছ যে হইল নিঙ্গাড়িতে রসময়। কানুর পীরিতি বাহিরে সরল অন্তরে গরল হয়।। সই,কে বলে মিঠা ইক্ষু গুড়। পরের বচনে চাকিনু বদনে খাইনু আপন মুড়।। চাকিতে চাকিতে লাগিল জিহ্বাতে পহিলে লাগিল মিঠ। মোদক আনিয়া ভিয়ান করিয়া এবে সে লাগিল সীট।। মশল্লা আনিনু আগুনে চড়ানু বিছুরিনু আপন ভাব। কানুর পীরিতি বুঝিনু এমতি কলঙ্ক হইল লাভ।। […] keyboard_arrow_right
  • ইন্দীবর বর উদয় সহোদর
    ইন্দীবর বর উদর সহোদর মেদুর মদহর দেহ। জাম্বূনদ মদ বৃন্দবিমোহিত অম্বর বর পরিধেহ।। সজনী কো সোই নবযুবরাজ। মোহন মুরলি খুরলি রুচিরানন দহন কুলবতি লাজ।।ধ্রু।। মোতিম সার হার উর অম্বর নখতর দামক ভান। করিকরগরব কবলকর সুন্দর সুবলন বাহু সুঠান।। মদ গজরাজ লাজ গতি মন্থর জগ ভরি ভরই অনঙ্গ। যদুনন্দন ভণ সো নন্দনন্দন চন্দনশীতল অঙ্গ।। keyboard_arrow_right
  • ঈষত হাসিতে কত অমিয়া উথলে
    ঈষত হাসিতে কত অমিয়া উথলে। ধরম করম হরে আধ আধ বোলে।। রূপ দেখি কি না সে করিলুঁ। বল করি জাতি প্রাণ পর-হাতে দিলুঁ।। নানা ফুলে চাঁচর চুলে চূড়ার কাঁচনি। কত না ভঙ্গিমা দুটি নয়ান-নাচনি।। কিসের লোকের ভয় কিবা গুরু-লাজে। মধুর মুরতি সে লাগিল হিয়ার মাঝে।। ফাগু বিন্দু বিন্দু মাঝে চন্দনের চাঁদ। কহে বলরাম ওই পিরিতের […] keyboard_arrow_right
  • উঠ উঠ গোরাচাঁদ নিশি পোহাইল
    উঠ উঠ গোরাচাঁদ নিশি পোহাইল। নদীয়ার লোক সব জাগিয়া উঠিল।। কোকিলার কুহুরব সুললিত ধ্বনি। কত নিদ্রা যাও ওহে গোরা গুণমণি।। অরুণ উদয় ভেল কমল প্রকাশ। শশধর তেজল কুমুদিনী বাস।। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। কত নিদ্রা যাও গোরা প্রেমের আলসে।। keyboard_arrow_right
  • এ কথা যখন শুনিল যশোদা
    এ কথা যখন শুনিল যশোদা কহিতে লাগিল তায়। “কি বোল, কি বোল আর আর বল”– ঘন ঘন পুছে তায়।। কাঁদি কহে নন্দ– “ঘুচিল আনন্দ অক্রূর আইল নিতে। কৃষ্ণ বলরাম লইতে দু’জন এই সে কংসের চিতে।।” এ কথা শুনিয়া নন্দ-পানে চেয়ে পড়িল ধরণীতলে। “কি হল, কি হল, গোকুল-নগরে” কাঁদিয়া কাঁদিয়া বলে।। যেমন কুলিশ ভাঙ্গিয়া পড়িল তেমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ