• সই, কি কাজ এ ছার ঘরে
    সই, কি কাজ এ ছার ঘরে। শ্যাম নাম নিতে না পারি গৃহেতে তবে তারা হেদে মরে।। কুলে কুলটিনী আছে কলঙ্কিনী গোকুলে কতেক জনা। সে সব যুবতী তারা বলে কত দেখাইয়া সতীপনা।। কেবল রাধার পরিবাদ সার সে সব কুলের মণি। লোক চরচাতে মলুঁ মলুঁ মলুঁ কি ছাড় পড়সী গণি।। আমি সে হয়াছি শ্যাম-দ্বারে বাঁধা মনেতে করিয়া […] keyboard_arrow_right
  • সই, কেমনে ধরিব হিয়া
    সই, কেমনে ধরিব হিয়া। আমার বঁধুয়া আন বাড়ী যায় আমার আঙ্গিনা দিয়া।। সে বঁধু কালিয়া না চায় ফিরিয়া এমতি করিল কে। আমার অন্তর যেমন করিছে তেমতি হউক সে।। যাহার লাগিয়া সব তেয়াগিনু লোকে অপযশ কয়। সেই গুণনিধি ছাড়িয়া পীরিতি আর জানি কার হয়।। আপনা আপনি মন বুঝাইতে পরতীত নাহি হয়। পরের পরাণ হরণ করিলে কাহার […] keyboard_arrow_right
  • সই, আর কিছু কৈয় না গো
    সই, আর কিছু কৈয় না গো। আমার সকলে বজর পড়ল নন্দঘোষের পো।। কে জানে হইবে এত পরমাদ স্বপনে নাহিক জানি। তবে কি তা সনে বাড়াতাম প্রেম অখল কুলের ধনী।। শয়নে স্বপনে আন নাহি মনে সদা দেখি কালা কানু। বিরহ-বেয়াধি কত দিনে যাবে অবশ জীবন তনু।। শুন গো সজনি হেন মনে গণি গরল ভখিয়া মরি। তবে […] keyboard_arrow_right
  • সই, জানি কুদিন সুদিন ভেল
    “সই, জানি কুদিন সুদিন ভেল। মাধব মন্দিরে তুরিতে আওব কপাল কহিয়া গেল।। চিকুর ফুরিছে বসন খসিছে পুলক যৌবন-ভার। বাম অঙ্গ আঁখি সঘনে নাচিছে দুলিছে হিয়ার হার।। প্রভাত সময়ে কাক-কোলাকুলি আহার বাঁটিয়া খায়। পিয়া আসিবার নাম সুধাইতে উড়িয়া বসিল তায়।। মুখের তাম্বুল খসিয়া পড়িছে দেবের মাথার ফুল।” চণ্ডীদাস বলে– “সব সুলক্ষণ বিহি ভেল অনুকূল।।” keyboard_arrow_right
  • সই, তাহারে বলিব কি
    সই, তাহারে বলিব কি । এমতি করিয়া পীরিতি করিলে বৃথায় জীবন জী।। ধরমগণে ভয় না মানে কেবল ডাকাতি সেহ। বুঝিলাম মনে ডাকাতিয়া সনে ঘুচিল ভাল যে লেহ।। বিনি যে পরখি রূপ যে দরখি ভুলিনু পরের বোলে। পীরিতি করিয়া কলঙ্কী হইয়া ডুবিনু অগাধ জলে।। গুরুর গঞ্জন নাহি সহে মন না জানি কিসের বসে। অমিয়া ঘুচিয়া গরল […] keyboard_arrow_right
  • সই, মরিব গরল খেয়া
    সই, মরিব গরল খেয়া। কালার পীরিতি বিরহ-বেয়াধি আমারে ঘেরিল সিয়া।। কত না সহিবে অবলা-পরাণে কুবচনে ভাজা দেহ। মনের বেদনা বুঝে কোন জনা আনে কি বুঝয়ে সেহ।। হেন মনে করি বিষ খেয়া মরি দূরে যাউ যত দুখ । অখলা রমণী কুলের কামিনী সভার হউক সুখ। কত বা সহিব লোকের বচন সহিতে হইলু কালী। হেন মনে করি […] keyboard_arrow_right
  • সইলো মনোহর ললিত ত্রিভঙ্গ
    সইলো মনোহর ললিত ত্রিভঙ্গ। ও রূপ হেরিতে প্রাণ কি জানি কেমন করে মুরছই কতহুঁ অনঙ্গ ।।ধ্রু।। অগুরু কর্পূরভার মৃগমদ কেশর সৌরভে সেবিত অঙ্গ। উরে বনমাল মলয় ঘনচন্দন আবৃত অলিকুল সঙ্গ।। ও মুখ চান্দ ছান্দে হিয়া আকুল বেঢ়ি মালতী নব রঙ্গ। করে ধরি মুরলি অধর পরশাওত গাওত রস পরসঙ্গ।। রঙ্গিণি যূথ নিশি বাসর আগোরলি আরোপলি নয়ন […] keyboard_arrow_right
  • সকল রমণিগণ ছোড়ি বরনাগর
    সকল রমণিগণ ছোড়ি বরনাগর রাইক কর ধরি গেল। বনে বনে ভ্রমই কুসুমকুল তোড়ই কেশবেশ করি দেল। চলইতে রাই চরণে ভেল বেদন কান্ধে চঢ়ব মন কেল। বুঝইতে ঐছে বচন বহু-বল্লভ নিজ তনু অলখিত ভেল।। না দেখিয়া নাহ তাহিঁ ধনি রোয়ত হা প্রাণনাথ উতরোলে। ব্রজ-রমণীগণ না দেখিয়া মন-দুখে ভাসল বিরহহিলোলে।। উদ্দেশে কোই কোই বনে পরবেশিয়া হেরল রোদতি […] keyboard_arrow_right
  • সকালে গোধন লঞা গোঠে গেল বিনোদিয়া
    সকালে গোধন লঞা গোঠে গেল বিনোদিয়া দিঞা শিঙ্গা বেণুর নিসান। গুরুজনা আঙ্গিনাতে না পাল্যাম বাহির হত্যে না হেরিলাম সো চান্দ বয়ান।। সজনি কোন পথে গেল শ্যামরায়। যেমন করিছে মন প্রাণ করে উচাটন চান্দ মুখ দেখিলে জুড়ায়।। যশোমতি নন্দ ঘোষ তাহারে কি দিব দোষ গোকুলে গোধন হল্য কাল। আমাসভার জীবন গোকুলের প্রাণধন গোঠে গেল মদনগোপাল।। চল […] keyboard_arrow_right
  • সখি রে, মথুরামণ্ডলে পিয়া
    “সখি রে, মথুরামণ্ডলে পিয়া। ‘আসি আসি’-বলি পুন না আসিল কুলিশ-পাষাণ হিয়া।। আসিবার আশে লিখিনু দিবসে খোয়ানু নখের ছন্দ। উঠিতে বসিতে পথ নিরখিতে দু আঁখি হইল অন্ধ।। এ ব্রজমণ্ডলে কেহ কি না বলে আসিবে কি নন্দলাল। মিছা পরিহার তেজিয়ে বিহার রহিব কতেক কাল।।” চণ্ডীদাস কহে– “মিছা আসা-আশে থাকিব কতেক দিন। যে থাকে কপালে করি একেকালে মিটাইব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ