• হাসি বদনে আধ অঞ্চল দেল
    হাসি বদনে আধ অঞ্চল দেল। অঙ্গ মোড়ি পদ দুই তিন গেল।। পাশ উদাসল পালটি নেহারি। তহিঁ চলল মন বাহু পসারি।। আজু পেখলুঁ মুঞি বিদগধ নারী। মদন বাণ কত গেল উঘারি।।ধ্রু।। কেশ বিথারল পীঠ হিলোল। মাথ আধ পর রহল নিচোল।। পহিরণ ঝারি বান্ধল নীরিবন্ধ। তবধরি নয়নে রহল কিয়ে ধন্দ।। চাতুরি কতয়ে কয়ল মঝু আগে। জীউ রহ […] keyboard_arrow_right
  • হাসি রহল কবে বয়ান ঝাঁপাই
    হাসি রহল করে বয়ান ঝাঁপাই। মধুর সম্ভাষই মধুরিম চাই।। আন দিন শ্রবণে না দেই পরথাব। আজি আপনে ধনী কাহিনী সুধাব।। শুন শুন মাধব উলসিত অঙ্গ। কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ।।ধ্রু।। শুনইতে তৈখনে যো করু চিত। কাহে কহব কেবা যায়ে পরতীত।। এত দিনে জানল সিধি ভেল কাজ। দূরে গেল দুসহ দুগুণ মঝু লাজ।। লোচন লোর লুকায়ল গোরি। […] keyboard_arrow_right
  • হাসিঞা সুবল কহে শুন বিনোদিনি
    হাসিঞা সুবল কহে শুন বিনোদিনি। তোমারে লইঞা যাত্যে আসিঞাছি আমি।। সহচর ছাড়ি হরি তোমার লাগিঞা। অচেতনে রাধাকুণ্ডে আছএ পড়িঞা।। ধরিঞা আমার বেশ করহ পয়ান। দরশন দিঞা শ্যামের দেহ প্রাণদান।। আপনার বসন ভুষণ দেহ মোরে। ধরিঞা তোমার বেশ আমি রহি ঘরে।। দীনবন্ধু দাস বড় উলসিত হিয়া। পুরিল মনের সাধ বচন শুনিঞা।। keyboard_arrow_right
  • হিয়া মাঝারে বিরলে রাখিহ
    হিয়া মাঝারে বিরলে রাখিহ বিরল মনের কথা। মরম জানে ধরম বাখানে সে আর দ্বিগুণ ব্যথা।। যারে নাহি দেখি শয়নে স্বপনে না দেখি নয়ন-কোণে। তবু সে সজনি দিবস-রজনী সদাই পড়িছে মনে।। হাম অভাগিনী পরের অধিনী সকীলি পরের বশে। সদাই এমনি পুড়িছে পরাণী ঠেকিয়া পীরিতি-রসে।। অনুখন মন করে উচাটন না সরে মুখেতে কথা। চণ্ডীদাসের মন অরুণ নয়ন […] keyboard_arrow_right
  • হিয়ার মাঝারে যতনে রাখিব
    হিয়ার মাঝারে যতনে রাখিব বিরল মনের কথা। মরম না জানে ধরম বাখানে সে আর দ্বিগুণ ব্যথা।। যারে নাহি দেখি শয়নে স্বপনে না দেখি নয়ানকোণে। তবু সে সজনি দিবস রজনী সদাই পড়িছে মনে।। হাম অভাগিনী পরের অধিনী সকলি পরের বশে। সদাই এমনি পুড়িছে পরাণী ঠেকিয়া পিরীতি রসে।। অনুক্ষণ মন করে উচাটন মুখে নাহি সরে কথা। চণ্ডীদাসের […] keyboard_arrow_right
  • হিয়ার মাঝারে যতনে রাখিব
    হিয়ার মাঝারে যতনে রাখিব বিরল মানে কথা। মরম না জানে ধরম বাখানে সে আর দ্বিগুণ ব্যথা।। যারে নাহি দেখি শয়নে স্বপনে না দেখি নয়ন-কোণে। তবু সে সজনি দিবস রজনী সদাই পড়িছে মনে।। হাম অভাগিনী পরের অধীনী সকলি পরের বশে। সদাই এমনি পুড়িছে পরাণী ঠেকিয়া পীরিতি-রসে।। অনুখন মন করে উচাটন না সরে মুখেতে কথা। চণ্ডীদাসের মন […] keyboard_arrow_right
  • হৃদয়ক মান গোপসি তুহুঁ থোরি
    হৃদয়ক মান গোপসি তুহুঁ থোরি। বুঝলম খল-জন-বচনহি ভোরি।। কীফল মানিনি মান বাঢ়াহ। তাকর দরশ পরশ অবগাহ।। বিচারিতে দোষ-লেহ নাহি তাই। গুণ গণ ঐছন কাঁহা নাহি পাই।। গোবিন্দদাস-বচন হিয় লাই। অভিসর ইথে জনি কর বড়ুয়াই।। keyboard_arrow_right
  • হৃদয়ক মান গোপসি তহুঁ থোরি
    হৃদয়ক মান গোপসি তহুঁ থোরি। বুঝলম খলজন বচনহি ভোরি।। কী ফল মানিনি মান বাঢ়াহ। তাকর দরশ পরশ অবগাহ।।ধ্রু।। বিচারিতে দোষলেশ নাহি তাই। গুণ গণ ঐছন কাহাঁ নাহি পাই।। গোবিন্দদাসিয়া বচন হিয় লাই। অভিসর ইথে জনি কর বড়ুয়াই।। keyboard_arrow_right
  • হৃদি মাহা শ্যাম তড়িত সম দেহা
    হৃদি মাহা শ্যাম তড়িত সম দেহা। চন্দন গন্ধ জনু ঐছন নেহা।। পীতাম্বরধারী অনুখন রোই। নীলাম্বরধারী রাধাসম সোই।। গাঢ় হি গাঢ় গৌর অবতার। পুরুষ প্রকৃতি পর বুঝহি না পার।। বিলসই আপন পুরুব অভিলাষ। নীলমণি কাঞ্চন মূরতি প্রকাশ।। রায় শেখর কহ কহিল না হোয়। অরুণ চরণ পুন মাগহুঁ তোয়।। keyboard_arrow_right
  • হেদে লো পরাণ সই মরম তোমারে কই
    হেদে লো পরাণ সই মরম তোমারে কই সাঁজের বেলা গিয়াছিলাম জলে। নন্দের নন্দন কানু করে লৈয়া মোহন বেণু দাঁড়ায়্যা রয়্যাছে তরু মূলে।। না চাহিলাম তরু মূলে ভরমে নামিলাম জলে ভরি জল কলসী হিলায়্যা। শ্রবণে দংশিল বাঁশী অন্তরে রহিল পশি মর‍্যা ছিলাম মন মুরছিয়া।। একই নগরে থাকি তারে কভু নাহি দেখি সে কভু না দেখয়ে আমারে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ