• হেদে হে সুবল সখা আচম্বিতে দিল দেখা
    “হেদে হে সুবল সখা আচম্বিতে দিল দেখা চিত্রের পুতলি হেন বাসি। কিবা সে অঙ্গের ভঙ্গী কনক পুতলি রঙ্গী মন্দ মধুর কৈল হাসি।। সে কথা পড়িল মনে আমার মরমে জানে কুটিল নয়ন কর বাঁকা। দেখিতে তাহার রঙ্গ অবশ করিল অঙ্গ শুন ভাই মরমের সখা।। সে হইতে তনু মোর মদনে হইল ভোর প্রাণ মোর স্থির নাহি মানে। […] keyboard_arrow_right
  • হেনক সময় এক যে রজক
    হেনক সময় এক যে রজক লইয়া বসন করে। সে যায়ে চলিয়া রাজপথ দিয়া কংসের আরতি ধরে।। কৃষ্ণ বলরাম পুছিল কারণ– “কাহার বসন এ।” কহিছে রজক তাহার উত্তর– “তুমি সে বটহ কে ?।। তোমাকে কহিলে কিবা জানি হয়ে কংসের যোগানী আমি। তাহার বসন কাচিয়া সঘন কি আর পুছহ তুমি।।” কানাই কহেন– “উত্তম বসন দেহ পরি দুই […] keyboard_arrow_right
  • হেনক সময় এক সে রজক
    হেনক সময় এক সে রজক লইয়া বসন করে। সে যায়ে চলিয়া রাজপথ দিয়া কংসের আরতি ধরে।। কৃষ্ণ বলরাম পুছিল কারণ কাহার বসন এ। কহিছে রজক তাহার উত্তর তুমি সে বটহ কে ?।। তোমাকে কহিলে কিবা জানি হয়ে কংসের যোগানী আমি। তাহার বসন কাচিয়া সঘন কি আর পুছহ তুমি।। কানাই কহেন উত্তম বসন দেহ পরি দুই […] keyboard_arrow_right
  • হেমবরণি কনকচাঁপা
    হেমবরণি কনকচাঁপা। বিধি দিছে রূপ আঁজল মাপা।। তুহুঁ গোরি ধনি সে কাল অঙ্গ। তুহুঁ তাহে ভালে মিলব সঙ্গ।। এ নব যৌবন না করি নটো। অবিলম্বে শ্যামনাগরে ভেটো।। মিনতি করিয়া লোচন কয়। তুমি গেলে শ্যামের পরাণ রয়।। keyboard_arrow_right
  • 1
  • 63
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ