“হেদে হে সুবল সখা আচম্বিতে দিল দেখা চিত্রের পুতলি হেন বাসি। কিবা সে অঙ্গের ভঙ্গী কনক পুতলি রঙ্গী মন্দ মধুর কৈল হাসি।। সে কথা পড়িল মনে আমার মরমে জানে কুটিল নয়ন কর বাঁকা। দেখিতে তাহার রঙ্গ অবশ করিল অঙ্গ শুন ভাই মরমের সখা।। সে হইতে তনু মোর মদনে হইল ভোর প্রাণ মোর স্থির নাহি মানে। […]
keyboard_arrow_right