• রসিক নাগর বলে–শুন বিনোদিনি
    রসিক নাগর বলে–“শুন বিনোদিনি। তোমারে শিখাব বাঁশী আমি ভালে জানি।।” রাধা কহে–“কুটিল ছাড়িতে যদি পার। তবে গুণ শিখাইবে শুন বংশীধর।।” কানু বলে–“কুটিল যে জানিলে কেমনে। ধর বাঁশী,” কহে হাসি, “শিখাই যতনে ।।” রাই কহে —“বিনোদ নাগর রসময় । ভালমতে শিখিতে আমার মনে হয়।” করেতে মুরলী দিলা হাসিয়া হাসিয়া। মনের হরিষে বাঁশী শিখায় রসিয়া।। কানু কহে […] keyboard_arrow_right
  • রসিক নাগর বিরহে কাতর
    রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণীতলে। মরম জানিঞা বেথিত হইঞা সুবল করিল কোলে।। সুবল মধুর মধুর বলে। আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি অচেতন কেনে হল্যে।। বন-দাবানলে আর বিষ-জলে প্রাণ দান দিলে তুমি। সো ধার শোধিব যো বোল বলিব তাহাই করিব আমি।। সজল নয়ন দেখি মোর মন কে জানে কেমন করে। দীনবন্ধু কহে তনু মন দহে রাইর […] keyboard_arrow_right
  • রসিক নাগর সাজি বাজিকর
    রসিক নাগর সাজি বাজিকর সঙ্গেত সুবল সখা। ঢোলক বাজাইয়া দড়ি দড়া লৈঞা ভানুপুরে দিলা দেখা।। ধূলা মাখি গায় জুপুপ ঝুলায় নটপটি পাগ শিরে। সুবল সখার কান্ধে দিয়া ভার নামাইলা ধীরে ধীরে।। কুহক লাগাইয়া ঝুলি যে খুলিয়া মুকুতা বাহির করে। উগারে বদনে বহুমূল্য ধনে রাখে সব থরে থরে।। পেটে গুয়া দিয়া বাঁশেতে চড়িয়া ঘুরয়ে কতেক পাকে। […] keyboard_arrow_right
  • রসিক নাগরী রসের মরা
    রসিক নাগরী রসের মরা। রসিক ভ্রমর প্রেম পিয়ারা।। অবলা মূরতি রসের বাণ। রসে ডুবুঁ করে পরাণ।। রসবতী সদা হৃদয়ে জাগে। দরশ বাড়ায়া পরশ মাগে।। দরশে পরশে রস প্রকাশ। চণ্ডীদাস কহে রস-বিলাস।। keyboard_arrow_right
  • রসিক রসিক সবাই কহয়ে
    রসিক রসিক সবাই কহয়ে কেহ ত রসিক নয়। ভাবিয়া গণিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গোটিক হয়।। সখি হে, রসিক বলিব কারে। বিবিধ মশলা রসেতে মিশায় রসিক বলি যে তারে।। রস পরিপাটী সুবর্ণের ঘটী সম্মুখে পূরিয়া রাখে। খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে।। সেই রস পান রজনী দিবসে অঞ্জলি পূরিয়া খায়। খরচ করিলে দ্বিগুণ বাড়ায়ে […] keyboard_arrow_right
  • রসিকক সরবস নাগরি বানি
    রসিকক সরবস নাগরি বানি। ভল পরিহর ন আদরি আনি।। হৃদয়ক কপটী বচনে পিয়ার। অপনে রসে উকট কুসিয়ার।। আবে কি বোলব সখি বিসরল দেও। তুঅ রূপে লুবুধ মহী নহি কেও।। পএর পখাল রোসে নহি খাএ। অন্ধরা হাথ ভেটল হর জাএ।। তঞে জে কলামতি ও অবিবেক। ন পিব সরোজ অমিয় রস ভেক।। অকুলিন সয়ঁ জদি কএ সদভাব। […] keyboard_arrow_right
  • রসিকের ভঙ্গিতে যায় চেনা
    রসিকের ভঙ্গিতে যায় চেনা। দেখ্‌ তার শান্ত চিত্ত ঊর্ধ্বরতি, হায় বরণ কাঞ্চা সোনা, সহজ হইয়া সরল বস্তু সেধেছে যে জনা, তার কাম-সাগরে চর পড়েছে, প্রেম সাগরে জল আঁটে না। চণ্ডীদাস-রজকিনী-তারাই প্রেমের ধন্য শুনি এমনি প্রেমিক কয়জনা ? তারাই এক মরণে দুইজন মরে, এমন মরা মরে কয় জনা। লালন শা দরবেশে বলে, শোন্‌রে কিনু বলি তোরে– […] keyboard_arrow_right
  • রসিয়া রমণী যে
    রসিয়া রমণী যে। মদন মোহন গৌরাঙ্গ বদন দেখিয়া জীয়ে কি সে।। যে ধনী রঙ্গিনী হয়। ভাঙ ধনুয়া মদন বাণে তার কি পরাণ রয়।। যে জানে পিরীতি বেথা। সেহ কি ধৈরজ ধরিতে পারে শুনিয়া মুখের কথা।। বিলাসিনীর মনে দুখ। আজানুলম্বিত বাহু হেরি কান্দে পরিসর গোরা বুক।। কামিনী কামনা করে। গুরুয়া নিতম্ব বিলাস বসন পরশ পাবার তরে।। […] keyboard_arrow_right
  • রসে রসাইয়া রমণী তেজিয়া
    রসে রসাইয়া রমণী তেজিয়া রভস রসের কেলি। রসিক হইয়া রস তেয়াগিয়া এবে সে জানিল ভালি।। রাতুল চরণ রঙ্গিয়া নাগরী রসয়া রসান ছিল। রসের ঘরেতে রস ভাঙ্গাইয়া বিহি নিকরুণ ভেল।। রাত্রি দিন ঝুরি বিরহে সুন্দরী রহই তুহারি ধ্যান। রব শুনি যব মূরতি কৈশর রাঙ্গিয়া মুরলী-গান।। রাধা রাধা রবে অঙ্গ পুলকিত মুঞ্জরে তরুর ডাল । রহে সে-যমুনা […] keyboard_arrow_right
  • রসে ঢর ঢর গৌর কিশোর
    রসে ঢর ঢর গৌর কিশোর বঙ্কিম নয়নে চায়। জিনি করিবর গমন মন্থর পরাণ দোলায়ে যায়।। চাঁচর চিকুরে চূড়ায় টালনি গাঁথিয়ে চাঁপার কলি। তাহার সৌরভে জগত মাতল ঝাঁকি ঝাঁকি উড়ে অলি।। গৌরাঙ্গ রূপের ছটার কিরণ লাগয়ে যাহার গায়। উনমত হয়ে বাহু পসারিয়ে কিরণ ধরিতে চায়।। আইস আইস বলি করয়ে ব্যাকুলি নদিয়া নাগরী কান্দে। ভণে বলরাম ও […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ