• রাই তুমি সে আমার গতি
    রাই, তুমি সে আমার গতি। তোমার কারণে রসতত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি।। নিশি দিশি বসি গীত আলাপনে মুরলী লইয়া করে। যমুনা-সিনানে তোমার কারণে বসি থাকি তার তীরে।। তোমার রূপের মাধুরী দেখিতে কদম্ব-তলাতে থাকি। শুনহ কিশোরি চারি দেখি হেরি যেমত চাতক পাখী।। তব রূপ গুণ মধুর মাধুরী সদাই ভাবনা মোর। করি অনুমান সদা করি গান তব […] keyboard_arrow_right
  • রাই তুরিতে শ্যামেরে দেখ গিয়া
    রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া। যেন মরকত মণি ধূলায় লোটায়া।। কোথা না পড়িল চূড়া মালতীর মালা। কোথা না পড়ল সেই নূপুর বলয়া।। কোথা না পড়ল পীত ধড়ার অঞ্চল। কোথা না পড়ল নব মঞ্জরীর দল।। নিকুঞ্জে পড়িয়া অঙ্গ ধূলায় ধূসর। রাধা রাধা বলি কাঁদে করি উচ্চস্বর।। মধুর মুরলী যার অতি প্রিয় সুধা। সে কোথা পড়ল তার […] keyboard_arrow_right
  • রাই তোমার মহিমা বড়ি
    রাই, তোমার মহিমা বড়ি। গোলোক তেজিয়া রহিতে নারিনু আইল তথায় ছাড়ি।। রসতত্ত্বখানি আন অবতারে বুঝিতে নারিয়াছি। তাহার কারণে নন্দের ভবনে জনম লভিয়াছি।। বর্ণ বর্ণ ভেদ রস চারু বেদ ভেদ আছে নয় রস। চারু সে পল্লব ছয় ছয় গুণ ইহা কি আনের বশ।। নবর্ত্তক (?) রতি আঠার প্রকার পাঁচ গুণ তার হয়। তর তম করি রসিক […] keyboard_arrow_right
  • রাই নয়ান মেলিয়া কেন চাহ না
    রাই নয়ান মেলিয়া কেন চাহ না। তুমি মোর রতন জীবন ধন যৌবন মদন দহন শর সহ না। তুয়াক রূপরাশি পরশ সরসীরুহ অধীন জনেরে কেন দেহ না। তুয়া মুখ চান্দ অধরে অমৃত যুত হাসি বিকসি কেন কহ না।। দূরহি হুতাশনে মদনে জনু ভজলি পরশ নহিলে তনু রহ না। লেহ মোর খত লিখি দমোদর রহু সাখি তুয়া […] keyboard_arrow_right
  • রাই প্রবোধি চলতহি সহচরী
    রাই প্রবোধি চলতহি সহচরী করইতে কানুক উদেশ। চঞ্চল নয়নে চৌ-দিগে নেহারই বিপিনহি কয়ল প্রবেশ।। সহচরি ঢুঁড়ত বরজ-কিশোর। এক নীপ-মূলে পড়ি রহু মাধব রাই-বিরহ জরে ভোর।।ধ্রু।। দুরহি কানুক হেরি চতুরা সখী ঠমকি ঠমকি চলি যায়। জনু আন কাজে চললি বর-রঙ্গিণি ডাহিন বামে নাহি চায়।। ডাকি কহত হরি হম রাই-কিঙ্কর করুণা করি অব চাহ।। চন্দ্রশেখর কহে এক […] keyboard_arrow_right
  • রাই প্রবোধি চললি বর-সহচরি
    রাই প্রবোধি চললি বর-সহচরি মীললি কানুক পাশ। সো যদি না বুঝই মান করল তোহে তুহুঁ কাহে ছোড়লি আশ।। শুন শুন সুন্দর শ্যাম। ইহ সব রীতে দুখ বহু পায়লি তুহুঁ না গণলি পরিণাম।।ধ্রু।। দুহুঁ করে দুহুঁ-জন আনি মোরা সোঁপব নিভৃত-নিকুঞ্জক মাঝ। সভে মিলি পরণাম করি ঘরে যায়ব সুখে করবি দুহুঁ রাজ।। সখি-মুখে শুনইতে অতিশয় কাতর ছোড়ল […] keyboard_arrow_right
  • রাই বড় সে দেখিল বিপরীত
    রাই, বড় সে দেখিল বিপরীত। সে নব নাগর কান তোমারে কেবল মন দেখিল সদয় অতি চিত।। বিরহ-বেদন-শরে ভেল তনু জরে জরে আন কহিতে নাহি আন। শুনিতে তোমার রীত পুলক মানয়ে চিত লোরে আঁখি হরল গেয়ান।। শ্রবণ পরশি শুনে তোমার মাধুরী গুণে মোহিত হইল কলেবর। কেবল তোমার নাম নিরবধি জপে শ্যাম কাঁপে দুটি অধর সুন্দর।। শুনিয়া […] keyboard_arrow_right
  • রাই বলে শুন এগো প্রাণ সহচরি
    রাই বলে শুন এগো প্রাণ সহচরি। আজ এক অপরূপ রীতি গো তোমারি।। খরতর নিঃশ্বাসত বহিছে সত্বরে। সত্য কহ কপট না রাখিয় অন্তরে ।। দূতী কহে শুন রাধে আসিবার তরে। সেহি লাগি নিঃশ্বাস বহিছে খরতরে। অধরত শুখিয়াছে শুন গো দূতীকে।। দন্তে তৃণ লইয়া জত বিনয়ি কহিতে ।। কেমনেতে ভ্রষ্ট হৈছে তোমার অলকা। তোমার লাগি কৃষ্ণপদে পড়িল […] keyboard_arrow_right
  • রাই বলে শুন বেদনী বড়াই
    রাই বলে ”শুন বেদনী বড়াই মোর ঘরে গিয়া বল। কানুর চরণে শরণ পশিল মনের মানস ভেল।। ব্রহ্মা আদি দেবে যেই পদ সেবে ধেয়ানে নাহিক পায়। হেনক সম্পদ অলসে পাইল … … … কি করিব কুল সব যাও দূর যাহারে দেখিলে জি। এ সব ছাড়িয়া কি আর … … …কি।। যায় জাতি কুল সেও মোর ভাল […] keyboard_arrow_right
  • রাই বলে শুন হেদে গো বেদনি
    রাই বলে–“শুন হেদে গো বেদনি, ঘাটের জানহ পথ।” বড়ায়েরে রাধা কহে রস-কথা– “বড় দেখি অনুরথ।। আর কত দূর আছে মধুপুর কহনা বেদনী বুড়ি। সহজ গমনে পথ নাহি চল চলিয়া যাইতে নারি।।” কানু-পরসঙ্গ অলপ ইঙ্গিতে সুধাই যতন করি। কহিতে কহিতে হইল মোহিত — “কহ কহ আগো বুড়ি।।” কহিছে বড়াই আপনি দড়াই— “মাঝেতে যমুনা এ । ও […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ