রাই, তোমার মহিমা বড়ি।
গোলোক তেজিয়া রহিতে নারিনু
আইল তথায় ছাড়ি।।
রসতত্ত্বখানি আন অবতারে
বুঝিতে নারিয়াছি।
তাহার কারণে নন্দের ভবনে
জনম লভিয়াছি।।
বর্ণ বর্ণ ভেদ রস চারু বেদ
ভেদ আছে নয় রস।
চারু সে পল্লব ছয় ছয় গুণ
ইহা কি আনের বশ।।
নবর্ত্তক (?) রতি আঠার প্রকার
পাঁচ গুণ তার হয়।
তর তম করি রসিক বুঝিলে
সিদ্ধি সাধনে কয়।।
বৃজ বৃজ পুর ব্রজের মহিমা
তুমি সে ইহাতে রতি।
আট আট গুণ তটস্থ হইলে
বুঝিতে পারয়ে রীতি।।
চণ্ডীদাস কহে এই সে মাধুরী
ব্রজেশ্বরী প্রিয় রাধা।
অসীম চাতুরী দোঁহার পীরিতি
প্রেমসুধা-রসে বাঁধা।।