• রাজিত চিকুর উপরে নবমালতি
    রাজিত চিকুর উপরে নবমালতি অলিকুল অলকার পাশে। মলয়জ মাঝে সাজে মৃদু মৃগমদ তরুণীনয়নবিলাসে।। সজনি কি পেখলুঁ শ্যামর চান্দে। তরণীতনয়া তীরে তরু অবলম্বন তরুণ ত্রিভঙ্গিম ছান্দে।।ধ্রু।। ও মুখমণ্ডলে ও মণিকুণ্ডল গণ্ড উজোর ভেল কিরণে। ইন্দ্রনীলমণি- মুকুর উপরে জনু করু অবলম্বন অরুণে।। তরুণ তারাবলি অনিবার ঝলমলি উরে গজমোতিম হারে। জ্ঞানদাস কহ পীতধটি অঞ্চল বিজুরি ঘন অন্ধিয়ারে।। keyboard_arrow_right
  • রাঢ় মাঝে একচাকা নামে আছে গ্রাম
    রাঢ় মাঝে একচাকা নামে আছে গ্রাম। তহিঁ অবতীর্ণ নিত্যানন্দ বলরাম।। হাড়াই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ। মূলে সর্ব্ব পিতা তানে কৈল পিতা-ব্যাজ।। মহা জয়জয়ধ্বনি পুষ্পবরিষণ। সঙ্গোপে দেবতাগণ করিলা তখন।। কৃপাসিন্ধু ভক্তিদাতা শ্রীবৈষ্ণবধাম। অবতীর্ণ হৈলা রাঢ়ে নিত্যানন্দ রাম।। সেই দিন হইতে রাঢ়মণ্ডল সকল। পুন পুন বাঢ়িতে লাগিল সূমঙ্গল।। keyboard_arrow_right
  • রাঢ়দেশে নাম একচক্রা গ্রাম
    রাঢ়দেশে নাম একচক্রা গ্রাম হারাই পণ্ডিতঘর। শুভ মাঘমাসি শুক্লা এয়োদশী জনমিলা হলধর।। হাড়াই পণ্ডিত অতি হরষিত পুত্রমহোৎসব করে। ধরণীমণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে।। শান্তিপুরনাথ মনে হরষিত করি কিছু অনুমান। অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রাম।। বৈষ্ণবের মন হৈল পরসন্ন আনন্দ-সাগরে ভাসে। এ দীন পামর হইবে উদ্ধার কহে দুখী কৃষ্ণদাসে।। keyboard_arrow_right
  • রাণি, তুমার ভাগ্যের নাহি সীমা।
    “রাণি, তুমার ভাগ্যের নাহি সীমা। এমত ছায়াল আসি তব গৃহে পরকাশি দিতে নাহি জাহা[ র উপমা] ।। * * মানুস নহে জানিবে সে সুহৃদয়ে দেবের দেবতা এই জনা। গোলোক-বৈভব তেজি গোপের কুলেতে * * * নিয়া দেহ সনা।। দেখিল সকল চিহ্ন দেখি চিহ্ন ভিন্ন ভিন্ন সকল লক্ষণ দেব-শক্তি । * * * * * * […] keyboard_arrow_right
  • রাণী ভাসে আনন্দ-সাগরে
    রাণী ভাসে আনন্দ-সাগরে। বামে বসাইয়া শ্যাম দক্ষিণে বসাইয়া রাম চুম্ব দেই মুখ-সুধাকরে।। ক্ষীর ননী ছেনা সর আনিয়া সে থরে থর আগে দেই রামের বদনে। পাছে কানাইর মুখে দেয় রাণী মন-সুখে নিরখয়ে চাঁদ-মুখ পানে।। গোপের রমণী যত চৌদিগে শত শত মুখ হেরি লহু লহু বোলে। মাতা যশোমতী মেলি মঙ্গল হুলাহুলি আরতি করয়ে কুতূহলে।। জ্বালিয়া রতন-বাতি করে […] keyboard_arrow_right
  • রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই
    রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই। (তখন) গুরু কার্য মাথায় থুয়ে কি করিরে কেমনে যাই।। আমি বলি আত্মারাম, নেওরে মুখে কৃষ্ণনাম, যাতে মুক্তি পাই। সে নামেতো হয় না রত, খাবো খাবো রব সদাই।। এমন পাখী কে পোষে, খেতে চায় সাগর চুষে কেমনে যোগাই। আমার বুদ্ধি গেল সাধ্যি গেল সার হ’লরে পেট্‌কো বাই।। আমি একজন […] keyboard_arrow_right
  • রাতি দিবসে রহু ধন্দ
    রাতি দিবসে রহু ধন্দ। ভাদরে বাদর মন্দ।। মন্দ মনসিজ মনহি দহ দহ দহই মারুত মন্দ। তরল জলধর বরিখে ঝরঝর হামারি লোচন ছন্দ।। উছল ভূধর পুরল কন্দর ছুটল নদ নদি সিন্ধুয়া। হাম সে কুলবতি পরক যুবতি গমনে জগ ভরি নিন্দুয়া।। keyboard_arrow_right
  • রাতি দিন চৌখে চৌখে বসিয়া সদাই দেখে
    রাতি দিন চৌখে চৌখে বসিয়া সদাই দেখে ঘন ঘন মুখখানি মাজে। উলটি পালটি চায় সোয়াস্ত নাহিক পায় কত বা আরতি হিয়ার মাঝে।। সই ও দুখ লাগিয়াছে মনে। যারে বিদগধ রায় বলিয়া জগতে গায় মোর আগে কিছুই না জানে।। জ্বালিয়া উজ্জ্বল বাতি জাগিয়া পোহাল রাতি নিদ নাহি যায় পিয়া ঘুমে। ঘন ঘন করে কোলে ক্ষণে করে […] keyboard_arrow_right
  • রাত্রে জনমলি কৃষ্ণ সভার উল্লাস
    [রাত্রে জনমলি কৃষ্ণ সভার উল্লাস। প্রাতঃকালে হাতে যেন পাইল আকাশ।। পুণ্য তিনি তিথি যোগ পাইয়া জনমিলা ভগবান । দ্বাপর যুগের ধর্ম্ম লোক পরিত্রাণ।।] নন্দ নাচে নীল রতনমণি প্যায়া। নানাধন বিলায় নন্দ পুত্রমুখ চ্যায়া।। গোঠে হইতে নন্দ ঘোষ আইলেন ধ্যায়া। হাতে লাঠি কান্ধে ভার নাচে থৈয়া থৈয়া।। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। গোকুলের গোয়ালা […] keyboard_arrow_right
  • রাধা কানু সর্বত্রে বিলাসী
    রাধা কানু সর্বত্রে বিলাসী। রাধিকার মন মাঝে কালিয়া শ্যামের বাঁশী।। ধু জগতে ব্যাপিত আছে কৃষ্ণ যার নাম। সকল গোকুলে সে রাধার বন্ধু শ্যাম।। সোম রবি যার রূপ দেখি লজ্জা পায়। সেই গীত সতত রাধার মনে গায়।। সাহা কেয়ামদ্দিন গুরু প্রেমাগানে বশ। রাধা সঙ্গে বনমালী ভোগে প্রেমরস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ