• রাধা কানু নিকুঞ্জমন্দির মাঝ
    রাধা কানু নিকুঞ্জমন্দির মাঝ। চৌদিকে ব্রজবধূ মঙ্গল গাওত তেজি কূলভয় লাজ।।ধ্রু।। শারদ যামিনী ও কুলকামিনী তেরছ নয়নে চায়। মদন-ভুজঙ্গমে রাইরে দংশল হেলি পড়ে শ্যাম-গায়।। কানু ধন্বন্তরি রাই-কোলে করি চূম্বন-ঔষধ দান। নাগর নাগরী ও রসে আগোরি রাই কানু এক প্রাণ।। শারী শুক পিক মঙ্গল গাওত অতি সুললিত তান। বৃন্দাবন ভরি রসের বাদর তুলসীদাস রস গান।। keyboard_arrow_right
  • রাধা কানু বিলসই নিকুঞ্জ ভবনে
    রাধা কানু বিলসই নিকুঞ্জ ভবনে। নয়ানে নয়ানে দুহুঁ বয়ানে বয়ানে।। দুখ সঞে সুখ ভেল দুহুঁ অতি ভোর। হের দেখ এ সখি শ্যাম কিশোর ।। জ্ঞানদাস কহে সুরস সার। যুগল মিলন রসের সার।। keyboard_arrow_right
  • রাধা গুণমণিমালা
    রাধা গুণমণিমালা। কলিত দয়িত-দবধু-ব্রজ নিধূত- মান-বিষম বিষজ্বালা।।ধ্রু।। প্রণয়-সুধারস-সার-গঠিততনু বিগলিত-গৌরব-ভঙ্গা। সরসং তমভিসসার রসার্ণব মচিরাদতনু-তরঙ্গা।। কুঞ্জ-কুটীর-তটাঙ্গন-সঙ্গিন মঙ্গিনমিব-রস-রাজং। কুটিল-দিগন্ত-শরেণ নিতান্তম- বিধ্যদিমং নুতিভাজম্।। সম্যদপি স্ফুট বাম্য-তিমির মিয়মদি পুনঃ কৃতমানা। হরিবল্লভ সরলালীততিঃ কতি বাস্যতু তদ্‌যাতমানা।। keyboard_arrow_right
  • রাধা নাম আধ শুনি চমকই
    রাধা নাম আধ শুনি চমকই ধরই না পারই অঙ্গ। লোচন লোর লহরী ভরি আকুল কো কহুঁ মরমক রঙ্গ।। সুন্দরি দূর কর হৃদয়ের বাধা। রাধা মাধব তুয়া অবধারলুঁ মাধবক তুহুঁ রাধা।। তোহারি সংবাদ- সুধারসে উনমত হাসি হসি ঘন তনু মোড়। লেখত পাঁতি দেখত নাহি কাজর গদগদ রোধল বোল।। গীমক ভঙ্গি পন্থ দরশায়ল দুহুঁ দিঠিপঞ্জজ মুদি।। গোবিন্দদাসিয়া […] keyboard_arrow_right
  • রাধা নাম কি কহিলে আগে
    রাধা নাম কি কহিলে আগে। শুনইতে মনমথ জাগে। সখি কাহে কহলি উহ নাম। মন মাহা নাহি লাগে আন।। কহ তছু অনুপম রূপ। বুঝলম অমিয়া স্বরূপ।। হেরইতে আঁখি করে আশ। কহে রাধামোহন দাস।। keyboard_arrow_right
  • রাধা প্যারি সহ খেলত নন্দদুলাল
    রাধা প্যারি সহ খেলত নন্দদুলাল। অরুণিত মরকত অরুণ হেমযুত ঐছন মূরতি রসাল।।ধ্রু।। অরুণাম্বরধর শোহে কলেবর অরুণ মোতি মণিমাল। নটপটি পাগ উপরে শিখিচন্দ্রক ওড়নি রঙ্গ গুলাল।। দুহুঁ করে আবির দুহুঁ অঙ্গে ডারত পিচকা রঙ্গে পাখাল। অরুণিত যমুনা পুলিন কুঞ্জবন অরুণিত যুবতীজাল।। অরুণিত তরুকুল অরুণ লতা ফুল অরুণ ভ্রমরগণ ভাল। অরুণিত শারী শুক শিখি কোকিল উদ্ধব ভণিত […] keyboard_arrow_right
  • রাধা বড় অভিমানী শুনিতে নারে তোমার বাণী
    রাধা বড় অভিমানী শুনিতে নারে তোমার বাণী ঢুঁড়ি আইলাম দেখি তার রঙ্গ। তাহার বচন শুনি বুঝিলাম অনুমানি না হবে না হবে তোমা সঙ্গ।। শুনিয়া সুবলের কথা মরমে পাইয়া বেথা কান্দে কানু করিয়া করুণা। হেদে রে সুবল ভাই আমি প্রাণে জীব নাই রাই মোরে করিল বঞ্চনা।। শ্রীমতীর কথা শুনি ভূমে পড়ে নীলমণি করের বংশী লোটায় ধরণী। […] keyboard_arrow_right
  • রাধা বদন বিমল মধু পানে
    রাধা বদন বিমল মধু পানে। মাতল শ্যামল চঞ্চল ভানে।। ধনিক কলেবর কোমল আতি। নিবিড় আলিঙ্গয়ে হিয়ে হিয়ে যাঁতি।। এ সখি কিয়ে ইহ প্রেমক কাজ। সুরতে কি জীতল পাঁচ-শর-রাজ।। হরি পরিরম্ভণে ধনি ভেল ভোর। তবহি সুহাসিত বহি দিঠি লোর।। কোরে সুনাগরি দূর গেয়ান। ধনি মুখ সমূখহি ধরত ধেয়ান।। তবহি পরাক্রম তবহি অথীর। থেহ না পাওত শ্যামর […] keyboard_arrow_right
  • রাধা বর উর দুখ হেরি গুরুতর
    রাধা বর উর দুখ হেরি গুরুতর সখীগণ নিরজনে মেল। বসনে নয়ন মুছি যুকতি করত সব সঙ্কট অতিশয় ভেল।। রাই নিকট যদি হরিগুণ গায়ব যছু গুণে পাষাণ মিলায়। একে চির বিরহিণী ননী জিনি তনুখানি ততহি পড়ব মুরছায়।। শ্যামর মুরতি লিখি দরশায়ব নিরখিতে জীবন যাব। হরি হরি মরি মরি কি কহব কহ বেরি কৈছে ছুটব মনতাপ।। ললিতা […] keyboard_arrow_right
  • রাধা বলি শ্যাম কান্দে লোটায়ে ধরণী
    রাধা বলি শ্যাম কান্দে লোটায়ে ধরণী। এ সময়ে দেখা দাও রাধা বিনোদিনী।। রাধা অনুরাগে শ্যাম হৈল অগেয়ান। প্রতি তরুলতা দেখে রাই সমান।। কৃষ্ণ অনুরাগে রাই উঠে চমকিয়া। রাধিকার মান গেল কৃষ্ণ না দেখিয়া।। চকিত হইয়া চাহে সখীর বদন। গদাধর দাস হেরি করয়ে রোদন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ