রাধা বদন বিমল মধু পানে।
মাতল শ্যামল চঞ্চল ভানে।।
ধনিক কলেবর কোমল আতি।
নিবিড় আলিঙ্গয়ে হিয়ে হিয়ে যাঁতি।।
এ সখি কিয়ে ইহ প্রেমক কাজ।
সুরতে কি জীতল পাঁচ-শর-রাজ।।
হরি পরিরম্ভণে ধনি ভেল ভোর।
তবহি সুহাসিত বহি দিঠি লোর।।
কোরে সুনাগরি দূর গেয়ান।
ধনি মুখ সমূখহি ধরত ধেয়ান।।
তবহি পরাক্রম তবহি অথীর।
থেহ না পাওত শ্যামর বীর।।
রাইক প্রতিতনু সুকুসুম জান।
নিবিড় সুচুম্বই অলিক বন্ধান।।
অতিহুঁ উলাসে কহয়ে কৃষ্ণকান্ত।
অন্তরে জাগি রহু এ দুহুঁ নিতান্ত।।